অনলাইন ডেস্ক
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে