অনলাইন ডেস্ক
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং ওপেনএআই–এর সিইও স্যাম অল্টম্যানের দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। গত সোমবার চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই কিনতে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাঠিয়েছে ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে উল্টো মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অল্টম্যান। এমনকি মাস্ককে ‘অসুখী মানুষ’ হিসেবে অ্যাখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন তিনি।
প্রযুক্তি দুনিয়ার দুই বিলিয়নিয়ারের মধ্যে ক্রমশ বাড়তে থাকা বাকযুদ্ধে অল্টম্যান বলেন, ‘সম্ভবত তার পুরো জীবনই হীনম্মন্যতার মধ্যে কাটছে। আমি তার জন্য সহানুভূতি প্রকাশ করি। আমি মনে করি না তিনি সুখী মানুষ।’
ব্লুমবার্গ–এর সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘ওপেনএআই বিক্রি হচ্ছে না। ওপেনএআই এর মিশন বিক্রি হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘মাস্কের এই প্রস্তাব কেবল তার প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের চেষ্টা। আমার মনে হয় তিনি শুধু আমাদের থামানোর চেষ্টা করছেন। তিনি স্পষ্টতই একজন প্রতিযোগী।’
অল্টম্যান আরও বলেন, ‘আমি চাই, তিনি কেবল একটা ভালো পণ্য বানিয়ে প্রতিযোগিতা করুক। কিন্তু এখন মনে হচ্ছে, এখানে অনেক কৌশল, অনেক মামলা, আর নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটছে।’
মাস্কের প্রস্তাবকে কতটা গুরুত্ব সঙ্গে নিচ্ছেন, সংবাদমাধ্যম সিএনবিসির এই প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ‘তেমন না।’
প্যারিসে চলমান এআই শীর্ষ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ‘আমার ধারণা একজন প্রতিদ্বন্দ্বী–কে দমিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে (মাস্ক)।’
২০১৫ সালে একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক ও অল্টম্যান। এই দুজনের মাঝে দীর্ঘদিন এই কোম্পানির নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলার পর ২০১৮ সালে ওপেনএআইয়ের পরিচালক পর্ষদ থেকে সরে দাঁড়ান মাস্ক। এরপর থেকেই কোম্পানিটির সঙ্গে দীর্ঘমেয়াদি দ্বন্দ্বে জড়িয়ে আছেন তিনি।
গত বছর ক্যালিফোর্নিয়ার একটি রাজ্য আদালতে এবং পরবর্তীতে কেন্দ্রীয় আদালতে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। তার অভিযোগ, যেই অলাভজনক লক্ষ্য নিয়ে গড়া তোলা হয়েছিল ওপেনএআই, সেখান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। মাস্ক ২০১৮ সাল পর্যন্ত সংস্থাটিতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী মার্ক টোবারফ।
ইলন মাস্কের প্রস্তাবের বিরুদ্ধে অল্টম্যানের জনসমক্ষে প্রতিক্রিয়া জানানো সত্ত্বেও ওপেনএআই-এর বোর্ড এটি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, তা এখনো পরিষ্কার নয়। ওপেনএআই বোর্ডের পরিচালক ল্যারি সামার্স বলেন, তিনি মাস্কের প্রস্তাবের ব্যাপারে ‘কোনো আনুষ্ঠানিক কোনো তথ্য’ পাননি।
মাস্কের আইনজীবী জানিয়েছেন যে, তার প্রস্তাবে এক্সএআই, ভ্যালর ইকুয়িটি পার্টনার্স, ব্যারন ক্যাপিটাল, অ্যাট্রেইডিস ম্যানেজমেন্ট, ভাই ক্যাপিটাল, জো লন্সডেলের ৮ ভিসি এবং মিডিয়া নির্বাহী অ্যারি ইমানুয়েল সহ একাধিক বিনিয়োগকারী সমর্থন রয়েছে।
ইলন মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।
টেসলার সিইও এবং প্রযুক্তি কোম্পানি এক্সের মালিক মাস্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’-এর নেতৃত্ব দিচ্ছেন, যা হোয়াইট হাউসের একটি নতুন শাখা, এবং এটি ফেডারেল ব্যুরোক্রেসিকে ব্যাপকভাবে সংকুচিত করার দায়িত্বে নিয়োজিত। ট্রাম্প প্রশাসনে মাস্কের এই বিশাল প্রভাবের কারণে ওপেনএআইকে অনেক চাপের সম্মুখীন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তথ্যসূত্র: সিএনএন, ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমস
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং ওপেনএআই–এর সিইও স্যাম অল্টম্যানের দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। গত সোমবার চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই কিনতে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাঠিয়েছে ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে উল্টো মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন অল্টম্যান। এমনকি মাস্ককে ‘অসুখী মানুষ’ হিসেবে অ্যাখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন তিনি।
প্রযুক্তি দুনিয়ার দুই বিলিয়নিয়ারের মধ্যে ক্রমশ বাড়তে থাকা বাকযুদ্ধে অল্টম্যান বলেন, ‘সম্ভবত তার পুরো জীবনই হীনম্মন্যতার মধ্যে কাটছে। আমি তার জন্য সহানুভূতি প্রকাশ করি। আমি মনে করি না তিনি সুখী মানুষ।’
ব্লুমবার্গ–এর সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘ওপেনএআই বিক্রি হচ্ছে না। ওপেনএআই এর মিশন বিক্রি হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘মাস্কের এই প্রস্তাব কেবল তার প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের চেষ্টা। আমার মনে হয় তিনি শুধু আমাদের থামানোর চেষ্টা করছেন। তিনি স্পষ্টতই একজন প্রতিযোগী।’
অল্টম্যান আরও বলেন, ‘আমি চাই, তিনি কেবল একটা ভালো পণ্য বানিয়ে প্রতিযোগিতা করুক। কিন্তু এখন মনে হচ্ছে, এখানে অনেক কৌশল, অনেক মামলা, আর নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটছে।’
মাস্কের প্রস্তাবকে কতটা গুরুত্ব সঙ্গে নিচ্ছেন, সংবাদমাধ্যম সিএনবিসির এই প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ‘তেমন না।’
প্যারিসে চলমান এআই শীর্ষ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ‘আমার ধারণা একজন প্রতিদ্বন্দ্বী–কে দমিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে (মাস্ক)।’
২০১৫ সালে একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক ও অল্টম্যান। এই দুজনের মাঝে দীর্ঘদিন এই কোম্পানির নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলার পর ২০১৮ সালে ওপেনএআইয়ের পরিচালক পর্ষদ থেকে সরে দাঁড়ান মাস্ক। এরপর থেকেই কোম্পানিটির সঙ্গে দীর্ঘমেয়াদি দ্বন্দ্বে জড়িয়ে আছেন তিনি।
গত বছর ক্যালিফোর্নিয়ার একটি রাজ্য আদালতে এবং পরবর্তীতে কেন্দ্রীয় আদালতে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। তার অভিযোগ, যেই অলাভজনক লক্ষ্য নিয়ে গড়া তোলা হয়েছিল ওপেনএআই, সেখান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। মাস্ক ২০১৮ সাল পর্যন্ত সংস্থাটিতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী মার্ক টোবারফ।
ইলন মাস্কের প্রস্তাবের বিরুদ্ধে অল্টম্যানের জনসমক্ষে প্রতিক্রিয়া জানানো সত্ত্বেও ওপেনএআই-এর বোর্ড এটি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, তা এখনো পরিষ্কার নয়। ওপেনএআই বোর্ডের পরিচালক ল্যারি সামার্স বলেন, তিনি মাস্কের প্রস্তাবের ব্যাপারে ‘কোনো আনুষ্ঠানিক কোনো তথ্য’ পাননি।
মাস্কের আইনজীবী জানিয়েছেন যে, তার প্রস্তাবে এক্সএআই, ভ্যালর ইকুয়িটি পার্টনার্স, ব্যারন ক্যাপিটাল, অ্যাট্রেইডিস ম্যানেজমেন্ট, ভাই ক্যাপিটাল, জো লন্সডেলের ৮ ভিসি এবং মিডিয়া নির্বাহী অ্যারি ইমানুয়েল সহ একাধিক বিনিয়োগকারী সমর্থন রয়েছে।
ইলন মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।
টেসলার সিইও এবং প্রযুক্তি কোম্পানি এক্সের মালিক মাস্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’-এর নেতৃত্ব দিচ্ছেন, যা হোয়াইট হাউসের একটি নতুন শাখা, এবং এটি ফেডারেল ব্যুরোক্রেসিকে ব্যাপকভাবে সংকুচিত করার দায়িত্বে নিয়োজিত। ট্রাম্প প্রশাসনে মাস্কের এই বিশাল প্রভাবের কারণে ওপেনএআইকে অনেক চাপের সম্মুখীন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তথ্যসূত্র: সিএনএন, ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমস
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৩ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৪ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৪ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৪ দিন আগে