অনলাইন ডেস্ক
অনেক দিন ব্যবহারের পর আইফোনের গতি কমে যেতে পারে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ও অতি দ্রুতগতির ইন্টারনেটের এই ফোন যদি দ্রুত কাজ না করে, তাহলে অনুভূতি কেমন বিরক্তিকর হতে পারে তা বোধ হয় বলার দরকার নেই। এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো র্যামের কিছু ডেটা খালি করা।
আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা র্যামে (র্যান্ডম অ্যাকসেস মেমোরি) লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে র্যাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়।
কিন্তু সরাসরি আইফোনের র্যাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়।
কখন আইফোনের র্যাম খালি করবেন
অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে র্যাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু র্যাম খালি করার দরকার নেই।
বেশির ভাগ ক্ষেত্রেই আইফোন নিজেই কিছু র্যাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। ম্যানুয়ালি র্যাম খালি করতে হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। কিছু মেমোরি খালি করলে আইফোনের কর্মক্ষমতা উন্নত হবে।
সফট রিসেট যেভাবে দেবেন
১. সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন।
২. যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন।
৩. আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
ম্যানুয়াল রিস্টার্ট যেভাবে দেবেন
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন ।
২. জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন।
৩. আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’ অপশনটি ড্র্যাগ করুন।
৪. আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
আইফোনের গতি বাড়াতে আরও যা করা যায়
১. যে অ্যাপগুলো অব্যবহৃত রয়েছে, তা আনইনস্টল করুন।
২. একসঙ্গে অনেক অ্যাপ খোলা থেকে বিরত থাকুন।
৩. নিয়মিত আইফোন রিস্টার্ট করুন।
৪. যদি এসব পদক্ষেপ নেওয়ার পরও আইফোনের সমস্যা হয়, তাহলে অ্যাপল বা অন্য কোনো ভালো সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যেতে হবে।
সূত্র: গ্যাজেটস নাও
অনেক দিন ব্যবহারের পর আইফোনের গতি কমে যেতে পারে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ও অতি দ্রুতগতির ইন্টারনেটের এই ফোন যদি দ্রুত কাজ না করে, তাহলে অনুভূতি কেমন বিরক্তিকর হতে পারে তা বোধ হয় বলার দরকার নেই। এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো র্যামের কিছু ডেটা খালি করা।
আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা র্যামে (র্যান্ডম অ্যাকসেস মেমোরি) লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে র্যাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়।
কিন্তু সরাসরি আইফোনের র্যাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়।
কখন আইফোনের র্যাম খালি করবেন
অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে র্যাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু র্যাম খালি করার দরকার নেই।
বেশির ভাগ ক্ষেত্রেই আইফোন নিজেই কিছু র্যাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। ম্যানুয়ালি র্যাম খালি করতে হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। কিছু মেমোরি খালি করলে আইফোনের কর্মক্ষমতা উন্নত হবে।
সফট রিসেট যেভাবে দেবেন
১. সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন।
২. যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন।
৩. আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
ম্যানুয়াল রিস্টার্ট যেভাবে দেবেন
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন ।
২. জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন।
৩. আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’ অপশনটি ড্র্যাগ করুন।
৪. আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
আইফোনের গতি বাড়াতে আরও যা করা যায়
১. যে অ্যাপগুলো অব্যবহৃত রয়েছে, তা আনইনস্টল করুন।
২. একসঙ্গে অনেক অ্যাপ খোলা থেকে বিরত থাকুন।
৩. নিয়মিত আইফোন রিস্টার্ট করুন।
৪. যদি এসব পদক্ষেপ নেওয়ার পরও আইফোনের সমস্যা হয়, তাহলে অ্যাপল বা অন্য কোনো ভালো সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যেতে হবে।
সূত্র: গ্যাজেটস নাও
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৭ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৯ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
৯ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৩ ঘণ্টা আগে