ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্রাউজারের ট্যাবগুলো সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে এআইভিত্তিক ফিচারগুলো সাহায্য করবে।
এআইভিত্তিক এই তিনটি ফিচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—
ট্যাব অর্গানাইজার
ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ক্রোম ব্রাউজারে চালু করা ট্যাবগুলোর বিষয়ভিত্তিক গ্রুপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে এআই টুলটি । ফিচারটি ব্যবহার করার জন্য গ্রাহককে একটি ট্যাবে রাইট ক্লিক করতে হবে এবং ‘ড্রপ ডাউন’ মেনু থেকে ‘অর্গানাইজ সিমিলার ট্যাব’ অপশনটি নির্বাচন করতে হবে।
কাস্টমাইজ ক্রোম
অ্যান্ড্রয়েড ১৪ ও পিক্সেল ৮ ডিভাইসের নতুন কাস্টমাইজ ফিচারে মতো ক্রোমেই একই ধরনের সুবিধা দেখা যাবে। কাস্টমাইজড ক্রোম ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করা যাবে। এআই টুলটি ব্যবহার করার জন্য ব্রাউজারের হোমপেজের নিচের দিকে থাকা ‘কাস্টমাইজড ক্রোম’ বাটনে ক্লিক করুন। এর ফলে একটি সাইড প্যানেল সামনে আসবে। প্যানেলের ‘চেঞ্জ থিম’ অপশনে থেকে ‘ক্রিয়েট উইথ এআই’ টুলটি নির্বাচন করুন।
এআইয়ের মাধ্যমে ওয়েবপেজে লেখা
এআইয়ের মাধ্যমে ওয়েব পেজে লেখার ‘হেল্প মি রাইট’ টুলটি ক্রোমে যুক্ত করবে গুগল। আগামী মাসে টুলটি উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। এই টুল ওয়েবসাইটটি নির্ভুলভাবে লিখতে ও উন্নত ব্যাকরণ ব্যবহার করতে সাহায্য করবে। টুলটি ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজারের যেকোনো টেক্সট বক্সে রাইট ক্লিক করুন এবং ‘হেল্প মি রাইট’ অপশনটি নির্বাচন করুন। কিছু টেক্সটের মাধ্যমে এআইকে কোনো বিষয় লেখার জন্য নির্দেশনা দিন। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিয়ে নির্ভুলভাবে লেখে দেবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্রাউজারের ট্যাবগুলো সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে এআইভিত্তিক ফিচারগুলো সাহায্য করবে।
এআইভিত্তিক এই তিনটি ফিচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—
ট্যাব অর্গানাইজার
ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ক্রোম ব্রাউজারে চালু করা ট্যাবগুলোর বিষয়ভিত্তিক গ্রুপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে এআই টুলটি । ফিচারটি ব্যবহার করার জন্য গ্রাহককে একটি ট্যাবে রাইট ক্লিক করতে হবে এবং ‘ড্রপ ডাউন’ মেনু থেকে ‘অর্গানাইজ সিমিলার ট্যাব’ অপশনটি নির্বাচন করতে হবে।
কাস্টমাইজ ক্রোম
অ্যান্ড্রয়েড ১৪ ও পিক্সেল ৮ ডিভাইসের নতুন কাস্টমাইজ ফিচারে মতো ক্রোমেই একই ধরনের সুবিধা দেখা যাবে। কাস্টমাইজড ক্রোম ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করা যাবে। এআই টুলটি ব্যবহার করার জন্য ব্রাউজারের হোমপেজের নিচের দিকে থাকা ‘কাস্টমাইজড ক্রোম’ বাটনে ক্লিক করুন। এর ফলে একটি সাইড প্যানেল সামনে আসবে। প্যানেলের ‘চেঞ্জ থিম’ অপশনে থেকে ‘ক্রিয়েট উইথ এআই’ টুলটি নির্বাচন করুন।
এআইয়ের মাধ্যমে ওয়েবপেজে লেখা
এআইয়ের মাধ্যমে ওয়েব পেজে লেখার ‘হেল্প মি রাইট’ টুলটি ক্রোমে যুক্ত করবে গুগল। আগামী মাসে টুলটি উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। এই টুল ওয়েবসাইটটি নির্ভুলভাবে লিখতে ও উন্নত ব্যাকরণ ব্যবহার করতে সাহায্য করবে। টুলটি ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজারের যেকোনো টেক্সট বক্সে রাইট ক্লিক করুন এবং ‘হেল্প মি রাইট’ অপশনটি নির্বাচন করুন। কিছু টেক্সটের মাধ্যমে এআইকে কোনো বিষয় লেখার জন্য নির্দেশনা দিন। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিয়ে নির্ভুলভাবে লেখে দেবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
১২ ঘণ্টা আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
২ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
২ দিন আগেঅস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউর এক প্রতিবেদন বলছে, গত জুলাইয়ে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে এমন সব একাডেমিক তথ্যসূত্র ছিল, যেখানে উল্লেখিত ব্যক্তিদের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ফেডারেল কোর্টের একটি রায় থেকে উদ্ধৃতি বানিয়ে প্রতিবেদনে যোগ করা হয়।
২ দিন আগে