গুগল ফটোজে যুক্ত হলো নতুন ‘আপডেটস’ সেকশন, কাজ করবে যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭: ২৫
Thumbnail image
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ছবি: বিবম

গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।

একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।

যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।

আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।

নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।

গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত