অনলাইন ডেস্ক
বিভ্রান্তিকর তথ্য ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করছে রাশিয়া, ইসরায়েল, চীন ও ইরান। গত বৃহস্পতিবার প্রকাশিত ওপেনএআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
এআই টুলগুলো প্রভাব বিস্তারের জন্য কীভাবে গোপনীয়ভাবে ব্যবহার করা হচ্ছে, তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই চারটি দেশ থেকে বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে ভুয়া প্রচারের জন্য কনটেন্ট তৈরি ও এগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করতে ওপেনএআইয়ের জেনারেটিভ এআই মডেলগুলো ব্যবহার করে দুষ্কৃতকারীরা। তবে এখন পর্যন্ত কোনো প্রচারণাই বিপুলসংখ্যক শ্রোতা, দর্শক বা পাঠকের কাছে পৌঁছায়নি।
যেহেতু জেনারেটিভ এআই একটি ক্রমবর্ধমান শিল্পে পরিণত হয়েছে, তাই অনলাইন বিভ্রান্তির তথ্যের পরিমাণ ও গুণমান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গবেষক এবং আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এসব উদ্বেগ দূর করার জন্য তাদের প্রযুক্তিতে বিভিন্ন সুরক্ষাব্যবস্থা যুক্ত করার চেষ্টা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো (যেমন—চ্যাটজিপিটি চ্যাটবটের প্রস্তুতকারক ওপেনএআই)।
ওপেনএআইয়ের প্রতিবেদনটি ৩৯ পৃষ্ঠার। গত তিন মাসে পাঁচটি প্রভাব বিস্তারকারী ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন কোম্পানিটির গবেষকেরা। এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করে ওপেনএআই। এসব কর্মকাণ্ডের সঙ্গে এসব দেশের সরকারি ও বেসরকারি ব্যক্তিও জড়িত।
রাশিয়ার দুটি কার্যক্রম চিহ্নিত করে ওপেনএআই। এর মধ্যে একটি হলো—মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও বেশ কয়েকটি বাল্টিক দেশের সমালোচনা করে কনটেন্ট তৈরি করে এবং ছড়িয়ে দেয়।
আরেকটি ক্ষেত্রে কোডের ত্রুটি দূর করার জন্য ও টেলিগ্রামে পোস্ট করা একটি বট তৈরি করতে ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করে রাশিয়া।
এআই টুল ব্যবহার করে ইংরেজি, চায়নিজ, জাপানিজ এবং কোরিয়ার ভাষায় টেক্সট তৈরি করে চীন। এরপর সেগুলো এক্স (সাবেক টুইটার) ও অন্য প্ল্যাটফর্ম ছড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রচারের জন্য এআই ব্যবহার করে পুরো ভুয়া প্রতিবেদন তৈরি করেন ইরানিরা। এরপর সেগুলো ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদ করে।
ইসরায়েলি কোম্পানি ‘স্টোয়িক’ এসব প্রচারণার সঙ্গে যুক্ত বলে প্রমাণ পেয়েছে ওপেনএআই। এই কোম্পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ধরনের তথ্য ছড়ায়। যেমন—গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ছাত্রদের বিক্ষোভকে ইহুদিবিরোধী বলে পোস্ট করে।
ওপেনএআইয়ের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে এমন বেশ কয়েকটি বিভ্রান্তি সৃষ্টিকারী প্ল্যাটফর্ম সম্পর্কে ইতিমধ্যেই গবেষক ও কর্তৃপক্ষ জানতেন।
প্রতিবেদনে বলা হয়, ‘এসব কার্যক্রমে কিছু মাত্রায় এআই ব্যবহার করে, কিন্তু কেউই এটি একচেটিয়াভাবে ব্যবহার করেনি। এআই দিয়ে তৈরি কনটেন্ট ছাড়াও অনেক ধরনের কনটেন্ট এসব প্রচারণার জন্য ব্যবহার করা হয়। যেমন—কোনো ব্যক্তির লেখা টেক্সট বা ইন্টারনেট থেকে কপি মিম।’
গত বছর ধরে রাজনীতি ও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জেনারেটিভ এআই ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। বিভিন্ন দেশের নির্বাচনী প্রচারাভিযানকে ব্যাহত করার জন্য ডিপফেক অডিও, এআই দিয়ে তৈরি ইমেজ ও টেক্সটভিত্তিক নিযুক্ত করা হয়েছে। যার ফলে ওপেনএআইয়ের মতো কোম্পানিগুলো ওপর তাদের টুলগুলোর ব্যবহার সীমিত করার জন্য চাপ বেড়েছে।
প্রভাব বিস্তারকারী ক্রিয়াকলাপের নিয়ে অনুরূপ প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। সেই সঙ্গে কোম্পানির নীতিগুলো লঙ্ঘন করে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিভ্রান্তিকর তথ্য ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করছে রাশিয়া, ইসরায়েল, চীন ও ইরান। গত বৃহস্পতিবার প্রকাশিত ওপেনএআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
