প্রযুক্তি ডেস্ক
একটি জনপ্রিয় গান আছে এ দেশে, ‘হাওয়ার ওপর চলে গাড়ি/ লাগে না পেট্রোল ডিজেল/ মানুষ একটা দুই চাকার সাইকেল?।’ এই গান ও সাইকেলের রূপ বদলে দিয়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশে চলছে বৈদ্যুতিক সাইকেল ভাইরিবাস ট্রাইক। ভারসাম্য রক্ষার দক্ষতার অভাবে যাঁরা সাইকেল চালাতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো, বৈদ্যুতিক এ সাইকেল চালানো বেশ সহজ। কারণ, এই সাইকেল চলবে তিন চাকায়।
ভাইরিবাস ট্রাইক সাইকেলে রয়েছে ৩৫ভি ১০এএইচ ব্যাটারি। এটি পুরো চার্জ হতে সময় নেবে ৪ থেকে ৬ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ২৫০ ওয়াট মোটর। এর হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পুরো চার্জে টানা ৩০ কিলোমিটার চালানো যাবে এই তিন চাকার সাইকেল। ঘণ্টায় ১৫ কিলোমিটার চলতে পারে মাত্র ৩২ কেজি ওজনের এই সাইকেল। এটি ২৪ ও ২৬ ইঞ্চি–এই দুই আকারে পাওয়া যায়। ভাইরিবাস ট্রাইক সাইকেল শহুরে যাতায়াতের জন্য উপযোগী। তবে এর আছে মালামাল বহন করার অতিরিক্ত সুবিধা। আরাম করে পা রাখার জন্য রয়েছে থাম্ব থ্রটেল। সাইকেলটির সঙ্গে আছে সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে।
মোটরসাইকেল ও স্কুটারের মতো এর সামনেও রয়েছে এলইডি হেডলাইট। তিন চাকার এই বৈদ্যুতিক সাইকেল ছয়টি রঙে পাওয়া যাবে। এরই মধ্যে এটি ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বা বাংলাদেশ থেকে চাইলে বিভিন্ন ই-কমার্স সাইটে অর্ডার করে কেনা যাবে সাইকেলটি। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ হাজার টাকা।
সূত্র: গিজমোচায়না, ওমেন্স ওয়ার্ল্ড
একটি জনপ্রিয় গান আছে এ দেশে, ‘হাওয়ার ওপর চলে গাড়ি/ লাগে না পেট্রোল ডিজেল/ মানুষ একটা দুই চাকার সাইকেল?।’ এই গান ও সাইকেলের রূপ বদলে দিয়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশে চলছে বৈদ্যুতিক সাইকেল ভাইরিবাস ট্রাইক। ভারসাম্য রক্ষার দক্ষতার অভাবে যাঁরা সাইকেল চালাতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো, বৈদ্যুতিক এ সাইকেল চালানো বেশ সহজ। কারণ, এই সাইকেল চলবে তিন চাকায়।
ভাইরিবাস ট্রাইক সাইকেলে রয়েছে ৩৫ভি ১০এএইচ ব্যাটারি। এটি পুরো চার্জ হতে সময় নেবে ৪ থেকে ৬ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ২৫০ ওয়াট মোটর। এর হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পুরো চার্জে টানা ৩০ কিলোমিটার চালানো যাবে এই তিন চাকার সাইকেল। ঘণ্টায় ১৫ কিলোমিটার চলতে পারে মাত্র ৩২ কেজি ওজনের এই সাইকেল। এটি ২৪ ও ২৬ ইঞ্চি–এই দুই আকারে পাওয়া যায়। ভাইরিবাস ট্রাইক সাইকেল শহুরে যাতায়াতের জন্য উপযোগী। তবে এর আছে মালামাল বহন করার অতিরিক্ত সুবিধা। আরাম করে পা রাখার জন্য রয়েছে থাম্ব থ্রটেল। সাইকেলটির সঙ্গে আছে সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে।
মোটরসাইকেল ও স্কুটারের মতো এর সামনেও রয়েছে এলইডি হেডলাইট। তিন চাকার এই বৈদ্যুতিক সাইকেল ছয়টি রঙে পাওয়া যাবে। এরই মধ্যে এটি ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বা বাংলাদেশ থেকে চাইলে বিভিন্ন ই-কমার্স সাইটে অর্ডার করে কেনা যাবে সাইকেলটি। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ হাজার টাকা।
সূত্র: গিজমোচায়না, ওমেন্স ওয়ার্ল্ড
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
১ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
৩ ঘণ্টা আগেইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
৪ ঘণ্টা আগে