Ajker Patrika

ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৮: ৫৭
ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশনা

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার পুনরায় চালুর জন্য আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। 

আজ বৃহস্পতিবার মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। 

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন জায়গায় ক্যাশ সার্ভারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলো মেরামত করা হয়েছে। সেগুলো রিওপেন করার জন্য আমরা মৌখিকভাবে আইআইজি এবং আইএসপিদের নির্দেশনা দিয়েছি।’ 

সংশ্লিষ্টরা জানান, ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের জোগান বাড়ানো হয়। গুগলের ক্যাশ সার্ভারগুলো পুনরায় চালু হলে ইউটিউব ব্যবহার করা যাবে। তবে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভারের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 

পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। এরপর গতকাল বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে চালু হয় এই সেবা। তবে ব্রডব্যান্ড চালু হলেও ধীর গতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত