অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।
২০২০ সালে যুক্তরাজ্যের ওয়াল্টহাম ক্রস শহরে গুগলের কেনা ১৩ হেক্টর জমির ওপর ওপর ডেটা সেন্টারটি তৈরি হবে। এটি লন্ডনের ১৫ মাইল দূরে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘এই নতুন ডেটা সেন্টার এআই এবং ক্লাউড সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।’
দেশের নতুন অবকাঠামো তৈরিতে বিশেষ করে প্রযুক্তি খাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্যের সরকার। গুগলের বিনিয়োগ সম্পর্কে সরকার বলেছে, এটি যুক্তরাজ্যের ওপর বিশাল আস্থার বহিঃপ্রকাশ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছে, গুগলের ১০০ কোটি বিনিয়োগ প্রমাণ করেছে যে, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাজ্যের উৎকর্ষের ও প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের কভেন্ট গার্ডেনের কাছে একটি কেন্দ্রীয় লন্ডন অফিস বিল্ডিং গুগল ক্রয় করে। কিংস ক্রসের কাছাকাছি আরেকটি জায়গা গুগল কিনে এটি একটি নতুন অফিস তৈরি করছে। যেখানে এর এআই কোম্পানি ডিপমাইন্ডও রয়েছে।
কিছুদিন আগে মাইক্রোসফট যুক্তরাজ্যে তিন বছর ধরে ৩২০ কোটি ডলার (২৫০ কোটি পাউন্ড) বিনিয়োগে ঘোষণা দেয়। সেই সঙ্গে ডেটা সেন্টারের ক্ষমতা ও এআইভিত্তিক সেবা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
যুক্তরাজ্যে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ায় ডেটা সেন্টার তৈরিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। বিশ্বব্যাপী গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের ডিজিটাল সার্ভিস যেমন–গুগল ক্লাউড, ওয়ার্কস্পেস (জিমেইল, ডকস, শিটস), ম্যাপস, সার্চ ইত্যাদি চালাতে সাহায্য করে এসব ডেটা সেন্টার।
২০২০ সালে যুক্তরাজ্যের ওয়াল্টহাম ক্রস শহরে গুগলের কেনা ১৩ হেক্টর জমির ওপর ওপর ডেটা সেন্টারটি তৈরি হবে। এটি লন্ডনের ১৫ মাইল দূরে অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, ‘এই নতুন ডেটা সেন্টার এআই এবং ক্লাউড সেবাগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।’
দেশের নতুন অবকাঠামো তৈরিতে বিশেষ করে প্রযুক্তি খাতে ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্যের সরকার। গুগলের বিনিয়োগ সম্পর্কে সরকার বলেছে, এটি যুক্তরাজ্যের ওপর বিশাল আস্থার বহিঃপ্রকাশ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছে, গুগলের ১০০ কোটি বিনিয়োগ প্রমাণ করেছে যে, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাজ্যের উৎকর্ষের ও প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের কভেন্ট গার্ডেনের কাছে একটি কেন্দ্রীয় লন্ডন অফিস বিল্ডিং গুগল ক্রয় করে। কিংস ক্রসের কাছাকাছি আরেকটি জায়গা গুগল কিনে এটি একটি নতুন অফিস তৈরি করছে। যেখানে এর এআই কোম্পানি ডিপমাইন্ডও রয়েছে।
কিছুদিন আগে মাইক্রোসফট যুক্তরাজ্যে তিন বছর ধরে ৩২০ কোটি ডলার (২৫০ কোটি পাউন্ড) বিনিয়োগে ঘোষণা দেয়। সেই সঙ্গে ডেটা সেন্টারের ক্ষমতা ও এআইভিত্তিক সেবা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
৪ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগে