অনলাইন ডেস্ক
অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা। তারা এমন এআই সিস্টেম তৈরি করছেন, যা প্রাণীর মুখাবয়ব বিশ্লেষণ করে তাদের আবেগ সম্পর্কে ধারণা দেবে। এই প্রযুক্তি খামার, পশু চিকিৎসা এবং পোষ্য প্রাণীর কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন...
১৯ ঘণ্টা আগেবর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে।
২০ ঘণ্টা আগে