অনলাইন ডেস্ক
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১৩ মিনিট আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
১৬ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
১ দিন আগে