অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে চিকন মেমোরি চিপ উন্মোচন করল স্যামসাং। চিপটির পুরুত্ব শূন্য দশমিক ৬৫ এমএম (মিলিমিটার)। অর্থাৎ এটি নখের মতো চিকন। হাই এন্ড বা দামি স্মার্টফোনে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হয়।
এটি একটি এলপিডিডিআর ৫ এক্স ডিআরএএম (ডাইনামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি) চিপ। এটি সাধারণ নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য (এনপিইউ) ব্যবহার করা হয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসেসিংয়ের জন্য এই ইউনিট ব্যবহৃত হয়।
১২ জিবি ও ১৬ জিবি সংস্করণে চিপটি পাওয়া যাবে। চারটি স্তর দিয়ে চিপটি তৈরি করা হয়েছে। প্রতিটি স্তরে দুটি করে এলপিডিডিআর ডিআরএএম চিপ রয়েছে। চিপটি অনেক চিকন হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা দখল করবে। ফলে আরও ভালোভাবে ডিভাইস থেকে তাপ বের হয়ে যাবে।
নতুন মেমোরি চিপটি আগের প্রজন্মের এলপিডিডিআর চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেশি তাপ প্রতিরোধী বলে দাবি করেছে স্যামসাং।
চিপের উচ্চতা কমাতে স্যামসাং প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), এপোক্সি মোল্ডিং কমপাউন্ড (ইএমসি) ও ব্যাক-ল্যাপিং প্রক্রিয়াকে পরিবর্তন করেছে। শিগগির স্মার্টফোন নির্মাতাদের কাছে তার নতুন চিপ সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
শিগগির ভবিষ্যতের মোবাইল ডিভাইসগুলোর জন্য ২৪ জিবি (৬ স্তর) ও ৩২ জিবি (৮ স্তর) এলপিডিডিআর তৈরি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের মেমোরি পণ্য পরিকল্পনা দলের এক্সিকিউটিভ ভিপি ইয়ংচেওল বে বলেন, ‘কোম্পানিটির এলপিডিডিআর ডিআরএএম ডিভাইসগুলোতে এআই এর উচ্চ পারফরম্যান্সের জন্য একটি নতুন মান নির্ধারণ করে। এটি শুধু উচ্চতর এলপিডিডিআর পারফরম্যান্সেই নয়, বরং উন্নত তাপ ব্যবস্থাপনাও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি।
তথ্যসূত্র: স্যামমোবাইল
বিশ্বের সবচেয়ে চিকন মেমোরি চিপ উন্মোচন করল স্যামসাং। চিপটির পুরুত্ব শূন্য দশমিক ৬৫ এমএম (মিলিমিটার)। অর্থাৎ এটি নখের মতো চিকন। হাই এন্ড বা দামি স্মার্টফোনে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হয়।
এটি একটি এলপিডিডিআর ৫ এক্স ডিআরএএম (ডাইনামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি) চিপ। এটি সাধারণ নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য (এনপিইউ) ব্যবহার করা হয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসেসিংয়ের জন্য এই ইউনিট ব্যবহৃত হয়।
১২ জিবি ও ১৬ জিবি সংস্করণে চিপটি পাওয়া যাবে। চারটি স্তর দিয়ে চিপটি তৈরি করা হয়েছে। প্রতিটি স্তরে দুটি করে এলপিডিডিআর ডিআরএএম চিপ রয়েছে। চিপটি অনেক চিকন হওয়ার কারণে মোবাইল ফোনে কম জায়গা দখল করবে। ফলে আরও ভালোভাবে ডিভাইস থেকে তাপ বের হয়ে যাবে।
নতুন মেমোরি চিপটি আগের প্রজন্মের এলপিডিডিআর চিপের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেশি তাপ প্রতিরোধী বলে দাবি করেছে স্যামসাং।
চিপের উচ্চতা কমাতে স্যামসাং প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), এপোক্সি মোল্ডিং কমপাউন্ড (ইএমসি) ও ব্যাক-ল্যাপিং প্রক্রিয়াকে পরিবর্তন করেছে। শিগগির স্মার্টফোন নির্মাতাদের কাছে তার নতুন চিপ সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে কোম্পানিটি।
শিগগির ভবিষ্যতের মোবাইল ডিভাইসগুলোর জন্য ২৪ জিবি (৬ স্তর) ও ৩২ জিবি (৮ স্তর) এলপিডিডিআর তৈরি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং।
স্যামসাংয়ের মেমোরি পণ্য পরিকল্পনা দলের এক্সিকিউটিভ ভিপি ইয়ংচেওল বে বলেন, ‘কোম্পানিটির এলপিডিডিআর ডিআরএএম ডিভাইসগুলোতে এআই এর উচ্চ পারফরম্যান্সের জন্য একটি নতুন মান নির্ধারণ করে। এটি শুধু উচ্চতর এলপিডিডিআর পারফরম্যান্সেই নয়, বরং উন্নত তাপ ব্যবস্থাপনাও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রমাগত উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি।
তথ্যসূত্র: স্যামমোবাইল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে