Ajker Patrika

জেমিনি এআই ব্যবহার করা যাবে গুগল মেসেজেও 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৫: ৪১
জেমিনি এআই ব্যবহার করা যাবে গুগল মেসেজেও 

গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট। 

গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।

বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে। 
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।

কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন। 

মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।

জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল। 

তথ্যসূত্র:স্যামমোবাইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত