অনলাইন ডেস্ক
নীতি লঙ্ঘনের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বিবিসি জানায়, টেটের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৬ সালে রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন সাবেক কিক-বক্সার অ্যান্ড্রু টেট। তবে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরে শো থেকে সরিয়ে দেওয়া হয় যা তাঁকে। ওই ভিডিওতে দেখা যায় টেটকে বেল্ট দিয়ে এক নারী আঘাত করছেন। যদিও তিনি দাবি করেন, ক্লিপটি সম্পাদনা করা হয়েছে।
এর পর থেকে তিনি আপত্তিকর ও বিদ্বেষজনক মন্তব্যের জন্য অনলাইনে আরও প্রভাব বিস্তার করেন। টেটের বানানো কনটেন্টে নারীদের লাঞ্ছিত হওয়ার জন্য ‘নিজেকে দায়ী’ মনে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চার মিলিয়নেরও বেশি অনুসারী ছিল তাঁর। ক্যাম্পেইন গ্রুপ ‘হোপ নট হেট’ অ্যান্ড্রু টেটকে ‘তরুণদের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছে এবং মেটার ‘দ্রুত’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি অ্যান্ড্রু টেট।
এদিকে টেট ও তাঁর বানানো ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব ও টিকটকে। তাঁর নামের হ্যাশট্যাগ ব্যবহার করা ভিডিওগুলো শুধু টিকটকেই ১৩ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে।
টেটের নিজের একটি অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র বলেন, ‘নারীবিদ্বেষের মতো ঘৃণ্য মতাদর্শ টিকটকে প্রশ্রয় দেওয়া হয় না।’
নীতি লঙ্ঘনের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বিবিসি জানায়, টেটের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৬ সালে রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন সাবেক কিক-বক্সার অ্যান্ড্রু টেট। তবে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরে শো থেকে সরিয়ে দেওয়া হয় যা তাঁকে। ওই ভিডিওতে দেখা যায় টেটকে বেল্ট দিয়ে এক নারী আঘাত করছেন। যদিও তিনি দাবি করেন, ক্লিপটি সম্পাদনা করা হয়েছে।
এর পর থেকে তিনি আপত্তিকর ও বিদ্বেষজনক মন্তব্যের জন্য অনলাইনে আরও প্রভাব বিস্তার করেন। টেটের বানানো কনটেন্টে নারীদের লাঞ্ছিত হওয়ার জন্য ‘নিজেকে দায়ী’ মনে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চার মিলিয়নেরও বেশি অনুসারী ছিল তাঁর। ক্যাম্পেইন গ্রুপ ‘হোপ নট হেট’ অ্যান্ড্রু টেটকে ‘তরুণদের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছে এবং মেটার ‘দ্রুত’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি অ্যান্ড্রু টেট।
এদিকে টেট ও তাঁর বানানো ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব ও টিকটকে। তাঁর নামের হ্যাশট্যাগ ব্যবহার করা ভিডিওগুলো শুধু টিকটকেই ১৩ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে।
টেটের নিজের একটি অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র বলেন, ‘নারীবিদ্বেষের মতো ঘৃণ্য মতাদর্শ টিকটকে প্রশ্রয় দেওয়া হয় না।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৬ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৮ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৯ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে