Ajker Patrika

নতুন বছরে গুগল ক্রোমের নতুন সংস্করণ, ব্যবহার করতে পারবেন না যারা 

প্রযুক্তি ডেস্ক
নতুন বছরে গুগল ক্রোমের নতুন সংস্করণ, ব্যবহার করতে পারবেন না যারা 

নতুন বছরের শুরুতেই ‘গুগল ক্রোম’ ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে নতুন সংস্করণটি অনেক ব্যবহারকারীই পাবেন না। পাশাপাশি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ চালিত ল্যাপটপগুলোতে গুগল ক্রোমের নতুন আপডেটও পাওয়া যাবে না।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানায়, চলতি মাস থেকেই উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হয়ে যাচ্ছে। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেড করে নিতে হবে।

গুগল আরও জানায়, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে সর্বশেষ সংস্করণ হিসেবে ‘ক্রোম ১০৯’ সমর্থন করবে। আসন্ন ক্রোম সংস্করণ অর্থাৎ গুগল ক্রোম ১১০-এর জন্য প্রয়োজন হবে উইন্ডোজ ১০ বা ১১ অপারেটিং সিস্টেম।

নতুন ক্রোম আপডেট পেতে হলে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে তাঁর ডিভাইসে উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ রয়েছে। তবে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেমের কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীরা এখনো তাঁদের ডিভাইসে গুগল ক্রোমের আগের সংস্করণ ব্যবহার করতে পারবেন। অবশ্য নতুন কোনো আপডেট তাঁরা পাবেন না। এ কারণে ক্রোম আপডেট এবং এর সিকিউরিটি আপডেট পেতে ওই ব্যবহারকারীদের উইন্ডোজ আপগ্রেড অথবা নতুন ল্যাপটপ কেনার পরামর্শ দিয়েছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত