অনলাইন ডেস্ক
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের জিপিটি-৪ টার্বো এখন বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর আগে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের অর্ন্তভুক্ত কোপাইলট প্রো মডেলে জিপিটি-৪ টার্বো সংস্করণটি ব্যবহার করা যেত।
জিপিটি-৪ টার্বো ব্যবহার করা জন্য কোপাইলটের ফ্রি সংস্করণে ক্রিয়েটিভ বা প্রিসাইস মোড চালু করতে হবে। আর ক্রোপাইলট প্রো এর সাবস্ক্রাইবারদের জিপিটি-৪ টার্বো ডিফল্টভাবে চালু থাকে।
এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ১২ মার্চ মাইক্রোসফটের বিজ্ঞাপন ও ওয়েব পরিষেবার প্রধান নির্বাহী মিখাইল পারখিন বলেন, ব্যবহারকারীরা চাইলে পুরানো মডেলগুলো ব্যবহার করতে পারবেন।
আর ক্রোপাইলটের ক্রিয়েটিভ মোড চালু করে ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরা এই সংস্করণ চালাতে পারবে। কোপাইল প্রো এর ব্যবহারকারীরা জিপিটি ৪ টগলের মাধ্যমে এটি চালু বা বন্ধ করতে পারবে।
২০২৩ সালের এপ্রিল পর্যন্ত জিপিটি-৪ টার্বো তথ্য দিতে পারবে। এটি ৩০০ পৃষ্ঠা পর্যন্ত বা ১ লাখ ২৮ হাজার পর্যন্ত শব্দ গ্রহণ করতে পারে। আর যত বেশি শব্দ চ্যাটবটে দেওয়া যায় সেটি তত ভালো ফলাফল দিতে পারে।
মাইক্রোসফটের সকল প্ল্যাটফর্মে এআই যুক্ত করার জন্য গত বছর কোপাইলট উন্মোচন করা হয়। এআই অ্যাসিস্ট্যান্টটি অনলাইনে ব্যবহার করা যায়। পাশাপাশি উইন্ডোজ ১১, বিং সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট ৩৬৫ ও এজ ব্রাউসারে এই অ্যাসিস্টেন্ট যুক্ত করা হয়েছে।
কোপাইলট প্রো প্ল্যানটি ব্যবহার জন্য প্রতিমাসে ২০ ডলার ব্যয় করতে হয়। এর মাধ্যমে অফিস অ্যাপগুলোতে উন্নত এআই ফিচার ও ইমেজ তৈরির টুল ব্যবহার করা যায়।
মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপের (ওয়ার্ড ও আউটলুক) ফ্রি প্ল্যানেও গত সপ্তাহে কোপাইলট অ্যসিস্টেন্ট যুক্ত করা হয়। আগামী মাসগুলোতে কোপাইলট অ্যান্ড্রয়েড ও আইওএসের মাইক্রোসফট ৩৬৫ অ্যাপগুলোতে যুক্ত করা হবে।
প্রায় প্রতিটি প্রযুক্তি কোম্পানি তাদের পণ্যে কোনো না কোনোভাবে এআই টুল যুক্ত করছে। বছরের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে এআইভিত্তিক বেশ কিছু ফিচার যুক্ত করেছে গুগল। অ্যাপলও এআইভিত্তিক ডিভাইস নিয়ে আসার জন্য কাজ করছে। এই বছরের শেষ দিকে অ্যাপল নতুন এআইভিত্তিক আইফোন নিয়ে আসতে পারে।
অপর দিকে ওপেনএআই ব্যবহারকারীদের নিজস্ব এআই অ্যাপ তৈরি করতে সাহায্য করছে। এছাড়া গুগলের জেমিনি ও অ্যান্থ্রপিকের ক্লডের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।
তবে মাইক্রোফট ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জিপিটি- ৪ টার্বো ব্যবহারের সুবিধা কেন দিচ্ছে তা স্পষ্ট নয়। মাইক্রোসফটের সাবস্ক্রিপশন কেনার জন্য কোপাইলট প্রো তে জিপিট-৪ টার্বো মডেলের সুবিধা দেওয়া হয়েছিল।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট জিপিটি-৪.৫ টার্বো সংস্করণ নিয়ে কাজ করছে। আর নতুন মডেলটি শুধু কোপাইলট প্রো মডেলে যুক্ত করা হবে।
রেডিটের এক ব্যবহারকারী মাইক্রোসসফটের এক ব্লগ পোস্ট দেখতে পান যা পরবর্তীতে সরিয়ে ফেলে কোম্পানি সরিয়ে ফেলে। ব্লগ পোস্টে বলা হয়েছিল, জিপিটি-৪.৫ টার্বো শিগগরিই আসবে। জিপিটি-৪.৫ টার্বোর ‘গতি, নির্ভুলতা ও ব্যাপকতা’ জিপিটি-৪ টার্বোকে ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র:সিনেট
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের জিপিটি-৪ টার্বো এখন বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর আগে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের অর্ন্তভুক্ত কোপাইলট প্রো মডেলে জিপিটি-৪ টার্বো সংস্করণটি ব্যবহার করা যেত।
জিপিটি-৪ টার্বো ব্যবহার করা জন্য কোপাইলটের ফ্রি সংস্করণে ক্রিয়েটিভ বা প্রিসাইস মোড চালু করতে হবে। আর ক্রোপাইলট প্রো এর সাবস্ক্রাইবারদের জিপিটি-৪ টার্বো ডিফল্টভাবে চালু থাকে।
এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ১২ মার্চ মাইক্রোসফটের বিজ্ঞাপন ও ওয়েব পরিষেবার প্রধান নির্বাহী মিখাইল পারখিন বলেন, ব্যবহারকারীরা চাইলে পুরানো মডেলগুলো ব্যবহার করতে পারবেন।
আর ক্রোপাইলটের ক্রিয়েটিভ মোড চালু করে ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরা এই সংস্করণ চালাতে পারবে। কোপাইল প্রো এর ব্যবহারকারীরা জিপিটি ৪ টগলের মাধ্যমে এটি চালু বা বন্ধ করতে পারবে।
২০২৩ সালের এপ্রিল পর্যন্ত জিপিটি-৪ টার্বো তথ্য দিতে পারবে। এটি ৩০০ পৃষ্ঠা পর্যন্ত বা ১ লাখ ২৮ হাজার পর্যন্ত শব্দ গ্রহণ করতে পারে। আর যত বেশি শব্দ চ্যাটবটে দেওয়া যায় সেটি তত ভালো ফলাফল দিতে পারে।
মাইক্রোসফটের সকল প্ল্যাটফর্মে এআই যুক্ত করার জন্য গত বছর কোপাইলট উন্মোচন করা হয়। এআই অ্যাসিস্ট্যান্টটি অনলাইনে ব্যবহার করা যায়। পাশাপাশি উইন্ডোজ ১১, বিং সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট ৩৬৫ ও এজ ব্রাউসারে এই অ্যাসিস্টেন্ট যুক্ত করা হয়েছে।
কোপাইলট প্রো প্ল্যানটি ব্যবহার জন্য প্রতিমাসে ২০ ডলার ব্যয় করতে হয়। এর মাধ্যমে অফিস অ্যাপগুলোতে উন্নত এআই ফিচার ও ইমেজ তৈরির টুল ব্যবহার করা যায়।
মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপের (ওয়ার্ড ও আউটলুক) ফ্রি প্ল্যানেও গত সপ্তাহে কোপাইলট অ্যসিস্টেন্ট যুক্ত করা হয়। আগামী মাসগুলোতে কোপাইলট অ্যান্ড্রয়েড ও আইওএসের মাইক্রোসফট ৩৬৫ অ্যাপগুলোতে যুক্ত করা হবে।
প্রায় প্রতিটি প্রযুক্তি কোম্পানি তাদের পণ্যে কোনো না কোনোভাবে এআই টুল যুক্ত করছে। বছরের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে এআইভিত্তিক বেশ কিছু ফিচার যুক্ত করেছে গুগল। অ্যাপলও এআইভিত্তিক ডিভাইস নিয়ে আসার জন্য কাজ করছে। এই বছরের শেষ দিকে অ্যাপল নতুন এআইভিত্তিক আইফোন নিয়ে আসতে পারে।
অপর দিকে ওপেনএআই ব্যবহারকারীদের নিজস্ব এআই অ্যাপ তৈরি করতে সাহায্য করছে। এছাড়া গুগলের জেমিনি ও অ্যান্থ্রপিকের ক্লডের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।
তবে মাইক্রোফট ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জিপিটি- ৪ টার্বো ব্যবহারের সুবিধা কেন দিচ্ছে তা স্পষ্ট নয়। মাইক্রোসফটের সাবস্ক্রিপশন কেনার জন্য কোপাইলট প্রো তে জিপিট-৪ টার্বো মডেলের সুবিধা দেওয়া হয়েছিল।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট জিপিটি-৪.৫ টার্বো সংস্করণ নিয়ে কাজ করছে। আর নতুন মডেলটি শুধু কোপাইলট প্রো মডেলে যুক্ত করা হবে।
রেডিটের এক ব্যবহারকারী মাইক্রোসসফটের এক ব্লগ পোস্ট দেখতে পান যা পরবর্তীতে সরিয়ে ফেলে কোম্পানি সরিয়ে ফেলে। ব্লগ পোস্টে বলা হয়েছিল, জিপিটি-৪.৫ টার্বো শিগগরিই আসবে। জিপিটি-৪.৫ টার্বোর ‘গতি, নির্ভুলতা ও ব্যাপকতা’ জিপিটি-৪ টার্বোকে ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র:সিনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে