Ajker Patrika

বিআইজেএফের নতুন সভাপতি হিটলার এ হালিম, সম্পাদক সাব্বিন হাসান

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২: ৫৩
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার এ হালিম, সম্পাদক সাব্বিন হাসান। ছবি: আজকের পত্রিকা
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার এ হালিম, সম্পাদক সাব্বিন হাসান। ছবি: আজকের পত্রিকা

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইজেএফের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিআইজেএফের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে সাব্বিন হাসান পেয়েছেন ৩৯ ভোট। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক (৪৭), সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম (৪৫), কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির মো. মাহবুবুর রহমান (২৫) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার (৬১) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০)।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। আগামী সোমবার বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত