মেহেদী হাসান তুহিন
আপনি যদি মনে করেন যে স্মার্টফোনের কভার বেছে নেওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার এবং এর জন্য ভাবনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে ভুল ভাবছেন।
আপনার হাতের স্মার্টফোনটি এখন আধুনিক প্রযুক্তিতে ঠাসা সব ফিচার-সংবলিত। আর এ জন্যই এর সঙ্গে তাল মিলিয়ে ফোনের কভারেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেগুলোতেও এসেছে বৈচিত্র্যপূর্ণ স্মার্ট সব ফিচার।
কভারই আপনার শখের দামি মোবাইল ফোনকে যেকোনো ধরনের ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখে। এখন বাজারে বিভিন্ন ধরনের স্মার্ট কভার পাওয়া যায়।
মোমেন্ট ফটো কেস
দ্য মোমেন্ট ফটো কেস ডিজাইন করা হয়েছে পিক্সে, আইফোন, ওয়ান প্লাস কিংবা স্যামসাং গ্যালাক্সির মতো বিশ্বের শীর্ষ ক্যামেরা ফোনগুলোকে লক্ষ্য করে। ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে একটি পাতলা, শক প্রুফ রাবারের তৈরি বডি যা ড্রপ এবং স্ক্র্যাপ থেকে রক্ষা করে।
মোমেন্ট পিক্সেল ফটো কেসটিতে একটি লেন্স সংযুক্ত থাকে। সেটি দিয়ে মোমেন্টের অ্যাডঅন স্মার্টফোন লেন্সে নিরাপদে সংযুক্ত করা যায়।
এই কেসটিতে একটি স্ট্রিপ সংযুক্ত আছে, যা আপনার ক্যামেরা ফোনকে ধরে রাখতে সাহায্য করবে। এই কেস বা কভারটি তার ছাড়া অর্থাৎ কিউআই যুক্ত চার্জিং প্যাডে রেখে চার্জ করা যায়। এই কেসে আইফোন চলতে চলতে চার্জ করার জন্য একটি ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযুক্ত আছে। এটি আপনাকে আরও বেশি শুটিং সময় দেবে। এতে একটি সমন্বিত লাইটেনিং পোর্ট ও ছবি তোলার জন্য দুই পর্যায়ে শাটার বাটন আছে।
আপনার কাছে যে ক্যামেরা ফোনই থাকুক না কেন, আপনি যদি মোবাইল ফটোগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা ফোন কেস।
জবি স্ট্যান্ড পয়েন্ট
এই সেলফোন কেসের নিজের পা আছে! আক্ষরিক অর্থে। যদিও বেশির ভাগ সেলফোন ফটোগ্রাফার ট্রাইপড বা মনোপড ব্যবহার করে ছবি তোলেন না। কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে স্থির থাকলে ছবি সুন্দরভাবে ওঠানো যায়। কম আলো দীর্ঘ এক্সপোজারে অথবা রাতে চাঁদ বা তারার ছবি তুলতে চান সে ক্ষেত্রে একটি ট্রাইপড অপরিহার্য। এ কাজে জবি স্ট্যান্ড পয়েন্ট আপনাকে সাহায্য করবে। এই ট্রাইপডটি কেসের সঙ্গে যুক্ত। এর পাগুলো ভাঁজ করে পকেটে রাখা যায়। লং এক্সপোজারের ছবি তোলার পাশাপাশি স্ট্যান্ড পয়েন্ট ভালোভাবে ভিডিও করতেও সহায়তা করবে। এই কেস ওয়্যারলেস চার্জিং প্যাডের মাধ্যমে চার্জ করা যাবে।
লেখক: ওয়েব অ্যান্ড আইটি কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)
আপনি যদি মনে করেন যে স্মার্টফোনের কভার বেছে নেওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার এবং এর জন্য ভাবনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে ভুল ভাবছেন।
আপনার হাতের স্মার্টফোনটি এখন আধুনিক প্রযুক্তিতে ঠাসা সব ফিচার-সংবলিত। আর এ জন্যই এর সঙ্গে তাল মিলিয়ে ফোনের কভারেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেগুলোতেও এসেছে বৈচিত্র্যপূর্ণ স্মার্ট সব ফিচার।
কভারই আপনার শখের দামি মোবাইল ফোনকে যেকোনো ধরনের ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখে। এখন বাজারে বিভিন্ন ধরনের স্মার্ট কভার পাওয়া যায়।
মোমেন্ট ফটো কেস
দ্য মোমেন্ট ফটো কেস ডিজাইন করা হয়েছে পিক্সে, আইফোন, ওয়ান প্লাস কিংবা স্যামসাং গ্যালাক্সির মতো বিশ্বের শীর্ষ ক্যামেরা ফোনগুলোকে লক্ষ্য করে। ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে একটি পাতলা, শক প্রুফ রাবারের তৈরি বডি যা ড্রপ এবং স্ক্র্যাপ থেকে রক্ষা করে।
মোমেন্ট পিক্সেল ফটো কেসটিতে একটি লেন্স সংযুক্ত থাকে। সেটি দিয়ে মোমেন্টের অ্যাডঅন স্মার্টফোন লেন্সে নিরাপদে সংযুক্ত করা যায়।
এই কেসটিতে একটি স্ট্রিপ সংযুক্ত আছে, যা আপনার ক্যামেরা ফোনকে ধরে রাখতে সাহায্য করবে। এই কেস বা কভারটি তার ছাড়া অর্থাৎ কিউআই যুক্ত চার্জিং প্যাডে রেখে চার্জ করা যায়। এই কেসে আইফোন চলতে চলতে চার্জ করার জন্য একটি ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযুক্ত আছে। এটি আপনাকে আরও বেশি শুটিং সময় দেবে। এতে একটি সমন্বিত লাইটেনিং পোর্ট ও ছবি তোলার জন্য দুই পর্যায়ে শাটার বাটন আছে।
আপনার কাছে যে ক্যামেরা ফোনই থাকুক না কেন, আপনি যদি মোবাইল ফটোগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা ফোন কেস।
জবি স্ট্যান্ড পয়েন্ট
এই সেলফোন কেসের নিজের পা আছে! আক্ষরিক অর্থে। যদিও বেশির ভাগ সেলফোন ফটোগ্রাফার ট্রাইপড বা মনোপড ব্যবহার করে ছবি তোলেন না। কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে স্থির থাকলে ছবি সুন্দরভাবে ওঠানো যায়। কম আলো দীর্ঘ এক্সপোজারে অথবা রাতে চাঁদ বা তারার ছবি তুলতে চান সে ক্ষেত্রে একটি ট্রাইপড অপরিহার্য। এ কাজে জবি স্ট্যান্ড পয়েন্ট আপনাকে সাহায্য করবে। এই ট্রাইপডটি কেসের সঙ্গে যুক্ত। এর পাগুলো ভাঁজ করে পকেটে রাখা যায়। লং এক্সপোজারের ছবি তোলার পাশাপাশি স্ট্যান্ড পয়েন্ট ভালোভাবে ভিডিও করতেও সহায়তা করবে। এই কেস ওয়্যারলেস চার্জিং প্যাডের মাধ্যমে চার্জ করা যাবে।
লেখক: ওয়েব অ্যান্ড আইটি কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)
ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
১ ঘণ্টা আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২১ ঘণ্টা আগে