অনলাইন ডেস্ক
আইফোন ১৬ সিরিজের অন্যতম চমক হলো অ্যাপলের নতুন ক্যামেরা বাটন। সিরিজটির প্রতিটি মডেলেই এই বাটন যুক্ত করা হয়েছে। নতুন বাটনটি কীভাবে কাজ করে তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। বাটনটি দ্রুত ছবি তোলার পাশাপাশি ক্যামেরা বিভিন্ন মোড স্বাচ্ছন্দ্যে পরিবর্তন করা যায়। এটি শুধু শাটর বাটন হিসেবেই কাজ করবেন না ক্যামেরা অ্যাপের বিভিন্ন ফিচার এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
বাহ্যিক বাটন ব্যবহার করে ক্যামেরার শাটার চালু করা কোনো নতুন ধারণা নয়। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ চালু করে এর ভলিউম কন্ট্রোল বাটন টিপলেই ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। তবে আইফোনের নতুন বাটনটি আরও বাড়তি কিছু সুবিধা দেবে।
আইফোন ১৬ এর ক্যামেরা বাটনটি কোনো সাধারণ বাটন বা বোতাম নয়। এর একটি ক্যাপসিটিভ পৃষ্ঠ রয়েছে, যা স্পর্শ ও বিভিন্ন গেসচার শনাক্ত করতে পারে।
বাটনটি যেভাবে কাজ করবে
আইফোনের ক্যামেরা কন্ট্রোল একটি ফিজিকাল বাটন যা চাপলে কিছুটা ডেবে যায়। তবে এতে হ্যাপটিক টাচ প্রতিক্রিয়াও রয়েছে, অনেকটা ম্যাকবুকের টাচপ্যাডের মতো। বাটনের পৃষ্ঠটি একটি মসৃণ ক্যাপাসিটিভ সারফেইস যা ব্যবহারকারীর আঙুলের নড়াচড়া সাড়া দেয়। বোতামটিতে হালকাভাবে চাপলে স্ক্রিনের ওপর একটি ওভারলে বা ছোট মেনু দেখা যাবে।
ফোনের লক না খুলেই ক্যামেরা অ্যাপ চালু করুন
ক্যামেরা বাটনে চাপ দিলে আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ খুলে যাবে। এটি খুবই দ্রুত গতির একটি প্রক্রিয়া। আর বাটনটি ফোনের এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ফোন ধরার সময় স্বাভাবিকভাবে আঙুল চলে যায়। তাই বাটনটি খুব সহজেই ব্যবহার করা যাবে। ছবি তোলার শুধু ক্যামেরা বাটনে আঙুল দিয়ে চাপ দিতে হবে। আর ভিডিও ধারণের জন্য বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে।
পাশাপাশি ভবিষ্যতে সফটওয়্যার আপডেটে হালকা চাপ দিয়ে বোতামটি চেপে ধরে রাখলে ফোকাস লক করার ফিচার দেখা দিতে পারে। বেশির ভাগ আধুনিক ক্যামেরায় শাটার বোতামে ‘হাফ প্রেস’বা অর্ধেক চেপে এ কাজটি করা যায়।
জুম ও ক্যামেরা বদলানো
কন্ট্রোলের সবচেয়ে বড় সুবিধা হল স্ক্রিনজুড়ে আঙুল না ঘুড়িয়ে অনেক ফিচার একই বাটনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। বাটনটিতে হালকা চাপ দিলে স্ক্রিনে একটি স্লাইডার দেখা যাবে। এর মাধ্যমে ক্যামেরা জুম করে ফ্রেম ছোট বড় করা যাবে। এরপর আঙুল সামনে পেছনে নিয়েই জুম অ্যাডজাস্ট করা যাবে।
ক্যামেরা বাটনের ওপর দুবার টাচ করলে বিভিন্ন ক্যামেরা অপশনসহ একটি স্ক্রিন ওভারলে দেখা যাবে। ওভারলে থেকে ক্যামেরার বিভিন্ন অপশন দেখা যাবে। যেমন আলট্রা ওয়াইড ক্যামেরা, টেলিফটো ক্যামেরা।
এক্সপোজার এবং ডেপথ নিয়ন্ত্রণ
ক্যামেরা বাটনে দ্রুত দুবার টাচ করলে স্ক্রিনে যে ওভারলে দেখা যাবে সেখানে এক্সপোজার এবং ডেপথ অপশনও থাকবে। তবে আইফোনের সব ক্যামেরায় অ্যাপারচার নির্দিষ্ট করে দেওয়া থাকে। ফলে এই অপশন থেকে পোর্ট্রেইট মোডের ‘সিমুলেটেড অ্যাপারচার’ শুধু ঠিক করা যাবে। এ ছাড়া এ ক্যামেরা ছবির বিষয়বস্তু শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে ডেপথ-এর তথ্য ধারণ করবে।
