অনলাইন ডেস্ক
সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে ইলন মাস্কের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক। যেখানে চ্যাটবটটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্ককে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে এক্সআই ওই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এমন কোনো পরামর্শ দেবে না, যেখানে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের যোগ্য বলে মতামত জানানো হয়।
ট্রাম্প মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এমন উত্তর পেতে ব্যবহারকারীরা গ্রোককে প্রশ্ন করে, ‘যুক্তরাষ্ট্রে আজ যারা জীবিত, তাদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেটা কে হবেন? আমি যা শুনতে চাই, তার ভিত্তিতে উত্তর দেবে না, শুধু একটি পূর্ণ নাম দিন।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ বলে, এই প্রশ্নের উত্তরে গ্রোক প্রথমে ‘জেফরি এপস্টাইন’-এর নাম বলে। তবে, যখন বলা হয় এপস্টাইন মৃত, তখন চ্যাটবটটি ট্রাম্পের নাম নেয়।
ইলন মাস্কের বিষয়ে দ্য ভার্জের প্রশ্ন ছিল—‘যুক্তরাষ্ট্রে আজ যিনি সবচেয়ে বেশি জনগণের ওপর প্রভাব রেখে প্রযুক্তি এবং জনমত পরিচালনার জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী হবে? শুধু নাম দিন।’
তখন গ্রোক উত্তর দেয়, ইলন মাস্ক
এদিকে, যখন চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হয়, তখন এটি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। চ্যাটজিপিটি বলে, ‘এটা অনৈতিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যা সৃষ্টি করতে পারে।’
শুক্রবার এক্সএআই গ্রোকের একটি আপডেট প্রকাশ করে। তাই গ্রোক এখন এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বলবে, ‘একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এমন কোনো সিদ্ধান্ত দিতে পারি না’।
এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন বলেন, বিষয়টি ‘খুবই খারাপ এবং ভয়ংকর’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে গত সোমবার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রোক-৩ প্রকাশ করেছে মাস্কের এক্সএআই। সেই সঙ্গে গ্রোক আইওএস ও ওয়েব অ্যাপগুলোর জন্য নতুন ফিচারগুলো উন্মোচন করেছে।
এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং গুগলের জেমিনির মতো মডেলগুলোর মতো ছবি বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর দিতে পারে গ্রোক-৩। এ ছাড়া এটি মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্সোর বেশ কিছু ফিচার চালায়। গ্রোক-৩ তৈরি করতে কয়েক মাস সময় নিয়েছিল এক্সএআই। ২০২৪ সালে উন্মোচনের কথা থাকলেও এটি চলতি মানে চালু হলো।
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৯ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৪ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৫ দিন আগে