অনলাইন ডেস্ক
মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২ তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৬ তম।
এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এ ক্ষেত্রে আপলোড-ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইসহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়।
এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৮ তম।
মোবাইল ইন্টারনেট
ওকলার প্রতিবেদন মতে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৪ দশমিক ৫৯ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১১ দশমিক ৫৩ এমবিপিএস ছিল।
তালিকার শীর্ষে আছে কাতার। দেশটির ডাউনলোডের ক্ষেত্রে গড় গতি ৩১৩ দশমিক ৩০ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৭ দশমিক ৫৩ এমবিপিএস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।
প্রতিবেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৬ তম, মালদ্বীপ ৩২ তম, মায়ানমার ১০৪ তম, শ্রীলঙ্কা ১২৩ তম, পাকিস্তান ১২৭ তম আফগানিস্তান ১৪৫ তম এবং নেপাল ১৩৬ তম স্থানে রয়েছে।
অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা। লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৪ দশমিক ১ এমবিপিএস।
ব্রডব্যান্ড ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৪৪ দশমিক ২৫ এমবিপিএস ও আপলোডে ৪৩ দশমিক ৬১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও ফেব্রুয়ারির তুলনায় র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ভারত ৯২ তম, মালদ্বীপ ১৬৬ তম, মায়ানমার ১৪৩ তম, শ্রীলঙ্কা ১৩৮ তম, পাকিস্তান ১৫৩ তম আফগানিস্তান ১৮১ তম এবং নেপাল ৮৪ তম স্থানে রয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও ২ দশমিক ৯২ এমবিপিএস নিয়ে সবার তলানিতে রয়েছে কিউবা।
ওকলার সর্বশেষ প্রতিবেদনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের উন্নতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে গড় ডাউনলোড গতির দিক থেকে ২৬ দশমিক ৭৪ এমবিপিএস নিয়ে শীর্ষে ছিল বাংলালিংক। এরপর ২৪ দশমিক ৬২ এমবিপিএস নিয়ে রবি দ্বিতীয় এবং ২৩ দশমিক ১৮ এমবিপিএস নিয়ে এয়ারটেল তৃত্বীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন এবং টেলিটকের গতি যথাক্রমে ২১ দশমিক ৭৮ এমবিপিএস এবং ৬ দশমিক ০৫ এমবিপিএস ছিল।
মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২ তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৬ তম।
এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এ ক্ষেত্রে আপলোড-ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইসহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়।
এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৮ তম।
মোবাইল ইন্টারনেট
ওকলার প্রতিবেদন মতে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৪ দশমিক ৫৯ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১১ দশমিক ৫৩ এমবিপিএস ছিল।
তালিকার শীর্ষে আছে কাতার। দেশটির ডাউনলোডের ক্ষেত্রে গড় গতি ৩১৩ দশমিক ৩০ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৭ দশমিক ৫৩ এমবিপিএস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।
প্রতিবেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৬ তম, মালদ্বীপ ৩২ তম, মায়ানমার ১০৪ তম, শ্রীলঙ্কা ১২৩ তম, পাকিস্তান ১২৭ তম আফগানিস্তান ১৪৫ তম এবং নেপাল ১৩৬ তম স্থানে রয়েছে।
অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা। লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৪ দশমিক ১ এমবিপিএস।
ব্রডব্যান্ড ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৪৪ দশমিক ২৫ এমবিপিএস ও আপলোডে ৪৩ দশমিক ৬১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও ফেব্রুয়ারির তুলনায় র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ভারত ৯২ তম, মালদ্বীপ ১৬৬ তম, মায়ানমার ১৪৩ তম, শ্রীলঙ্কা ১৩৮ তম, পাকিস্তান ১৫৩ তম আফগানিস্তান ১৮১ তম এবং নেপাল ৮৪ তম স্থানে রয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও ২ দশমিক ৯২ এমবিপিএস নিয়ে সবার তলানিতে রয়েছে কিউবা।
ওকলার সর্বশেষ প্রতিবেদনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের উন্নতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে গড় ডাউনলোড গতির দিক থেকে ২৬ দশমিক ৭৪ এমবিপিএস নিয়ে শীর্ষে ছিল বাংলালিংক। এরপর ২৪ দশমিক ৬২ এমবিপিএস নিয়ে রবি দ্বিতীয় এবং ২৩ দশমিক ১৮ এমবিপিএস নিয়ে এয়ারটেল তৃত্বীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন এবং টেলিটকের গতি যথাক্রমে ২১ দশমিক ৭৮ এমবিপিএস এবং ৬ দশমিক ০৫ এমবিপিএস ছিল।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
১৩ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
১৫ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১৬ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১৬ ঘণ্টা আগে