কুহেলী রহমান
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে