অনলাইন ডেস্ক
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।
বর্তমানে অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচারের জন্য সমর্থিত ভাষাগুলো হল—ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, এবং রুশ। অপরদিকে আইওএস–এ এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন।
আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।
সম্প্রতি মেসেজ ড্রাফটস ফিচারও হোয়াটসঅ্যাপে চালু করেছে মেটা। মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করা হয় ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।
বর্তমানে অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচারের জন্য সমর্থিত ভাষাগুলো হল—ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, এবং রুশ। অপরদিকে আইওএস–এ এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন।
আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।
সম্প্রতি মেসেজ ড্রাফটস ফিচারও হোয়াটসঅ্যাপে চালু করেছে মেটা। মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করা হয় ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১০ ঘণ্টা আগে