অনলাইন ডেস্ক
ছবি ও রিলস শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মটি। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে অবতার তৈরির সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চ্যাট থ্রেডে অবতারগুলো সরাসরি কথা বলতে পারবে ও বিভিন্ন পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারবে।
‘এআই স্টুডিও’ নামে নতুন ফিচারে সুবিধাটি পাওয়া যাবে। ক্রিয়েটররা যাতে নিজেই নিজেদের এআই অবতার তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন।
মেটা বলছে, প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে এআই স্টুডিও ও অ্যাপ থেকে নতুন ‘এআই চ্যাট’ শুরু করার মাধ্যমে এই অবতার তৈরি করতে পারবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।
গত সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রামের জন্য তৈরি নিজেদের কনটেন্ট অনুসারে এআই অবতার তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। সেই সঙ্গে কোন কোন বিষয় অবতারগুলো এড়িয়ে চলবে ও কোন লিংক শেয়ার করবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এআই অবতারের জন্য স্বয়ংক্রিয় বার্তাও তৈরি করা যাবে। ফলে কেউ মেসেজ দিলে এসব মেসেজ স্বয়ক্রিয়ভাবে দেখাতে পারবে এআই অবতারগুলো। কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে অবতারটি চ্যাট করতে পারবে ও মন্তব্যের জবাব দিতে পারবে তাও নির্ধারণ করতে পারবেন ক্রিয়েটররা।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মেটার অ্যাপগুলোতে এসব অবতার ব্যবহার করা যাবে। এআই স্টুডিও ফিচারের মাধ্যমে ক্যারেক্টার ডট এআই ও রেপ্লিকার মতো স্টার্টআপগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে মেটা। ওপেনএআইয়ের জিপিটি স্টোরের মতো মেটা ব্যবহারকারীদের এআই অবতার তৈরি করতে দেবে যেগুলো অন্যরা ব্যবহার করতে পারবে।
মেটা অবতার তৈরির সময় নাম ও ছবি দিতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে বিস্তারিত নির্দেশনাও দেওয়া যাবে। অবতারটি কীভাবে উত্তর দেবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবে ক্রিয়েটররা। এআই স্টুডিওকে মেটার সর্বশেষ সংস্করণ সমর্থন দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ছবি ও রিলস শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মটি। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে অবতার তৈরির সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চ্যাট থ্রেডে অবতারগুলো সরাসরি কথা বলতে পারবে ও বিভিন্ন পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারবে।
‘এআই স্টুডিও’ নামে নতুন ফিচারে সুবিধাটি পাওয়া যাবে। ক্রিয়েটররা যাতে নিজেই নিজেদের এআই অবতার তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন।
মেটা বলছে, প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে এআই স্টুডিও ও অ্যাপ থেকে নতুন ‘এআই চ্যাট’ শুরু করার মাধ্যমে এই অবতার তৈরি করতে পারবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।
গত সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রামের জন্য তৈরি নিজেদের কনটেন্ট অনুসারে এআই অবতার তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। সেই সঙ্গে কোন কোন বিষয় অবতারগুলো এড়িয়ে চলবে ও কোন লিংক শেয়ার করবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এআই অবতারের জন্য স্বয়ংক্রিয় বার্তাও তৈরি করা যাবে। ফলে কেউ মেসেজ দিলে এসব মেসেজ স্বয়ক্রিয়ভাবে দেখাতে পারবে এআই অবতারগুলো। কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে অবতারটি চ্যাট করতে পারবে ও মন্তব্যের জবাব দিতে পারবে তাও নির্ধারণ করতে পারবেন ক্রিয়েটররা।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মেটার অ্যাপগুলোতে এসব অবতার ব্যবহার করা যাবে। এআই স্টুডিও ফিচারের মাধ্যমে ক্যারেক্টার ডট এআই ও রেপ্লিকার মতো স্টার্টআপগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে মেটা। ওপেনএআইয়ের জিপিটি স্টোরের মতো মেটা ব্যবহারকারীদের এআই অবতার তৈরি করতে দেবে যেগুলো অন্যরা ব্যবহার করতে পারবে।
মেটা অবতার তৈরির সময় নাম ও ছবি দিতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে বিস্তারিত নির্দেশনাও দেওয়া যাবে। অবতারটি কীভাবে উত্তর দেবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবে ক্রিয়েটররা। এআই স্টুডিওকে মেটার সর্বশেষ সংস্করণ সমর্থন দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে