নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইজেএফের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিআইজেএফের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে সাব্বিন হাসান পেয়েছেন ৩৯ ভোট। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক (৪৭), সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম (৪৫), কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির মো. মাহবুবুর রহমান (২৫) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার (৬১) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০)।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। আগামী সোমবার বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইজেএফের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিআইজেএফের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে সাব্বিন হাসান পেয়েছেন ৩৯ ভোট। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক (৪৭), সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম (৪৫), কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির মো. মাহবুবুর রহমান (২৫) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার (৬১) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০)।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। আগামী সোমবার বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাফল্যের খাতায় আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন যোগ হয়েছে। মানব বিশেষজ্ঞদের চেয়ে আরও নির্ভুলভাবে স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের হুইস্কির গন্ধের পার্থক্য চিহ্নিত করতে সক্ষম হয়েছে এআই প্রযুক্তি। হুইস্কির অণু গঠনের ডেটার ভিত্তিতে এআই এখন জটিল গন্ধের পার্থক্যও বুঝতে পারে। এআইয়ের...
১৭ মিনিট আগেবহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, য
১৮ ঘণ্টা আগেযুদ্ধের কৌশল এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অনেকাংশে নির্ভরশীল। এই নতুন বাস্তবতায়, ইউক্রেনের হাতে রয়েছে একটি অমূল্য সম্পদ—ড্রোনের মাধ্যমে সংগৃহীত কোটি কোটি ঘণ্টার ভিডিও ফুটেজ। এই ডেটা এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে
২০ ঘণ্টা আগেবর্তমান যুগে একটি জনপ্রিয় অনুষঙ্গ হলো স্মার্টঘড়ি। শুধু খেলোয়াড়েরাই নয়, কর্মব্যস্ত থেকে ফ্যাশন সচেতন যে কেউ ঝুঁকছেন এই ঘড়ির দিকে। স্বাস্থ্য পর্যবেক্ষণের সহায়ক টুল হলেও এটি মানুষকে ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আনে যা ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য জানা যায়।
২১ ঘণ্টা আগে