Ajker Patrika

বিশ্বজুড়ে গুগলের পরিষেবায় বিভ্রাট

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫: ৪২
বিশ্বজুড়ে গুগলের পরিষেবায় বিভ্রাট

হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে টেক জায়ান্ট গুগলের পরিষেবা গুলোতে । এই বিভ্রাট দেখা গেছে ইউটিউব, গুগল ড্রাইভ, জিমেইল, ডুও, মিট, হ্যাঙ্গআউটস, ডক্স, শীট সহ গুগলের অন্যান্য পরিষেবা গুলোতেও।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ভারতে গুগলের পরিষেবা বিভ্রাটের ১৫০০টিরও বেশি রিপোর্ট নথিবদ্ধ হয়েছে ওই সময়ে। টুইটারে গুগল ব্যবহারকারীরা স্ক্রিনশট পোস্ট করে দেখিয়েছেন তাদের জিমেইলের সাইন ইন পৃষ্ঠায় ‘৫০২’ ত্রুটি দেখতে পেয়েছেন। এ ছাড়া, বিশ্বজুড়ে গুগলের অন্যান্য পরিষেবাতেও  লক্ষ্য করা গিয়েছে এই বিভ্রাট। গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।

সম্প্রতি মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও দেখা দেয় কারিগরি ত্রুটি। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দেয়। তবে এই বিপর্যয়ের সঠিক কারণ স্পষ্ট করে জানায়নি মেটা। 

যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছিলেন না। যুক্তরাজ্য এবং ভারতেও বহু ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। যে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্ট আগে থেকে লগইন করা ছিল, সেগুলো থেকে কোনো ছবি পোস্ট করা যাচ্ছিল না । তবে কয়েক ঘণ্টা পরেই এই সমস্যার সমাধান হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত