Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ২ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করছে ভিনফাস্ট

প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রে ২ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করছে ভিনফাস্ট

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে একটি কারখানা তৈরি করতে প্রাথমিকভাবে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভিয়েতনামের অটোমেকার ভিনফাস্ট। যেখানে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারিসহ বাস, স্পোর্টস ইউটিলিটি যানবাহন তৈরি করা হবে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভিনগ্রুপের এই ইউনিট যুক্তরাষ্ট্রের এই কারখানায় মোট ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। কারখানার নির্মাণকাজ এ বছর শুরু হলেও ২০২৪ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। 

তা ছাড়া এই প্ল্যান্টে প্রাথমিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ৫০ হাজার ইউনিট হবে বলে জানিয়েছে ভিনফাস্ট। ভিনগ্রুপের ভাইস চেয়ার এবং ভিনফাস্ট গ্লোবাল সিইও নগুয়েন থি থু থুই বলেছেন, এ কারখানা চালু হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভিনফাস্টের পণ্য অনেকটাই সুলভ মূল্যে পাওয়া যাবে। যা গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করবে। 

অন্যদিকে ভিনফাস্টের এই উদ্যোগ নিজের অর্থনৈতিক কৌশলের এক উদাহরণ দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভিনফাস্টের এই বিনিয়োগ দেশটিতে নতুন করে ৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জিএম, ফোর্ড, সিমেন্স-এর মতো প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে। ফলে নাগরিকদের জন্য নতুন করে চাকরির বাজার উন্মুক্ত হচ্ছে। 

 ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রির অর্ধেক গাড়ি বৈদ্যুতিক হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাইডেন প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত