টি এইচ মাহির

বর্তমানে স্টেডিয়ামগুলোতে ফুটবল খেলায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনা করে প্রায়ই ধারাভাষ্যকারেরা ধারাভাষ্য দেন। যাতে দৃষ্টহীনেরাও খেলাটি উপভোগ করতে পারেন। এবার লাইভ ফুটবল খেলা উপভোগ করতে তাঁদের জন্য একটি ডিভাইস তৈরি করলেন আয়ারল্যান্ডের একদল শিক্ষার্থী। এ ডিভাইস দিয়ে মাঠের প্রতিটি মুহূর্তের বর্ণনা হাতের স্পর্শে জানতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা।
ছোট্ট ট্যাবের আকারের ফিল্ড অব ভিশন নামের এই ডিভাইস মূলত হ্যাপ্টিক ফিডব্যাক ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ফুটবল খেলার অনূভূতি দেবে। তা ছাড়া একই সঙ্গে ফুটবল ম্যাচের ধারাভাষ্যও শোনা যাবে। স্টেডিয়ামের প্রতিটি কোণে স্থাপন করা থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা। সেগুলো ম্যাচের প্রতিটি মুহূর্তের বিবরণ ফিল্ড অব ভিশনে পাঠাবে। মাত্র আধা সেকেন্ডের মধ্যে ক্যামেরা থেকে ডিভাইসে তথ্য যাবে।
সাদা ডিভাইসটির ওপরে ফুটবল মাঠের ডিজাইন করা হয়েছে। এক কেজির কম ওজনের এই ডিভাইস ব্যবহারকারী কোলে রেখেই ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে একটি চৌম্বকীয় রিং আছে, যা মাঠে বলের অবস্থান নির্দেশ করে। অর্থাৎ মাঠে বলের সঙ্গে সঙ্গে এই রিং তার স্থান পরিবর্তন করবে। তা ছাড়া ম্যাচে খেলোয়াড়দের ট্যাকল এবং বল দখলের লড়াইয়ের সময় কম্পন সৃষ্টি হবে ডিভাইসটিতে। সে কম্পন অনুভব করবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা।
ডাবলিনের ট্রিনিটি কলেজের টিম ফ্যারেলি এবং বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির ওমর সালেম—দুই বন্ধু মিলে করোনাকালে এই প্রযুক্তি উদ্ভাবন করেন। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সালেম সোশ্যাল মিডিয়ায় লিভারপুলের সমর্থক মাইক কেয়ারনির ভাইরাল ফুটেজ দেখার পর প্রথম ফিল্ড অব ভিশনের আইডিয়া পান। এই উদ্ভাবন ২০২১ সালে

জেমস ডাইসন পুরস্কারে রানারআপ হয় এবং ২০২২ সালে টাইমস ম্যাগাজিনের সেরা আবিষ্কারের তালিকায় স্থান পায়। ফিল্ড অব ভিশন এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ ইউরো অনুদান সংগ্রহ করেছে।
বর্তমানে ইউরোপের পাঁচটি শীর্ষ ফুটবল লিগে এই প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে। ফুটবল মাঠে এই ডিভাইসগুলো থাকবে এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। ফুটবলের পাশাপাশি এই প্রযুক্তি অস্ট্রেলিয়ান রুলস ফুটবল এবং মোটরস্পোর্টের মতো খেলায় যুক্ত হচ্ছে। স্টেডিয়ামগুলো এসব ডিভাইস বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করবে।
সূত্র: সিএনএন

বর্তমানে স্টেডিয়ামগুলোতে ফুটবল খেলায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনা করে প্রায়ই ধারাভাষ্যকারেরা ধারাভাষ্য দেন। যাতে দৃষ্টহীনেরাও খেলাটি উপভোগ করতে পারেন। এবার লাইভ ফুটবল খেলা উপভোগ করতে তাঁদের জন্য একটি ডিভাইস তৈরি করলেন আয়ারল্যান্ডের একদল শিক্ষার্থী। এ ডিভাইস দিয়ে মাঠের প্রতিটি মুহূর্তের বর্ণনা হাতের স্পর্শে জানতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা।
ছোট্ট ট্যাবের আকারের ফিল্ড অব ভিশন নামের এই ডিভাইস মূলত হ্যাপ্টিক ফিডব্যাক ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ফুটবল খেলার অনূভূতি দেবে। তা ছাড়া একই সঙ্গে ফুটবল ম্যাচের ধারাভাষ্যও শোনা যাবে। স্টেডিয়ামের প্রতিটি কোণে স্থাপন করা থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা। সেগুলো ম্যাচের প্রতিটি মুহূর্তের বিবরণ ফিল্ড অব ভিশনে পাঠাবে। মাত্র আধা সেকেন্ডের মধ্যে ক্যামেরা থেকে ডিভাইসে তথ্য যাবে।
সাদা ডিভাইসটির ওপরে ফুটবল মাঠের ডিজাইন করা হয়েছে। এক কেজির কম ওজনের এই ডিভাইস ব্যবহারকারী কোলে রেখেই ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে একটি চৌম্বকীয় রিং আছে, যা মাঠে বলের অবস্থান নির্দেশ করে। অর্থাৎ মাঠে বলের সঙ্গে সঙ্গে এই রিং তার স্থান পরিবর্তন করবে। তা ছাড়া ম্যাচে খেলোয়াড়দের ট্যাকল এবং বল দখলের লড়াইয়ের সময় কম্পন সৃষ্টি হবে ডিভাইসটিতে। সে কম্পন অনুভব করবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা।
ডাবলিনের ট্রিনিটি কলেজের টিম ফ্যারেলি এবং বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির ওমর সালেম—দুই বন্ধু মিলে করোনাকালে এই প্রযুক্তি উদ্ভাবন করেন। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সালেম সোশ্যাল মিডিয়ায় লিভারপুলের সমর্থক মাইক কেয়ারনির ভাইরাল ফুটেজ দেখার পর প্রথম ফিল্ড অব ভিশনের আইডিয়া পান। এই উদ্ভাবন ২০২১ সালে

জেমস ডাইসন পুরস্কারে রানারআপ হয় এবং ২০২২ সালে টাইমস ম্যাগাজিনের সেরা আবিষ্কারের তালিকায় স্থান পায়। ফিল্ড অব ভিশন এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ ইউরো অনুদান সংগ্রহ করেছে।
বর্তমানে ইউরোপের পাঁচটি শীর্ষ ফুটবল লিগে এই প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে। ফুটবল মাঠে এই ডিভাইসগুলো থাকবে এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। ফুটবলের পাশাপাশি এই প্রযুক্তি অস্ট্রেলিয়ান রুলস ফুটবল এবং মোটরস্পোর্টের মতো খেলায় যুক্ত হচ্ছে। স্টেডিয়ামগুলো এসব ডিভাইস বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করবে।
সূত্র: সিএনএন

ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
১৭ ঘণ্টা আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
১ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
১ দিন আগে
প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এটি হলো প্রযুক্তির বাণিজ্যিক প্রদর্শনী, যা প্রতিবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের প্রযুক্তি উদ্ভাবকেরা এখানে আসেন তাঁদের অভিনব সব উদ্ভাবন নিয়ে।
১ দিন আগে