Ajker Patrika

টুইটার কেনার চুক্তি নিয়ে তদন্তের আওতায় ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৫: ৫৭
টুইটার কেনার চুক্তি নিয়ে তদন্তের আওতায় ইলন মাস্ক

ইলন মাস্কের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তির বিষয়টি ফেডারেল তদন্তের অধীনে রয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে ইলনকে চুক্তির কোন কোন সুনির্দিষ্ট বিষয়ের জন্য তদন্তের আওয়ার আনা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টুইটার জানিয়েছে, তারা মাসের পর মাস ইলন মাস্কের আইনজীবীদের ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছিল, কিন্তু ইলনের আইনজীবীরা তা করেননি। তাই ডেলাওয়্যার বিচারককে ইলনের আইনজীবীদের নথি সংগ্রহ করার আদেশ দিতে অনুরোধ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে ইলনের আইনজীবীরা বিশেষ সুবিধার একটি তালিকা পাঠায়, যেখানে বলা হয়েছে, তদন্তের প্রয়োজনে টেসলা তাদের সব নথি প্রদর্শনে বাধ্য থাকবে না। গত ১৩ মে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পাঠানো এক খসড়া ই-মেইল এবং ফেডারেল ট্রেড কমিশনের কাছে পাঠানো একটি স্লাইড প্রেজেন্টেশনেও এই সুবিধার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

ইলনের বিরুদ্ধে করা মামলা সম্পর্কে টুইটার কর্তৃপক্ষ বলেছে, ‘টেসলার এই লুকোচুরি খেলা শিগগিরই বন্ধ করতে হবে।’

আগামী ১৭ অক্টোবর ইলনের বিরুদ্ধে করা টুইটারের মামলাটি আদালতে উঠবে। এ ব্যাপারে মাস্কের আইনজীবীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত