প্রযুক্তি ডেস্ক
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
গভীর সমুদ্র তেলের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে বিগ-ডেটা অ্যানালিটিক্স ফার্ম ‘স্পার্ককগনিশন’- এর এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শেল’। গত বুধবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। শেল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পার্ককগনিশনের এআই অ্যালগরিদমগুলো নতুন তেলের খনির সন্ধানে প্রচুর পরিমাণে সিসমিক ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করবে। সিসমিক ডেটা হলো মূলত পৃথিবীর কম্পন সম্পর্কিত তথ্য, যা পৃথিবীর গঠন বুঝতে এবং তেল ও গ্যাসের মতো সম্পদ খুঁজে পেতে সহায়তা করে। এটি সিসমোগ্রাফ নামক বিশেষ যন্ত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়।
শেলের উদ্ভাবন এবং পারফরম্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গুয়েরা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অনুসন্ধানের (তেলের খনি) নতুন এবং উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টেক্সাসের অস্টিনে অবস্থিত স্পার্ককগনিশনের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ব্রুস পোর্টার বিশ্বাস করেন যে, সিসমিক ইমেজিংয়ের জন্য জেনারেটিভ এআইয়ের ব্যবহার অনুসন্ধানে (তেলের খনি) ব্যাপক উন্নতি আনবে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে।
প্রযুক্তিটি কম সিসমিক ডেটা স্ক্যান ব্যবহার করে ভূপৃষ্ঠের চিত্র তৈরি করার মাধ্যমে গভীর-সমুদ্র সংরক্ষণে সহায়তা করবে। গভীর সমুদ্র সংরক্ষণ বলতে গভীর সমুদ্রে পাওয়া সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং আবাসস্থলগুলির সংরক্ষণ ও সুরক্ষা বোঝায়।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
৪৩ মিনিট আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগে