ডেস্ক রিপোর্ট
বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ ও পরিকল্পনাহীন নগরায়ণের ফলে বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ। মানুষের কারণেই যে পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, তার আরও একটি সংকেত পাওয়া গেল।
দ্রুতগতিতে বিশ্ব উষ্ণ হয়ে উঠছে। পরিবেশদূষণের মাধ্যমে মানুষ বিশ্বের তাপমাত্রা বাড়ার গতি আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে বিজ্ঞানীদের ধারণা, ২০৪০ সালের আগে আর্কটিক সাগরে কোনো বরফ থাকবে না! এমনকি এখন থেকেই যদি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নিঃসরণ বন্ধ করে দেওয়া হয়, তারপরও এই পরিণতি ঠেকানো যাবে না। সে ক্ষেত্রে সময়টা হবে আনুমানিক ২০৫০ সালের গ্রীষ্মকাল।
শীতকালে উত্তর মেরু সাগরের ওপর বরফ জমা হতে শুরু করে। গ্রীষ্মকালে তা আবার গলতে থাকে। সাধারণত সেপ্টেম্বর মাসে বরফ সবচেয়ে কম থাকে এবং তারপর শীতের আগমনে পুনরায় নতুন করে বরফ জমতে শুরু করে। ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে যেসব পরিবর্তন এসেছে, তা ‘নেচার’ ম্যাগাজিনের এক নতুন গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্রধান গবেষক ও দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সেউং কি মিন ও তাঁর গবেষক দল বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের জলবায়ু নমুনা মূল্যায়ন করার পর মত দেন, যখন গ্রীষ্মে উত্তর মেরু বরফশূন্য হয়ে পড়বে, তখন শীতকালে বরফ জমার গতি ধীর হয়ে যাবে।
বিশ্বব্যাপী জ্বালানি তেল পোড়ানোর বর্তমান হার এবং বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকলে এই পরিণতি ঠেকানোর আর কোনো উপায় থাকবে না। উল্টো সামনের দিনগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে উত্তর মেরু হয়তো ধারণার চেয়েও দ্রুত বরফহীন হয়ে পড়বে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইম, কমিউনিকেশনস
বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ ও পরিকল্পনাহীন নগরায়ণের ফলে বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ। মানুষের কারণেই যে পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, তার আরও একটি সংকেত পাওয়া গেল।
দ্রুতগতিতে বিশ্ব উষ্ণ হয়ে উঠছে। পরিবেশদূষণের মাধ্যমে মানুষ বিশ্বের তাপমাত্রা বাড়ার গতি আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে বিজ্ঞানীদের ধারণা, ২০৪০ সালের আগে আর্কটিক সাগরে কোনো বরফ থাকবে না! এমনকি এখন থেকেই যদি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নিঃসরণ বন্ধ করে দেওয়া হয়, তারপরও এই পরিণতি ঠেকানো যাবে না। সে ক্ষেত্রে সময়টা হবে আনুমানিক ২০৫০ সালের গ্রীষ্মকাল।
শীতকালে উত্তর মেরু সাগরের ওপর বরফ জমা হতে শুরু করে। গ্রীষ্মকালে তা আবার গলতে থাকে। সাধারণত সেপ্টেম্বর মাসে বরফ সবচেয়ে কম থাকে এবং তারপর শীতের আগমনে পুনরায় নতুন করে বরফ জমতে শুরু করে। ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে যেসব পরিবর্তন এসেছে, তা ‘নেচার’ ম্যাগাজিনের এক নতুন গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্রধান গবেষক ও দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সেউং কি মিন ও তাঁর গবেষক দল বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের জলবায়ু নমুনা মূল্যায়ন করার পর মত দেন, যখন গ্রীষ্মে উত্তর মেরু বরফশূন্য হয়ে পড়বে, তখন শীতকালে বরফ জমার গতি ধীর হয়ে যাবে।
বিশ্বব্যাপী জ্বালানি তেল পোড়ানোর বর্তমান হার এবং বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকলে এই পরিণতি ঠেকানোর আর কোনো উপায় থাকবে না। উল্টো সামনের দিনগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে উত্তর মেরু হয়তো ধারণার চেয়েও দ্রুত বরফহীন হয়ে পড়বে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইম, কমিউনিকেশনস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৬ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৭ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২০ ঘণ্টা আগে