অনিন্দ্য চৌধুরী অর্ণব
২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে বিভিন্ন রদবদল। চলুন, দেখে নেওয়া যাক একনজরে।
থ্রেডস: টুইটারকে টক্কর দিতে ‘থ্রেডস’ নামে নতুন একটি অ্যাপ এনেছেন মার্ক জাকারবার্গ। অ্যাপটি লঞ্চের মাত্র ১২ ঘণ্টার মধ্যে ৩ কোটির বেশি ডাউনলোড হয়েছে। এটি ইনস্টাগ্রাম-কানেকটেড অ্যাপ।
এক্স: টুইটারের নাম বদলে হয়েছে এক্স। আর নীল পাখির লোগো বদলে সেখানে এসেছে এক্স (X) চিহ্ন। তার সঙ্গে যোগ হয়েছে নতুন ব্লু সাবস্ক্রিপশন, যার মাধ্যমে অ্যাকাউন্টে ব্লু টিক পেয়ে থাকেন ইউজাররা। ব্লু গ্রাহকেরা ২ ঘণ্টা পর্যন্ত ভিডিও পোস্ট করতে পারবেন। পোস্টে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দেওয়ার নতুন ফিচার এসেছে এক্সে। এসেছে ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন ফিচার। এই অপশনে ভাষান্তরও সম্ভব। এক্সে যুক্ত করা হয়েছে বার্ড অ্যাপ। এর মাধ্যমে এক্স ব্যবহারকারীরা তাঁদের প্রিয় টুইটগুলো ‘হাইলাইটেড’ নামের আলাদা ট্যাবে রাখতে পারবেন। বছরের প্রথমে এক্সে যুক্ত করা হয়েছিল নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানার জন্য ‘নেভিগেশন’ ফিচার।
হোয়াটসঅ্যাপ: বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশে কিছুদিন আগে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’। ভিডিও, ছবি ও বার্তার পর এবার ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে প্রাপক শোনার সঙ্গে সঙ্গেই ভয়েস মেসেজ মুছে যাবে। ভয়েস মেসেজগুলো সংরক্ষণ, রেকর্ড ও ফরওয়ার্ড করা যাবে না। ফোন নম্বরের বদলে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইউজারনেম দিয়ে খোলা যাবে এটি।
২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে বিভিন্ন রদবদল। চলুন, দেখে নেওয়া যাক একনজরে।
থ্রেডস: টুইটারকে টক্কর দিতে ‘থ্রেডস’ নামে নতুন একটি অ্যাপ এনেছেন মার্ক জাকারবার্গ। অ্যাপটি লঞ্চের মাত্র ১২ ঘণ্টার মধ্যে ৩ কোটির বেশি ডাউনলোড হয়েছে। এটি ইনস্টাগ্রাম-কানেকটেড অ্যাপ।
এক্স: টুইটারের নাম বদলে হয়েছে এক্স। আর নীল পাখির লোগো বদলে সেখানে এসেছে এক্স (X) চিহ্ন। তার সঙ্গে যোগ হয়েছে নতুন ব্লু সাবস্ক্রিপশন, যার মাধ্যমে অ্যাকাউন্টে ব্লু টিক পেয়ে থাকেন ইউজাররা। ব্লু গ্রাহকেরা ২ ঘণ্টা পর্যন্ত ভিডিও পোস্ট করতে পারবেন। পোস্টে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দেওয়ার নতুন ফিচার এসেছে এক্সে। এসেছে ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন ফিচার। এই অপশনে ভাষান্তরও সম্ভব। এক্সে যুক্ত করা হয়েছে বার্ড অ্যাপ। এর মাধ্যমে এক্স ব্যবহারকারীরা তাঁদের প্রিয় টুইটগুলো ‘হাইলাইটেড’ নামের আলাদা ট্যাবে রাখতে পারবেন। বছরের প্রথমে এক্সে যুক্ত করা হয়েছিল নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানার জন্য ‘নেভিগেশন’ ফিচার।
হোয়াটসঅ্যাপ: বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশে কিছুদিন আগে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’। ভিডিও, ছবি ও বার্তার পর এবার ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে প্রাপক শোনার সঙ্গে সঙ্গেই ভয়েস মেসেজ মুছে যাবে। ভয়েস মেসেজগুলো সংরক্ষণ, রেকর্ড ও ফরওয়ার্ড করা যাবে না। ফোন নম্বরের বদলে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইউজারনেম দিয়ে খোলা যাবে এটি।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
৬ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
৮ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
১২ ঘণ্টা আগে