অনলাইন ডেস্ক
গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার প্রথমবারের মতো আইপি ৬৯ সার্টিফিকেশন পাওয়া সি-সিরিজের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। ১৫ ডিসেম্বর উন্মোচন হতে যাওয়া রিয়েলমি সি৭৫-এ আইপি ৬৯ রেটিংয়ের পাশাপাশি আরও রয়েছে আইপি ৬৮ ও আইপি ৬৬ সার্টিফিকেশন। ফলে পানি ও ধুলাবালি থেকে ফোনটি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।
১ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
১ ঘণ্টা আগেগুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক
৭ ঘণ্টা আগেচলতি বছরে বৈশ্বিক বিজ্ঞাপন বাজারের আয় এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে, যা বিজ্ঞাপনশিল্পের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই বিপুল পরিমাণ বিজ্ঞাপনী আয়ের অর্ধেকেরও বেশি দখল করবে প্রযুক্তি জায়ান্ট গুগল, মেটা, বাইটড্যান্স, আমাজন ও আলিবাবার মতো কোম্পানিগুলো। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আধিপত্য আর
৮ ঘণ্টা আগে