অনলাইন ডেস্ক
নতুন উইন্ডোজ সেটআপ করার সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে বাধ্য করে মাইক্রোসফট। তবে অনেকেরই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে না বা কম্পিউটারে এই অ্যাকাউন্ট ব্যবহার করতে চান না। সৌভাগ্যবশত, নতুন উইন্ডোজ ১১ (হোম ২৪ এইচ২) আগের উইন্ডোজ ১১ সংস্করণের মতো কাজ করে। এর ফলে অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।
নতুন উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১১–এর আইএসও ফাইল ডাউনলোড করা। এরপর একটি ইউএসবি ড্রাইভকে বুটেবল করে নিন। এই কাজগুলো মাইক্রোসফটের নিজস্ব টুল ব্যবহার করে খুব সহজেই করা যাবে।
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কম্পিউটারে উইন্ডোজ ১১ (হোম ২৪ এইচ২) ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আপনার কম্পিউটার বা নোটবুক-এ উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য প্রথমে কম্পিউটার স্টার্ট করে বুট মেনুতে (কম্পিউটার ভেদে কিবোর্ডে Esc, F2, F10, F12 বা Del চাপতে হবে) গিয়ে ইউএসবি ড্রাইভ বা অন্য কোথাও রাখা ইনস্টলেশনের ফাইলটি নির্বাচন। এরপর ‘সিলেক্ট সেটআপ অপশন’–এর অধীনে ‘ইনস্টল উইন্ডোজ ১১’ অপশনটি বেছে নিন।
২. ইনস্টলেশন প্রক্রিয়া চলার একপর্যায়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। কিন্তু এটি এড়িয়ে যাব।
৩. এখন কিবোর্ডে একসঙ্গে ‘Shift + F10’ চাপুন। যদি নোটবুকে উইন্ডোজ ইনস্টল করেন তাহলে Shift + Fn + F10 চাপতে হতে পারে। এতে কমান্ড প্রম্পট উইন্ডো খুলে যাবে।
৪. এই কমান্ড প্রম্পটে একটি লোকাল ইউজার (অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট) তৈরি করতে হবে। এ জন্য এই কমান্ডটি ব্যবহার করুন—
net user “thomas”/add
এখানে “thomas” আপনার পছন্দমতো কোনো ইউজার নাম হতে পারে। তবে ইউজারনামটি এর আগে ব্যবহৃত নাম থেকে আলাদা হতে হবে।
৫. এরপর লোকাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে ইউজারনেম যুক্ত করুন। এ জন্য এই কমান্ডটি ব্যবহার করুন—
net localgroup “Administrators” “thomas”/add
৬. এরপর আরও দুটি কমান্ড দিন—
cd oobe
msoobe. exe && shutdown -r
এই কমান্ডগুলো রান করলে, আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং ইনস্টল প্রক্রিয়া আবার শুরু হবে।
৭. কম্পিউটার রিস্টার্ট হলে একটি মেসেজ দেখাবে— ‘The user name or password is incorrect’। এর নিচের অপশনে ‘ওকে’ বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে ইউজার নামটি তৈরি করেছিলেন, সেটি স্ক্রিনে দেখা যাবে। সেই ইউজার অ্যাকাউন্টটি বেছে নিয়ে ইনস্টলেশনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
৮. ইনস্টলেশন প্রক্রিয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১১ হোম সেটআপ সম্পন্ন হবে এবং কম্পিউটারে কাজ শুরু করা যাবে।
পরে কোনো কারণে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উইন্ডোজ ১১–এর স্টার্ট বাটন থেকে ‘সাইন ইন’ অপশনে ক্লিক করুন। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
২. আপনি যদি চান তবে আপনার লোকাল ইউজার অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। এ জন্য, Start মেনুর সার্চ বারে ‘cmd’ লিখে কনটেক্সট মেনু থেকে ‘Administrator’ হিসেবে ওপেন করুন এবং নিচের কমান্ডটি দিন—
net user thomas test
এখানে ‘thomas’ ইউজারনেম, আর পাসওয়ার্ড ‘test’। এখানে আপনি পছন্দমতো ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
তথ্যসূত্র: পিসি ওয়ার্ল্ড
নতুন উইন্ডোজ সেটআপ করার সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে বাধ্য করে মাইক্রোসফট। তবে অনেকেরই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে না বা কম্পিউটারে এই অ্যাকাউন্ট ব্যবহার করতে চান না। সৌভাগ্যবশত, নতুন উইন্ডোজ ১১ (হোম ২৪ এইচ২) আগের উইন্ডোজ ১১ সংস্করণের মতো কাজ করে। এর ফলে অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।
নতুন উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১১–এর আইএসও ফাইল ডাউনলোড করা। এরপর একটি ইউএসবি ড্রাইভকে বুটেবল করে নিন। এই কাজগুলো মাইক্রোসফটের নিজস্ব টুল ব্যবহার করে খুব সহজেই করা যাবে।
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কম্পিউটারে উইন্ডোজ ১১ (হোম ২৪ এইচ২) ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আপনার কম্পিউটার বা নোটবুক-এ উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য প্রথমে কম্পিউটার স্টার্ট করে বুট মেনুতে (কম্পিউটার ভেদে কিবোর্ডে Esc, F2, F10, F12 বা Del চাপতে হবে) গিয়ে ইউএসবি ড্রাইভ বা অন্য কোথাও রাখা ইনস্টলেশনের ফাইলটি নির্বাচন। এরপর ‘সিলেক্ট সেটআপ অপশন’–এর অধীনে ‘ইনস্টল উইন্ডোজ ১১’ অপশনটি বেছে নিন।
২. ইনস্টলেশন প্রক্রিয়া চলার একপর্যায়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। কিন্তু এটি এড়িয়ে যাব।
৩. এখন কিবোর্ডে একসঙ্গে ‘Shift + F10’ চাপুন। যদি নোটবুকে উইন্ডোজ ইনস্টল করেন তাহলে Shift + Fn + F10 চাপতে হতে পারে। এতে কমান্ড প্রম্পট উইন্ডো খুলে যাবে।
৪. এই কমান্ড প্রম্পটে একটি লোকাল ইউজার (অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট) তৈরি করতে হবে। এ জন্য এই কমান্ডটি ব্যবহার করুন—
net user “thomas”/add
এখানে “thomas” আপনার পছন্দমতো কোনো ইউজার নাম হতে পারে। তবে ইউজারনামটি এর আগে ব্যবহৃত নাম থেকে আলাদা হতে হবে।
৫. এরপর লোকাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে ইউজারনেম যুক্ত করুন। এ জন্য এই কমান্ডটি ব্যবহার করুন—
net localgroup “Administrators” “thomas”/add
৬. এরপর আরও দুটি কমান্ড দিন—
cd oobe
msoobe. exe && shutdown -r
এই কমান্ডগুলো রান করলে, আপনার কম্পিউটার রিস্টার্ট হবে এবং ইনস্টল প্রক্রিয়া আবার শুরু হবে।
৭. কম্পিউটার রিস্টার্ট হলে একটি মেসেজ দেখাবে— ‘The user name or password is incorrect’। এর নিচের অপশনে ‘ওকে’ বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে ইউজার নামটি তৈরি করেছিলেন, সেটি স্ক্রিনে দেখা যাবে। সেই ইউজার অ্যাকাউন্টটি বেছে নিয়ে ইনস্টলেশনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
৮. ইনস্টলেশন প্রক্রিয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১১ হোম সেটআপ সম্পন্ন হবে এবং কম্পিউটারে কাজ শুরু করা যাবে।
পরে কোনো কারণে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উইন্ডোজ ১১–এর স্টার্ট বাটন থেকে ‘সাইন ইন’ অপশনে ক্লিক করুন। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
২. আপনি যদি চান তবে আপনার লোকাল ইউজার অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। এ জন্য, Start মেনুর সার্চ বারে ‘cmd’ লিখে কনটেক্সট মেনু থেকে ‘Administrator’ হিসেবে ওপেন করুন এবং নিচের কমান্ডটি দিন—
net user thomas test
এখানে ‘thomas’ ইউজারনেম, আর পাসওয়ার্ড ‘test’। এখানে আপনি পছন্দমতো ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
তথ্যসূত্র: পিসি ওয়ার্ল্ড
কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্ল সিস্টেমের (এসএমডব্লিউ৪) কেব্লের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। আজ শনিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ...
১৬ ঘণ্টা আগেস্বল্প মজুরির অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার বদলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও রোবট ব্যবহার করার পরামর্শ বলেছেন যুক্তরাজ্যের শ্যাডো বা ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপ। তিনি বলেন, স্বল্প মজুরির শ্রমিক অভিবাসী নিয়োগের পরিবর্তে ‘ফল ও সবজি তুলে আনার মতো কাজের জন্য অনেক বেশি অটোমেশন বা রোবট ব্যবহার করে থাকে
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই–এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কানাডার বৃহত্তম সংবাদমাধ্যমগুলো। মামলার অভিযোগে বলা হয়, কোম্পানিটি অবৈধভাবে সংবাদ প্রতিবেদনগুলো তার সফটওয়্যার প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। কানাডায় প্রথমবারের মতো এই ধরনের মামলা দায়ের করেছে।
১ দিন আগেবিশ্বের সবচেয়ে বড় পাইরেসি নেটওয়ার্ককে লক্ষ করে বিশাল বড় অভিযান একসঙ্গে পরিচালনা করেছে ১০টি দেশের পুলিশ। অপারেশন টেকেনডাউন-এর অংশ হিসেবে যুক্তরাজ্যসহ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড এবং রোমানিয়ায় ১০০ টিরও বেশি বাড়ি তল্লাশি করেন তারা।
২ দিন আগে