প্রযুক্তি ডেস্ক
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এই মেলার মাধ্যমে নতুন অনেক প্রযুক্তি প্রদর্শন করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। তবে মোবাইল সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্পেনের বার্সেলোনা শহরে। আজ (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে।
বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা শাওমি নিজেদের প্রথমবারের মতো তৈরি করা এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট প্রদর্শন করে। শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাত নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী।
শাওমির জানায়, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় চাইলেই নির্দিষ্ট মডেলের ফোনের সঙ্গে যুক্ত করে হেডসেটটি ব্যবহার করা যাবে। চাইলে ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে হেডসেটটি।
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এই মেলার মাধ্যমে নতুন অনেক প্রযুক্তি প্রদর্শন করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। তবে মোবাইল সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্পেনের বার্সেলোনা শহরে। আজ (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে।
বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা শাওমি নিজেদের প্রথমবারের মতো তৈরি করা এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট প্রদর্শন করে। শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাত নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী।
শাওমির জানায়, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় চাইলেই নির্দিষ্ট মডেলের ফোনের সঙ্গে যুক্ত করে হেডসেটটি ব্যবহার করা যাবে। চাইলে ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে হেডসেটটি।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৬ ঘণ্টা আগে