অনলাইন ডেস্ক
আইফোনে আইওএস ১৮.২ আপডেট অবশেষে উন্মুক্ত করেছে অ্যাপল। পাবলিক বেটা ও ডেভেলপার্স বেটা সংস্করণের পর এবার আইওএস ১৮.২ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) সংস্করণটি উন্মুক্ত। এই আপডেটের মাধ্যমে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ সিরিজ ব্যবহারকারীরা এখন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–এর বেশ কিছু নতুন এআই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন ফিচারগুলোর ব্যবহারের আগে ফোনের সেটিংসের সফটওয়্যার আপডেট থেকে আইওএস ১৮.২ ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
১. ইমেজ প্লেগ্রাউন্ড
নতুন আপডেটের মাধ্যমে ইমেজ প্লেগ্রাউন্ড নামে নতুন একটি অ্যাপ আইফোনে পাওয়া যাবে। এটি ব্যবহারকারীর বর্ণনা অনুসারে ও ফটো লাইব্রেরিতে থাকা ব্যক্তিদের চেহারা দিয়ে কার্টুনের মতো মজাদার ৩ডি ছবি তৈরি করে দিতে পারবে। এতে আরও একটি অপশন রয়েছে যা ৩ডি ছবি থেকে অ্যানিমেশন বা ইলাস্ট্রেশন স্টাইলে পরিবর্তন করার সুযোগ দেয়। এ ছাড়া নোটস অ্যাপে একটি স্কেচ করার পর সেটি নির্বাচন করে ভিজ্যুয়াল প্লেগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন।
অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীরা প্রম্পট অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী কতগুলো ছবি প্রিভিউ হিসেবে দেখাবে। প্রিভিউ থেকে পছন্দের ছবিটি বেছে নিতে পারবেন।
মেসেজেস, ফ্রিফর্ম এবং পাশাপাশি থার্ড পার্টি অ্যাপে এর মাধ্যমে ছবি তৈরি করা যাবে।
ছবিগুলো আইক্লাউডের মাধ্যমে ইমেজ প্লেগ্রাউন্ড লাইব্রেরিতে সিংক্রোনাইজ হবে। ফলে ডিভাইস পরিবর্তন করলেও আইক্লাউডের মাধ্যমে ছবিগুলো পাওয়া যাবে।
২. জেনইমোজি
ডিভাইসে আইওএস ১৮.২ ইনস্টল করে ব্যবহারকারীরা জেনমোজি ফিচারের মাধ্যমে নিজের ইচ্ছামতো ইমোজি তৈরি করতে পারবেন। জেনইমোজিগুলো ব্যবহারকারীর আইক্লাউডের মাধ্যমে সব ডিভাইসের স্টিকার ড্রয়ার-এ আপলোড হয়ে থাকবে।
এই ফিচারের মাধ্যমে ৩ হাজারটিরও বেশি আগে থেকেই তৈরি করা ইমোজি পাওয়া যাবে। তবে এরপরও নিজের মনমতো ইমোজি তৈরি করতে চান অনেকেই। সেটি জেনইমোজির মাধ্যমে করা যাবে। জেনইমোজি ফিচারের মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সকে ইমোজি তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে। অ্যাপল ইন্টেলিজেন্সসহ আইফোনগুলো ব্যবহারকারীরা বর্ণনার ভিত্তিতে একটি নতুন ইমোজি তৈরি করার চেষ্টা করবে।
জেনইমোজি ব্যবহার করতে মেসেজ অ্যাপে যেতে হবে এবং কিবোর্ডের নিচে বাম কোণে ইমোজি কিবোর্ডে ট্যাপ করুন। এরপর যে ইমোজি খুঁজছেন তা সার্চ বারে টাইপ করুন। যদি আপনার বর্ণনা অনুযায়ী কোনো ইমোজি না পাওয়া যায়, তাহলে সার্চ বারটির নিচে ‘ক্রিয়েট নিউ ইমোজি’–তে ট্যাপ করুন। এরপর পছন্দমতো নির্দেশনা দিতে হবে।
৩. সিরিতে চ্যাটজিপিটির সমর্থন
অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিরি শিগগিরই ‘নতুন যুগে’ প্রবেশ করবে বলে গত মে মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে ঘোষণা দেয় কোম্পানিটি। সিরিতে চ্যাটজিপিটির সমর্থন এখনর আইওএস ১৮.২ আপডেটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে।