এআই টুলগুলো প্রভাব বিস্তারের জন্য কীভাবে গোপনীয়ভাবে ব্যবহার করা হচ্ছে, তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই চারটি দেশ থেকে বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে ভুয়া প্রচারের জন্য কনটেন্ট তৈরি ও এগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করতে ওপেনএআইয়ের জেনারেটিভ এআই মডেলগুলো ব্যবহার করে দুষ্কৃতকারীরা। তবে এখন পর্যন্ত কোনো প্রচারণাই বিপুলসংখ্যক শ্রোতা, দর্শক বা পাঠকের কাছে পৌঁছায়নি।
যেহেতু জেনারেটিভ এআই একটি ক্রমবর্ধমান শিল্পে পরিণত হয়েছে, তাই অনলাইন বিভ্রান্তির তথ্যের পরিমাণ ও গুণমান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গবেষক এবং আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এসব উদ্বেগ দূর করার জন্য তাদের প্রযুক্তিতে বিভিন্ন সুরক্ষাব্যবস্থা যুক্ত করার চেষ্টা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো (যেমন—চ্যাটজিপিটি চ্যাটবটের প্রস্তুতকারক ওপেনএআই)।
ওপেনএআইয়ের প্রতিবেদনটি ৩৯ পৃষ্ঠার। গত তিন মাসে পাঁচটি প্রভাব বিস্তারকারী ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন কোম্পানিটির গবেষকেরা। এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করে ওপেনএআই। এসব কর্মকাণ্ডের সঙ্গে এসব দেশের সরকারি ও বেসরকারি ব্যক্তিও জড়িত।
রাশিয়ার দুটি কার্যক্রম চিহ্নিত করে ওপেনএআই। এর মধ্যে একটি হলো—মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও বেশ কয়েকটি বাল্টিক দেশের সমালোচনা করে কনটেন্ট তৈরি করে এবং ছড়িয়ে দেয়।
আরেকটি ক্ষেত্রে কোডের ত্রুটি দূর করার জন্য ও টেলিগ্রামে পোস্ট করা একটি বট তৈরি করতে ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করে রাশিয়া।
এআই টুল ব্যবহার করে ইংরেজি, চায়নিজ, জাপানিজ এবং কোরিয়ার ভাষায় টেক্সট তৈরি করে চীন। এরপর সেগুলো এক্স (সাবেক টুইটার) ও অন্য প্ল্যাটফর্ম ছড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রচারের জন্য এআই ব্যবহার করে পুরো ভুয়া প্রতিবেদন তৈরি করেন ইরানিরা। এরপর সেগুলো ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদ করে।
ইসরায়েলি কোম্পানি ‘স্টোয়িক’ এসব প্রচারণার সঙ্গে যুক্ত বলে প্রমাণ পেয়েছে ওপেনএআই। এই কোম্পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ধরনের তথ্য ছড়ায়। যেমন—গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ছাত্রদের বিক্ষোভকে ইহুদিবিরোধী বলে পোস্ট করে।
ওপেনএআইয়ের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে এমন বেশ কয়েকটি বিভ্রান্তি সৃষ্টিকারী প্ল্যাটফর্ম সম্পর্কে ইতিমধ্যেই গবেষক ও কর্তৃপক্ষ জানতেন।
প্রতিবেদনে বলা হয়, ‘এসব কার্যক্রমে কিছু মাত্রায় এআই ব্যবহার করে, কিন্তু কেউই এটি একচেটিয়াভাবে ব্যবহার করেনি। এআই দিয়ে তৈরি কনটেন্ট ছাড়াও অনেক ধরনের কনটেন্ট এসব প্রচারণার জন্য ব্যবহার করা হয়। যেমন—কোনো ব্যক্তির লেখা টেক্সট বা ইন্টারনেট থেকে কপি মিম।’
গত বছর ধরে রাজনীতি ও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জেনারেটিভ এআই ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। বিভিন্ন দেশের নির্বাচনী প্রচারাভিযানকে ব্যাহত করার জন্য ডিপফেক অডিও, এআই দিয়ে তৈরি ইমেজ ও টেক্সটভিত্তিক নিযুক্ত করা হয়েছে। যার ফলে ওপেনএআইয়ের মতো কোম্পানিগুলো ওপর তাদের টুলগুলোর ব্যবহার সীমিত করার জন্য চাপ বেড়েছে।
প্রভাব বিস্তারকারী ক্রিয়াকলাপের নিয়ে অনুরূপ প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। সেই সঙ্গে কোম্পানির নীতিগুলো লঙ্ঘন করে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
১১ মিনিট আগেবিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুন
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে, কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগেমোবাইল ফোনসেট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কোনো কোনো ক্ষেত্রে এটি হয়ে উঠেছে বিলাসিতার প্রতীকও। কিছু কিছু ফোনসেট আধুনিক প্রযুক্তির পাশাপাশি সোনা, হীরা, প্লাটিনাম এবং অন্য দামি ধাতু দিয়ে শৈল্পিকভাবে ডিজাইন করা হয়।
৩ ঘণ্টা আগে