ছবি তোলার স্টাইল নির্বাচন
ছবি তোলার স্টাইলগুলোকে এবার নতুনভাবে সাজিয়েছে অ্যাপল। শুধু স্টক ফিল্টার হিসেবে না রেখে সেগুলো এডিট করারও সুযোগ এনেছে কোম্পানিটি। ফলে ফিল্টারগুলো সেটিংস পরিবর্তন করে সেগুলো নিজের মতো ব্যবহার করা যাবে। আর ক্যামেরা কন্ট্রোল বাটনের মাধ্যমে স্টাইল বা ফিল্টারও বেছে নেওয়া যাবে।
ভিডিও ধারণ
ছবি তোলার পাশাপাশি এই বাটনের মাধ্যমে ভিডিও ধারণ করা যাবে। ভিডিওর রেজল্যুশন ও ফ্রেম রেটও এই বাটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বাটনটি থার্ড পার্টি অ্যাপের ক্যামেরার সঙ্গে কীভাবে কাজ করবে তা তুলে ধরেছে অ্যাপল।
এআই ফিচার নিয়ন্ত্রণ
আইফোন ১৬ সিরিজে এবার অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। ক্যামেরার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপল ইনটেলিজেন্স ফিচারও এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
আইফোন লক থাকা অবস্থায় এই বাটন চেপে ধরে রাখলে ক্যামেরা অ্যাপ চালু হয়। এই মোডে ছবি তুললে অ্যাপল ইনটেলিজেন্স ছবিতে যা আছে তা অনলাইনে খুঁজে দেবে। যেমন: কোনো রেস্টুরেন্টের ছবি তুললে সেই রেস্তোরাঁ সম্পর্কে বিভিন্ন তথ্য স্ক্রিনে হাজির হয়ে যাবে। এ ছাড়া রাস্তায় চলতে চলতে কোনো কুকুরের ছবি তুললেও কুকুরটির জাত সম্পর্কে যাবতীয় তথ্য অ্যাপল ইন্টেলিজেন্স দেবে।
তথ্যসূত্র: সিনেট
আইফোন ১৬ সিরিজের অন্যতম চমক হলো অ্যাপলের নতুন ক্যামেরা বাটন। সিরিজটির প্রতিটি মডেলেই এই বাটন যুক্ত করা হয়েছে। নতুন বাটনটি কীভাবে কাজ করে তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। বাটনটি দ্রুত ছবি তোলার পাশাপাশি ক্যামেরা বিভিন্ন মোড স্বাচ্ছন্দ্যে পরিবর্তন করা যায়। এটি শুধু শাটর বাটন হিসেবেই কাজ করবেন না ক্যামেরা অ্যাপের বিভিন্ন ফিচার এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
বাহ্যিক বাটন ব্যবহার করে ক্যামেরার শাটার চালু করা কোনো নতুন ধারণা নয়। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ চালু করে এর ভলিউম কন্ট্রোল বাটন টিপলেই ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। তবে আইফোনের নতুন বাটনটি আরও বাড়তি কিছু সুবিধা দেবে।
আইফোন ১৬ এর ক্যামেরা বাটনটি কোনো সাধারণ বাটন বা বোতাম নয়। এর একটি ক্যাপসিটিভ পৃষ্ঠ রয়েছে, যা স্পর্শ ও বিভিন্ন গেসচার শনাক্ত করতে পারে।
বাটনটি যেভাবে কাজ করবে
আইফোনের ক্যামেরা কন্ট্রোল একটি ফিজিকাল বাটন যা চাপলে কিছুটা ডেবে যায়। তবে এতে হ্যাপটিক টাচ প্রতিক্রিয়াও রয়েছে, অনেকটা ম্যাকবুকের টাচপ্যাডের মতো। বাটনের পৃষ্ঠটি একটি মসৃণ ক্যাপাসিটিভ সারফেইস যা ব্যবহারকারীর আঙুলের নড়াচড়া সাড়া দেয়। বোতামটিতে হালকাভাবে চাপলে স্ক্রিনের ওপর একটি ওভারলে বা ছোট মেনু দেখা যাবে।
ফোনের লক না খুলেই ক্যামেরা অ্যাপ চালু করুন
ক্যামেরা বাটনে চাপ দিলে আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ খুলে যাবে। এটি খুবই দ্রুত গতির একটি প্রক্রিয়া। আর বাটনটি ফোনের এমন জায়গায় রাখা হয়েছে যেখানে ফোন ধরার সময় স্বাভাবিকভাবে আঙুল চলে যায়। তাই বাটনটি খুব সহজেই ব্যবহার করা যাবে। ছবি তোলার শুধু ক্যামেরা বাটনে আঙুল দিয়ে চাপ দিতে হবে। আর ভিডিও ধারণের জন্য বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে।
পাশাপাশি ভবিষ্যতে সফটওয়্যার আপডেটে হালকা চাপ দিয়ে বোতামটি চেপে ধরে রাখলে ফোকাস লক করার ফিচার দেখা দিতে পারে। বেশির ভাগ আধুনিক ক্যামেরায় শাটার বোতামে ‘হাফ প্রেস’বা অর্ধেক চেপে এ কাজটি করা যায়।
জুম ও ক্যামেরা বদলানো
কন্ট্রোলের সবচেয়ে বড় সুবিধা হল স্ক্রিনজুড়ে আঙুল না ঘুড়িয়ে অনেক ফিচার একই বাটনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। বাটনটিতে হালকা চাপ দিলে স্ক্রিনে একটি স্লাইডার দেখা যাবে। এর মাধ্যমে ক্যামেরা জুম করে ফ্রেম ছোট বড় করা যাবে। এরপর আঙুল সামনে পেছনে নিয়েই জুম অ্যাডজাস্ট করা যাবে।
ক্যামেরা বাটনের ওপর দুবার টাচ করলে বিভিন্ন ক্যামেরা অপশনসহ একটি স্ক্রিন ওভারলে দেখা যাবে। ওভারলে থেকে ক্যামেরার বিভিন্ন অপশন দেখা যাবে। যেমন আলট্রা ওয়াইড ক্যামেরা, টেলিফটো ক্যামেরা।
এক্সপোজার এবং ডেপথ নিয়ন্ত্রণ
ক্যামেরা বাটনে দ্রুত দুবার টাচ করলে স্ক্রিনে যে ওভারলে দেখা যাবে সেখানে এক্সপোজার এবং ডেপথ অপশনও থাকবে। তবে আইফোনের সব ক্যামেরায় অ্যাপারচার নির্দিষ্ট করে দেওয়া থাকে। ফলে এই অপশন থেকে পোর্ট্রেইট মোডের ‘সিমুলেটেড অ্যাপারচার’ শুধু ঠিক করা যাবে। এ ছাড়া এ ক্যামেরা ছবির বিষয়বস্তু শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে ডেপথ-এর তথ্য ধারণ করবে।
ছবি তোলার স্টাইল নির্বাচন
ছবি তোলার স্টাইলগুলোকে এবার নতুনভাবে সাজিয়েছে অ্যাপল। শুধু স্টক ফিল্টার হিসেবে না রেখে সেগুলো এডিট করারও সুযোগ এনেছে কোম্পানিটি। ফলে ফিল্টারগুলো সেটিংস পরিবর্তন করে সেগুলো নিজের মতো ব্যবহার করা যাবে। আর ক্যামেরা কন্ট্রোল বাটনের মাধ্যমে স্টাইল বা ফিল্টারও বেছে নেওয়া যাবে।
ভিডিও ধারণ
ছবি তোলার পাশাপাশি এই বাটনের মাধ্যমে ভিডিও ধারণ করা যাবে। ভিডিওর রেজল্যুশন ও ফ্রেম রেটও এই বাটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বাটনটি থার্ড পার্টি অ্যাপের ক্যামেরার সঙ্গে কীভাবে কাজ করবে তা তুলে ধরেছে অ্যাপল।
এআই ফিচার নিয়ন্ত্রণ
আইফোন ১৬ সিরিজে এবার অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। ক্যামেরার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপল ইনটেলিজেন্স ফিচারও এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
আইফোন লক থাকা অবস্থায় এই বাটন চেপে ধরে রাখলে ক্যামেরা অ্যাপ চালু হয়। এই মোডে ছবি তুললে অ্যাপল ইনটেলিজেন্স ছবিতে যা আছে তা অনলাইনে খুঁজে দেবে। যেমন: কোনো রেস্টুরেন্টের ছবি তুললে সেই রেস্তোরাঁ সম্পর্কে বিভিন্ন তথ্য স্ক্রিনে হাজির হয়ে যাবে। এ ছাড়া রাস্তায় চলতে চলতে কোনো কুকুরের ছবি তুললেও কুকুরটির জাত সম্পর্কে যাবতীয় তথ্য অ্যাপল ইন্টেলিজেন্স দেবে।
তথ্যসূত্র: সিনেট
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৩৯ মিনিট আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে