কুহেলী রহমান
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা। তারা এমন এআই সিস্টেম তৈরি করছেন, যা প্রাণীর মুখাবয়ব বিশ্লেষণ করে তাদের আবেগ সম্পর্কে ধারণা দেবে। এই প্রযুক্তি খামার, পশু চিকিৎসা এবং পোষ্য প্রাণীর কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন...
২০ ঘণ্টা আগেবর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে।
২০ ঘণ্টা আগে