অনলাইন ডেস্ক
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
স্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
৮ ঘণ্টা আগেপ্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
১৩ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ দিন আগে