এখন ওপেনএআই চ্যাটজিপিটি সরাসরি সিরি বা রাইটিং টুল থেকে অ্যাকসেস করা যাবে। অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি এখন সরাসরি কথা বলতে পারবে চ্যাটজিপিটির সঙ্গে। তাই বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেবে সিরি। এমনকি পর্দায় দেখানো কোনো ছবি সম্পর্কে জানতে চাইলেও বিস্তারিত তথ্য জানাচ্ছে চ্যাটজিপিটি। তবে সিরিতে চ্যাটবটটি ব্যবহার করার জন্য আলাদা চ্যাটজিপিটির অ্যাকাউন্টে প্রয়োজন নেই। ওপেনএআইয়ের মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হবে না বলে দাবি করছে অ্যাপল।
রাইটিং টুলসের কম্পোজ ফিচার আপনাকে চ্যাটজিপিটির মাধ্যমে কিছু বিভিন্ন লেখা তৈরি করা সুযোগ দেয়।
৪. নোটস অ্যাপে ম্যাজিক ওয়ান্ড
নতুন ইমেজ ওয়ান্ড ফিচারের মাধ্যমে স্কেচ এবং হাতে লেখা অথবা টাইপ করা নোটগুলোকে নোটস অ্যাপে ছবিতে রূপান্তরিত করা যাবে।
৫. ক্যামেরা কন্ট্রোল (আইফোন ১৬ সিরিজ)
আইফোন ১৬ সিরিজের সঙ্গে নতুন ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের সঙ্গে অ্যাপলের ‘ভিজ্যুয়াল ইনটেলিজেন্স’ নামের এআই ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আইফোনের ক্যামেরা বিভিন্ন বস্তুর ওপর তাক করলেই সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। যেমন: কোনো রেস্তোরাঁর দিকে ক্যামেরা ধরে রেখে কন্ট্রোল বাটনে ট্যাপ করলে সে রেস্তোরাঁ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন এর রিভিউ, এর মেন্যু, খাবারের দাম ইত্যাদি জেনে নিতে পারেন। সেই সঙ্গে আরও বিস্তারিত জানতে গুগল সার্চ বা চ্যাটজিপিটি সেবাও অপশনও পাবেন।
৬. মেইল
নতুন আপডেটের মাধ্যমে মেইল অ্যাপে ইনবক্সে আসা মেইলগুলো। বিভিন্ন ক্যাটাগরি–তে (প্রাইমারি, ট্রানজেকশন, আপডেটস ও প্রোমোশনস) সাজিয়ে রাখা যাবে। মেইল ক্যাটাগরাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে প্রাধান্য দিতে সাহায্য করবে।
৭. ফটোজ অ্যাপ
আইওএস ১৮.২ আপডেটে মাধ্যমে ফটোজ অ্যাপে বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। ভিডিওগুলো এখন ফ্রেম বাই ফ্রেম ক্রপ করা যাব এবং অটো-লুপিং ভিডিও প্লেব্যাক বন্ধের সেটিংসও যুক্ত করা হয়েছে। ‘রিসেন্টলি ভিউড’ এবং ‘রিসেন্টলি শেয়ারড’ অ্যালবামের ইতিহাস বা হিস্ট্রি মুছে ফেলা যাবে।
৮. একাধিক ভাষা ব্যবহারের সুযোগ
একাধিক ভাষার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় ইংরেজিতেও ব্যবহার করা যাবে আইওএস-ভিত্তিক ডিভাইসগুলো। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ও ইউকে’র ইংরেজি ভাষার সামর্থন পাওয়া যাবে নতুন আইওএস আপডেটে।
৯. সাফারি ব্রাউজার
সাফারি ব্রাউজারের স্টার্ট পেজ কাস্টমাইজ করার জন্য নতুন ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করা হয়েছে। ইমপোর্ট এবং এক্সপোর্ট ফিচার এখন সাফারি থেকে আপনার ব্রাউজিং ডেটা এক্সপোর্ট এবং অন্য কোনো অ্যাপ থেকে সাফারিতে-তে ব্রাউজিং ডেটা ইমপোর্ট করার সুবিধা দেয়।
ব্রাউজারের ফাইল ডাউনলোডের অগ্রগতি এখন ডায়নামিক আইল্যান্ড ও হোম স্ক্রিনে দেখা যাবে।
এ ছাড়া আইফোন ছাড়াও অ্যাপল বিভিন্ন সেবায় নতুন ফিচার যুক্ত করেছে এই আপডেটের মাধ্যমে।
ফাইন্ড মাই-এ শেয়ার আইটেম লোকেশন: এটি আপনাকে হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করে। সহজে এবং নিরাপদে এয়ার ট্যাগ বা ফাইন্ড মাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার জিনিসের অবস্থান বিশ্বস্ত তৃতীয় পক্ষের (যেমন বিমান সংস্থা) সেবার সঙ্গে শেয়ার করতে পারবেন।
অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি অ্যাপ: যে কোনো গান, মুড, অভিনেতা, দশক বা যে কোনো ক্যাটাগরি দিয়ে খোঁজ করতে পারবেন। অ্যাপল মিউজিকে গান ও অ্যাপল টিভিতে মুভি বা সিরিজ খুঁজতে পারবেন ব্যবহারকারীরা।
পডকাস্টস-এ ফেভারিট ক্যাটাগরি: ব্যবহারকারীরা পছন্দের ক্যাটাগরি বেছে নিতে পারবেন এবং সেগুলোর ওপর ভিত্তি করে উপযুক্ত শো সুপারিশ করবে অ্যাপল পারবেন, যা লাইব্রেরি থেকে সহজেই অ্যাকসেস করা যাবে।
নিউজ প্লাস-এ সুডোকু পাজল: তিনটি কঠিন স্তরে এই পাজল খেলা যাবে এবং এটি নিউজ প্লাস গ্রাহকেরা খেলতে পারবেন।
এয়ারপডস প্রো ২-এ হিয়ারিং টেস্ট ফিচার: সাইপ্রাস, চেকিয়া, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ, রোমানিয়া, স্পেন, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে এই ফিচারটি এখন পাওয়া যাবে।
এয়ারপডস প্রো ২-এ হিয়ারিং এইড ফিচার: সংযুক্ত আরব আমিরাতেও এখন এই ফিচারটি পাওয়া যাবে।
নতুন ক্যাপচার করা ছবি অল ফটো গ্রিড-এ তৎক্ষণাৎ ভাবে দেখা যাচ্ছিল না। এই সমস্যা সমাধান করেছে অ্যাপল। এ ছাড়া নাইট মোডে দীর্ঘ এক্সপোজারের ছবি তৈরির ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা হয়েছে।
আইফোনে আইওএস ১৮.২ আপডেট অবশেষে উন্মুক্ত করেছে অ্যাপল। পাবলিক বেটা ও ডেভেলপার্স বেটা সংস্করণের পর এবার আইওএস ১৮.২ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) সংস্করণটি উন্মুক্ত। এই আপডেটের মাধ্যমে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ সিরিজ ব্যবহারকারীরা এখন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–এর বেশ কিছু নতুন এআই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন ফিচারগুলোর ব্যবহারের আগে ফোনের সেটিংসের সফটওয়্যার আপডেট থেকে আইওএস ১৮.২ ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
১. ইমেজ প্লেগ্রাউন্ড
নতুন আপডেটের মাধ্যমে ইমেজ প্লেগ্রাউন্ড নামে নতুন একটি অ্যাপ আইফোনে পাওয়া যাবে। এটি ব্যবহারকারীর বর্ণনা অনুসারে ও ফটো লাইব্রেরিতে থাকা ব্যক্তিদের চেহারা দিয়ে কার্টুনের মতো মজাদার ৩ডি ছবি তৈরি করে দিতে পারবে। এতে আরও একটি অপশন রয়েছে যা ৩ডি ছবি থেকে অ্যানিমেশন বা ইলাস্ট্রেশন স্টাইলে পরিবর্তন করার সুযোগ দেয়। এ ছাড়া নোটস অ্যাপে একটি স্কেচ করার পর সেটি নির্বাচন করে ভিজ্যুয়াল প্লেগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন।
অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীরা প্রম্পট অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী কতগুলো ছবি প্রিভিউ হিসেবে দেখাবে। প্রিভিউ থেকে পছন্দের ছবিটি বেছে নিতে পারবেন।
মেসেজেস, ফ্রিফর্ম এবং পাশাপাশি থার্ড পার্টি অ্যাপে এর মাধ্যমে ছবি তৈরি করা যাবে।
ছবিগুলো আইক্লাউডের মাধ্যমে ইমেজ প্লেগ্রাউন্ড লাইব্রেরিতে সিংক্রোনাইজ হবে। ফলে ডিভাইস পরিবর্তন করলেও আইক্লাউডের মাধ্যমে ছবিগুলো পাওয়া যাবে।
