
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘ও৩’ উন্মোচনের পরিকল্পনা বাদ দিয়ে আরেকটি ‘সরলীকৃত’ পণ্য নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসগুলোতে ও৩-এর পরিবর্তে নতুন জিপিটি-৫ মডেল উন্মোচন করবে কোম্পানিটি। গতকাল বুধবার এই ঘোষণা দেন ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান।
জিপিটি-৫ মডেলটিতে ও৩সহ কোম্পানিটির বিভিন্ন প্রযুক্তি একত্রিত থাকবে। চ্যাটজিপিটির এবং এপিএআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করা হবে। এর ফলে ও৩ মডেলটি আর আলাদাভাবে প্রকাশ করা হবে না।
চলতি বছরের শুরুতে ও৩ মডেলটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ওপেনএআইয়ের। কয়েক সপ্তাহ আগে ওপেনএআইয়ের চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে উন্মোচন করা হবে ও৩ মডেল।
সোশ্যাল মিডিয়ার এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআই তাদের পরিকল্পনা ও পণ্যগুলো ব্যবহারকারীদের কাছে আরও স্পষ্টভাবে এবং সহজভাবে পৌঁছাতে চায়। তারা মডেল পিকার এবং জটিলতার সমস্যার সমাধান করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজে ও স্বাভাবিকভাবে এআই ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, ‘মডেল পিকার’ হলো সেই ফিচার বা ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই মডেল থেকে একটি নির্বাচন করতে দেয়।
অল্টম্যান আরও জানিয়েছেন যে, ওপেনএআই চ্যাটজিপিটি৫-এর ‘স্ট্যান্ডার্ড বুদ্ধিমত্তা সেটিংস’-এ অবাধ চ্যাট অ্যাকসেস প্রদান করবে। তবে চ্যাটবটটি অপব্যবহারের বিষয়ে কিছু সীমা নির্ধারিত থাকবে। তবে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা জিপিটি৫-এর ‘উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন এবং চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা ‘আরও উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন।
জিপিটি৫ মডেলটিতে ভয়েস চ্যাট, ক্যানভাস, সার্চ, গভীর গবেষণা এবং আরও অনেক ফিচার থাকবে, যা গত কয়েক মাসে চ্যাটজিপিটিতে যুক্ত করেছে ওপেনএআই। অল্টম্যান বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো মডেলগুলোকে একীভূত করা, যাতে সেগুলো কোম্পানির সব টুল ব্যবহার করতে পারে, কখন দীর্ঘ সময় ভাবতে হবে তা জানতে পারে এবং আরও বিস্তৃত কাজের জন্য উপকারী হতে পারে।’
জিপিটি৫ উন্মোচনের আগে জিপিটি ৪ দশমিক ৫ বা ওরিয়ন নামে এক মডেল উন্মোচন করবে ওপেনএআই। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওরিয়ন মডেলটি চালু হবে।
ওপেনএআইয়ের সর্বশেষ ‘নন-চেইন-অব-থট’ মডেল হবে ওরিয়ন। তবে ও৩ এবং ওপেনএআইয়ের অন্যান্য ‘রিজনিং’ মডেলের তুলনায়, নন-চেইন-অব-থট মডেলগুলো গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কম নির্ভরযোগ্য।
এদিকে ‘ডিপসিক-আর ১’ নামের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল চালুর মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করল চীনা স্টার্টআপ ডিপসিক। এই মডেলের আরও চমকপ্রদ বিষয় হলো—এটি তৈরিতে এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর তুলনায় অনেক কমসংখ্যক চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি মাসের শুরুতে ডিপসিকের দাপটে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিয়েছে ওপেনএআই।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘ও৩’ উন্মোচনের পরিকল্পনা বাদ দিয়ে আরেকটি ‘সরলীকৃত’ পণ্য নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসগুলোতে ও৩-এর পরিবর্তে নতুন জিপিটি-৫ মডেল উন্মোচন করবে কোম্পানিটি। গতকাল বুধবার এই ঘোষণা দেন ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান।
জিপিটি-৫ মডেলটিতে ও৩সহ কোম্পানিটির বিভিন্ন প্রযুক্তি একত্রিত থাকবে। চ্যাটজিপিটির এবং এপিএআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করা হবে। এর ফলে ও৩ মডেলটি আর আলাদাভাবে প্রকাশ করা হবে না।
চলতি বছরের শুরুতে ও৩ মডেলটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ওপেনএআইয়ের। কয়েক সপ্তাহ আগে ওপেনএআইয়ের চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে উন্মোচন করা হবে ও৩ মডেল।
সোশ্যাল মিডিয়ার এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআই তাদের পরিকল্পনা ও পণ্যগুলো ব্যবহারকারীদের কাছে আরও স্পষ্টভাবে এবং সহজভাবে পৌঁছাতে চায়। তারা মডেল পিকার এবং জটিলতার সমস্যার সমাধান করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজে ও স্বাভাবিকভাবে এআই ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, ‘মডেল পিকার’ হলো সেই ফিচার বা ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই মডেল থেকে একটি নির্বাচন করতে দেয়।
অল্টম্যান আরও জানিয়েছেন যে, ওপেনএআই চ্যাটজিপিটি৫-এর ‘স্ট্যান্ডার্ড বুদ্ধিমত্তা সেটিংস’-এ অবাধ চ্যাট অ্যাকসেস প্রদান করবে। তবে চ্যাটবটটি অপব্যবহারের বিষয়ে কিছু সীমা নির্ধারিত থাকবে। তবে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা জিপিটি৫-এর ‘উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন এবং চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা ‘আরও উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন।
জিপিটি৫ মডেলটিতে ভয়েস চ্যাট, ক্যানভাস, সার্চ, গভীর গবেষণা এবং আরও অনেক ফিচার থাকবে, যা গত কয়েক মাসে চ্যাটজিপিটিতে যুক্ত করেছে ওপেনএআই। অল্টম্যান বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো মডেলগুলোকে একীভূত করা, যাতে সেগুলো কোম্পানির সব টুল ব্যবহার করতে পারে, কখন দীর্ঘ সময় ভাবতে হবে তা জানতে পারে এবং আরও বিস্তৃত কাজের জন্য উপকারী হতে পারে।’
জিপিটি৫ উন্মোচনের আগে জিপিটি ৪ দশমিক ৫ বা ওরিয়ন নামে এক মডেল উন্মোচন করবে ওপেনএআই। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওরিয়ন মডেলটি চালু হবে।
ওপেনএআইয়ের সর্বশেষ ‘নন-চেইন-অব-থট’ মডেল হবে ওরিয়ন। তবে ও৩ এবং ওপেনএআইয়ের অন্যান্য ‘রিজনিং’ মডেলের তুলনায়, নন-চেইন-অব-থট মডেলগুলো গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কম নির্ভরযোগ্য।
এদিকে ‘ডিপসিক-আর ১’ নামের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল চালুর মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করল চীনা স্টার্টআপ ডিপসিক। এই মডেলের আরও চমকপ্রদ বিষয় হলো—এটি তৈরিতে এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর তুলনায় অনেক কমসংখ্যক চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি মাসের শুরুতে ডিপসিকের দাপটে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিয়েছে ওপেনএআই।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
১ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৩ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৪ দিন আগে