Ajker Patrika

বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরিতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র

প্রযুক্তি ডেস্ক
বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরিতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র

বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করতে পাঁচ বছরে প্রায় ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের পেট্রল চালিত যান থেকে দূরে সরিয়ে নিতে সামনে আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াইট হাউস। যদিও তাদের এ প্রকল্পের জন্য আরও অতিরিক্ত তহবিল অনুমোদনের প্রচেষ্টা কংগ্রেসে স্থগিত রয়েছে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর জন্য ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল অনুমোদন করেছিল কংগ্রেস। চলতি বছরেই চার্জিং স্টেশন প্রকল্পে ৬১৫ মিলিয়ন ডলারের আরেকটি বিল মার্কিন ফেডারেলের অনুমোদনের অপেক্ষায় আছে।

এ বিষয়ে মার্কিন পরিবহন সচিব পিট বুটিগিগ বলেন, এ খাতের জন্য এত বড় অর্থায়ন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপনে বেশ সহায়ক হবে। ফলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের দৌড়ে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে যাবে। 

২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া নতুন গাড়ির মাঝে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময়ের মধ্যেই বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ৫ লাখ নতুন ইভি চার্জিং স্টেশন স্থাপনের ঘোষণাও দিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত