Ajker Patrika

নিজের এআই অবতার তৈরি করা যাবে ইনস্টাগ্রামে 

অনলাইন ডেস্ক
নিজের এআই অবতার তৈরি করা যাবে ইনস্টাগ্রামে 

ছবি ও রিলস শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মটি। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে অবতার তৈরির সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চ্যাট থ্রেডে অবতারগুলো সরাসরি কথা বলতে পারবে ও বিভিন্ন পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারবে। 
 
 ‘এআই স্টুডিও’ নামে নতুন ফিচারে সুবিধাটি পাওয়া যাবে। ক্রিয়েটররা যাতে নিজেই নিজেদের এআই অবতার তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে। 

এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন। 

মেটা বলছে, প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে এআই স্টুডিও ও অ্যাপ থেকে নতুন ‘এআই চ্যাট’ শুরু করার মাধ্যমে এই অবতার তৈরি করতে পারবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। 

গত সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রামের জন্য তৈরি নিজেদের কনটেন্ট অনুসারে এআই অবতার তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। সেই সঙ্গে কোন কোন বিষয় অবতারগুলো এড়িয়ে চলবে ও কোন লিংক শেয়ার করবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এআই অবতারের জন্য স্বয়ংক্রিয় বার্তাও তৈরি করা যাবে। ফলে কেউ মেসেজ দিলে এসব মেসেজ স্বয়ক্রিয়ভাবে দেখাতে পারবে এআই অবতারগুলো। কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে অবতারটি চ্যাট করতে পারবে ও মন্তব্যের জবাব দিতে ‍পারবে তাও নির্ধারণ করতে পারবেন ক্রিয়েটররা। 

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মেটার অ্যাপগুলোতে এসব অবতার ব্যবহার করা যাবে। এআই স্টুডিও ফিচারের মাধ্যমে ক্যারেক্টার ডট এআই ও রেপ্লিকার মতো স্টার্টআপগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে মেটা। ওপেনএআইয়ের জিপিটি স্টোরের মতো মেটা ব্যবহারকারীদের এআই অবতার তৈরি করতে দেবে যেগুলো অন্যরা ব্যবহার করতে পারবে। 

মেটা অবতার তৈরির সময় নাম ও ছবি দিতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে বিস্তারিত নির্দেশনাও দেওয়া যাবে। অবতারটি কীভাবে উত্তর দেবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবে ক্রিয়েটররা। এআই স্টুডিওকে মেটার সর্বশেষ সংস্করণ সমর্থন দেবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত