অনলাইন ডেস্ক
কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গেমিং ও মিউজিক কম্পোজিশনের মতো নানা কাজে অনেকেই একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করে থাকেন। একাধিক মনিটর ব্যবহারের করে জটিল কাজ সহজ হয়। নতুন মনিটরের খরচ থেকে বাঁচাতে অব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়।
খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। তবে এই পদ্ধতি শুধু উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে।
যেভাবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাবেন
স্পেসডেস্ক, টুমন, স্প্ল্যাশটপ, সেকেন্ডস্ক্রিন ও সুপার ডিসপ্লের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানানো যায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলো ব্যক্তিগত তথ্য চুরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই শ্রেয়।
এই প্রতিবেদনে স্পেসডেস্কের উদাহরণ দেওয়া হয়েছে। এই ধরনের নিজের পছন্দের অ্যাপ দিয়েও অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাতে পারবেন। সে ক্ষেত্রেও নিচের ধাপগুলো কিছুটা মিলে যাবে।
১. কম্পিউটার ব্রাউজারে স্পেসডেস্ক সার্চ করুন। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিটের সংস্করণ অনুযায়ী কয়েকটি ডাউনলোড অপশন দেখা যাবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও বিট (৬৪ বিট বা ৩২ বিট) দেখে সফটওয়্যারটি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ২. স্পেসডেস্কের ডাউনলোড শেষ হলে এর ইনস্টলার ফাইলটিতে ক্লিক করুন। অ্যাপটি ইনস্টলের জন্য স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৩. এরপর আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের গুগল প্লে স্টোর থেকে স্পেসডেস্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এ জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে। এই অ্যাপটি আইপ্যাড ও আইফোনেও কাজ করে। ৪. অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করুন। তবে কম্পিউটার যে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্কের সঙ্গেই ট্যাবলেটকে যুক্ত করতে হবে।
৫. ট্যাবলেট ও কম্পিউটারে উভয়ে স্পেসডেস্ক অ্যাপটি চালু করুন।
৬. ট্যাবলেটে অ্যাপটি চালু করার পর একটি তালিকা দেখানো হবে। যেসব কম্পিউটার একই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেগুলোর নাম সেই তালিকায় থাকবে। তালিকা থেকে নিজের কম্পিউটারটি নির্বাচন করুন। ৭. নির্বাচন করার কিছু সময় পরই উইন্ডোজ ডেস্কটপের স্ক্রিনটি অ্যান্ড্রয়েড ট্যাবে দেখা যাবে।
ট্যাবলেটে স্ক্রিনের কতটুকু দেখতে চান তা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গেমিং ও মিউজিক কম্পোজিশনের মতো নানা কাজে অনেকেই একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করে থাকেন। একাধিক মনিটর ব্যবহারের করে জটিল কাজ সহজ হয়। নতুন মনিটরের খরচ থেকে বাঁচাতে অব্যবহৃত অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়।
খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যায়। তবে এই পদ্ধতি শুধু উইন্ডোজ ১১, উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করবে।
যেভাবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাবেন
স্পেসডেস্ক, টুমন, স্প্ল্যাশটপ, সেকেন্ডস্ক্রিন ও সুপার ডিসপ্লের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানানো যায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলো ব্যক্তিগত তথ্য চুরি করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই শ্রেয়।
এই প্রতিবেদনে স্পেসডেস্কের উদাহরণ দেওয়া হয়েছে। এই ধরনের নিজের পছন্দের অ্যাপ দিয়েও অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে দ্বিতীয় মনিটর বানাতে পারবেন। সে ক্ষেত্রেও নিচের ধাপগুলো কিছুটা মিলে যাবে।
১. কম্পিউটার ব্রাউজারে স্পেসডেস্ক সার্চ করুন। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিটের সংস্করণ অনুযায়ী কয়েকটি ডাউনলোড অপশন দেখা যাবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও বিট (৬৪ বিট বা ৩২ বিট) দেখে সফটওয়্যারটি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ২. স্পেসডেস্কের ডাউনলোড শেষ হলে এর ইনস্টলার ফাইলটিতে ক্লিক করুন। অ্যাপটি ইনস্টলের জন্য স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৩. এরপর আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের গুগল প্লে স্টোর থেকে স্পেসডেস্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এ জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে। এই অ্যাপটি আইপ্যাড ও আইফোনেও কাজ করে। ৪. অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করুন। তবে কম্পিউটার যে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্কের সঙ্গেই ট্যাবলেটকে যুক্ত করতে হবে।
৫. ট্যাবলেট ও কম্পিউটারে উভয়ে স্পেসডেস্ক অ্যাপটি চালু করুন।
৬. ট্যাবলেটে অ্যাপটি চালু করার পর একটি তালিকা দেখানো হবে। যেসব কম্পিউটার একই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত সেগুলোর নাম সেই তালিকায় থাকবে। তালিকা থেকে নিজের কম্পিউটারটি নির্বাচন করুন। ৭. নির্বাচন করার কিছু সময় পরই উইন্ডোজ ডেস্কটপের স্ক্রিনটি অ্যান্ড্রয়েড ট্যাবে দেখা যাবে।
ট্যাবলেটে স্ক্রিনের কতটুকু দেখতে চান তা কম্পিউটারের উইন্ডোজ সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
২ দিন আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৬ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৬ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৭ দিন আগে