অনলাইন ডেস্ক
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনীর তালিকায় স্থান পেলেন ফেসবুক তথা মেটার সিইও মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে পেলেন তিনি। মেটার শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক অর্জন করছেন মার্ক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুসারে, বর্তমানে জাকারবার্গের মোট সম্পদ ২০৬ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৬২০ কোটি ডলার। আর তাতেই তিনি জেফ বেজোসের চেয়ে ১ দশমিক বিলিয়ন ডলার বা ১১০ কোটি ডলারে এগিয়ে রয়েছেন। তবে টেসলার মালিক ইলন মাস্কের চেয়ে এখনো জাকারবার্গের সম্পদ ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলার কম।
জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শক্তিশালী করেছে আর তাতেই দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটার শেয়ার বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
গত বৃহস্পতিবার লেনদেন শেষে মেটার শেয়ারদর রেকর্ড ৫৮২ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়।
এটি কোম্পানির জন্য বড় অর্জন। ২০২২ সালের শেষের দিকে মেটা ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেসময় খরচ কমানোর জন্য একটি পরিকল্পনা চালু গ্রহণ করেন মার্ক জাকারবার্গ। বিনিয়োগকারীদের মতে, এই পরিকল্পনা কোম্পানিকে পুনরুদ্ধারে সাহায্য করেছে।
ডেটা সেন্টার ও কম্পিউটিং ক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে মেটা। কারণ এআই খাতের প্রতিযোগিতায় সামনের দিকে থাকার চেষ্টা করছেন। কোম্পানিটি অন্যান্য দীর্ঘমেয়াদি প্রকল্পেও এগিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে ‘ওরিয়ন’ নামের অগমেন্টেড রিয়্যালিটি (এআর) চশমা। এই চশমা গত মাসে উন্মোচন করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, মেটা ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ। চলতি বছর তাঁর সম্পদের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার বা ৭ হাজার ৮০০ ডলার বেড়েছে, যা ব্লুমবার্গ ইনডেক্স অনুসারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী মার্ক জাকারবার্গ এ বছর বিশ্বের ধনীর তালিকার সূচকে চারটি স্থান অর্জন হয়েছেন।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনীর তালিকায় স্থান পেলেন ফেসবুক তথা মেটার সিইও মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে পেলেন তিনি। মেটার শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক অর্জন করছেন মার্ক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুসারে, বর্তমানে জাকারবার্গের মোট সম্পদ ২০৬ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৬২০ কোটি ডলার। আর তাতেই তিনি জেফ বেজোসের চেয়ে ১ দশমিক বিলিয়ন ডলার বা ১১০ কোটি ডলারে এগিয়ে রয়েছেন। তবে টেসলার মালিক ইলন মাস্কের চেয়ে এখনো জাকারবার্গের সম্পদ ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলার কম।
জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শক্তিশালী করেছে আর তাতেই দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটার শেয়ার বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
গত বৃহস্পতিবার লেনদেন শেষে মেটার শেয়ারদর রেকর্ড ৫৮২ দশমিক ৭৭ ডলারে পৌঁছায়।
এটি কোম্পানির জন্য বড় অর্জন। ২০২২ সালের শেষের দিকে মেটা ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেসময় খরচ কমানোর জন্য একটি পরিকল্পনা চালু গ্রহণ করেন মার্ক জাকারবার্গ। বিনিয়োগকারীদের মতে, এই পরিকল্পনা কোম্পানিকে পুনরুদ্ধারে সাহায্য করেছে।
ডেটা সেন্টার ও কম্পিউটিং ক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে মেটা। কারণ এআই খাতের প্রতিযোগিতায় সামনের দিকে থাকার চেষ্টা করছেন। কোম্পানিটি অন্যান্য দীর্ঘমেয়াদি প্রকল্পেও এগিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে ‘ওরিয়ন’ নামের অগমেন্টেড রিয়্যালিটি (এআর) চশমা। এই চশমা গত মাসে উন্মোচন করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, মেটা ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ। চলতি বছর তাঁর সম্পদের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার বা ৭ হাজার ৮০০ ডলার বেড়েছে, যা ব্লুমবার্গ ইনডেক্স অনুসারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী মার্ক জাকারবার্গ এ বছর বিশ্বের ধনীর তালিকার সূচকে চারটি স্থান অর্জন হয়েছেন।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
২ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৩ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৩ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৩ দিন আগে