২. জেনইমোজি
ডিভাইসে আইওএস ১৮.২ ইনস্টল করে ব্যবহারকারীরা জেনমোজি ফিচারের মাধ্যমে নিজের ইচ্ছামতো ইমোজি তৈরি করতে পারবেন। জেনইমোজিগুলো ব্যবহারকারীর আইক্লাউডের মাধ্যমে সব ডিভাইসের স্টিকার ড্রয়ার-এ আপলোড হয়ে থাকবে।
এই ফিচারের মাধ্যমে ৩ হাজারটিরও বেশি আগে থেকেই তৈরি করা ইমোজি পাওয়া যাবে। তবে এরপরও নিজের মনমতো ইমোজি তৈরি করতে চান অনেকেই। সেটি জেনইমোজির মাধ্যমে করা যাবে। জেনইমোজি ফিচারের মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সকে ইমোজি তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে। অ্যাপল ইন্টেলিজেন্সসহ আইফোনগুলো ব্যবহারকারীরা বর্ণনার ভিত্তিতে একটি নতুন ইমোজি তৈরি করার চেষ্টা করবে।
জেনইমোজি ব্যবহার করতে মেসেজ অ্যাপে যেতে হবে এবং কিবোর্ডের নিচে বাম কোণে ইমোজি কিবোর্ডে ট্যাপ করুন। এরপর যে ইমোজি খুঁজছেন তা সার্চ বারে টাইপ করুন। যদি আপনার বর্ণনা অনুযায়ী কোনো ইমোজি না পাওয়া যায়, তাহলে সার্চ বারটির নিচে ‘ক্রিয়েট নিউ ইমোজি’–তে ট্যাপ করুন। এরপর পছন্দমতো নির্দেশনা দিতে হবে।
৩. সিরিতে চ্যাটজিপিটির সমর্থন
অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিরি শিগগিরই ‘নতুন যুগে’ প্রবেশ করবে বলে গত মে মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে ঘোষণা দেয় কোম্পানিটি। সিরিতে চ্যাটজিপিটির সমর্থন এখনর আইওএস ১৮.২ আপডেটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে।
এখন ওপেনএআই চ্যাটজিপিটি সরাসরি সিরি বা রাইটিং টুল থেকে অ্যাকসেস করা যাবে। অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি এখন সরাসরি কথা বলতে পারবে চ্যাটজিপিটির সঙ্গে। তাই বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেবে সিরি। এমনকি পর্দায় দেখানো কোনো ছবি সম্পর্কে জানতে চাইলেও বিস্তারিত তথ্য জানাচ্ছে চ্যাটজিপিটি। তবে সিরিতে চ্যাটবটটি ব্যবহার করার জন্য আলাদা চ্যাটজিপিটির অ্যাকাউন্টে প্রয়োজন নেই। ওপেনএআইয়ের মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হবে না বলে দাবি করছে অ্যাপল।
রাইটিং টুলসের কম্পোজ ফিচার আপনাকে চ্যাটজিপিটির মাধ্যমে কিছু বিভিন্ন লেখা তৈরি করা সুযোগ দেয়।
৪. নোটস অ্যাপে ম্যাজিক ওয়ান্ড
নতুন ইমেজ ওয়ান্ড ফিচারের মাধ্যমে স্কেচ এবং হাতে লেখা অথবা টাইপ করা নোটগুলোকে নোটস অ্যাপে ছবিতে রূপান্তরিত করা যাবে।
৫. ক্যামেরা কন্ট্রোল (আইফোন ১৬ সিরিজ)
আইফোন ১৬ সিরিজের সঙ্গে নতুন ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের সঙ্গে অ্যাপলের ‘ভিজ্যুয়াল ইনটেলিজেন্স’ নামের এআই ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আইফোনের ক্যামেরা বিভিন্ন বস্তুর ওপর তাক করলেই সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। যেমন: কোনো রেস্তোরাঁর দিকে ক্যামেরা ধরে রেখে কন্ট্রোল বাটনে ট্যাপ করলে সে রেস্তোরাঁ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন এর রিভিউ, এর মেন্যু, খাবারের দাম ইত্যাদি জেনে নিতে পারেন। সেই সঙ্গে আরও বিস্তারিত জানতে গুগল সার্চ বা চ্যাটজিপিটি সেবাও অপশনও পাবেন।
৬. মেইল
নতুন আপডেটের মাধ্যমে মেইল অ্যাপে ইনবক্সে আসা মেইলগুলো। বিভিন্ন ক্যাটাগরি–তে (প্রাইমারি, ট্রানজেকশন, আপডেটস ও প্রোমোশনস) সাজিয়ে রাখা যাবে। মেইল ক্যাটাগরাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে প্রাধান্য দিতে সাহায্য করবে।
৭. ফটোজ অ্যাপ
আইওএস ১৮.২ আপডেটে মাধ্যমে ফটোজ অ্যাপে বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। ভিডিওগুলো এখন ফ্রেম বাই ফ্রেম ক্রপ করা যাব এবং অটো-লুপিং ভিডিও প্লেব্যাক বন্ধের সেটিংসও যুক্ত করা হয়েছে। ‘রিসেন্টলি ভিউড’ এবং ‘রিসেন্টলি শেয়ারড’ অ্যালবামের ইতিহাস বা হিস্ট্রি মুছে ফেলা যাবে।
৮. একাধিক ভাষা ব্যবহারের সুযোগ
একাধিক ভাষার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় ইংরেজিতেও ব্যবহার করা যাবে আইওএস-ভিত্তিক ডিভাইসগুলো। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ও ইউকে’র ইংরেজি ভাষার সামর্থন পাওয়া যাবে নতুন আইওএস আপডেটে।
৯. সাফারি ব্রাউজার
সাফারি ব্রাউজারের স্টার্ট পেজ কাস্টমাইজ করার জন্য নতুন ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করা হয়েছে। ইমপোর্ট এবং এক্সপোর্ট ফিচার এখন সাফারি থেকে আপনার ব্রাউজিং ডেটা এক্সপোর্ট এবং অন্য কোনো অ্যাপ থেকে সাফারিতে-তে ব্রাউজিং ডেটা ইমপোর্ট করার সুবিধা দেয়।
ব্রাউজারের ফাইল ডাউনলোডের অগ্রগতি এখন ডায়নামিক আইল্যান্ড ও হোম স্ক্রিনে দেখা যাবে।
এ ছাড়া আইফোন ছাড়াও অ্যাপল বিভিন্ন সেবায় নতুন ফিচার যুক্ত করেছে এই আপডেটের মাধ্যমে।
ফাইন্ড মাই-এ শেয়ার আইটেম লোকেশন: এটি আপনাকে হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করে। সহজে এবং নিরাপদে এয়ার ট্যাগ বা ফাইন্ড মাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার জিনিসের অবস্থান বিশ্বস্ত তৃতীয় পক্ষের (যেমন বিমান সংস্থা) সেবার সঙ্গে শেয়ার করতে পারবেন।
অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি অ্যাপ: যে কোনো গান, মুড, অভিনেতা, দশক বা যে কোনো ক্যাটাগরি দিয়ে খোঁজ করতে পারবেন। অ্যাপল মিউজিকে গান ও অ্যাপল টিভিতে মুভি বা সিরিজ খুঁজতে পারবেন ব্যবহারকারীরা।
পডকাস্টস-এ ফেভারিট ক্যাটাগরি: ব্যবহারকারীরা পছন্দের ক্যাটাগরি বেছে নিতে পারবেন এবং সেগুলোর ওপর ভিত্তি করে উপযুক্ত শো সুপারিশ করবে অ্যাপল পারবেন, যা লাইব্রেরি থেকে সহজেই অ্যাকসেস করা যাবে।
নিউজ প্লাস-এ সুডোকু পাজল: তিনটি কঠিন স্তরে এই পাজল খেলা যাবে এবং এটি নিউজ প্লাস গ্রাহকেরা খেলতে পারবেন।
এয়ারপডস প্রো ২-এ হিয়ারিং টেস্ট ফিচার: সাইপ্রাস, চেকিয়া, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ, রোমানিয়া, স্পেন, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে এই ফিচারটি এখন পাওয়া যাবে।
এয়ারপডস প্রো ২-এ হিয়ারিং এইড ফিচার: সংযুক্ত আরব আমিরাতেও এখন এই ফিচারটি পাওয়া যাবে।
নতুন ক্যাপচার করা ছবি অল ফটো গ্রিড-এ তৎক্ষণাৎ ভাবে দেখা যাচ্ছিল না। এই সমস্যা সমাধান করেছে অ্যাপল। এ ছাড়া নাইট মোডে দীর্ঘ এক্সপোজারের ছবি তৈরির ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা হয়েছে।
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
১ দিন আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
১ দিন আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
১ দিন আগে