অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে টিকটকের মতো ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফিচার চালু করল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। এ তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
এর আগে শুধু যুক্তরাষ্ট্রে ফিচারটি চালু করে প্ল্যাটফর্মটি। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাইরে ভারত, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নতুন ফিচারটি দেখতে পেয়েছে টেকক্রাঞ্চ। এক্সের একজন মুখপাত্রও জানিয়েছেন, ভার্টিক্যাল ভিডিও ফরম্যাট ধীরে ধীরে চালু করা হচ্ছে। তবে এটি প্রথমে আইওএস অ্যাপে দেখা যাবে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ফিচারটি দেখতে পারবে।
এক্স অ্যাপে গ্রোক এক্সএআই বাটনের পাশে একটি নতুন ট্যাব যুক্ত হয়েছে। ট্যাবটি থেকে এ ধরনের ভিডিও দেখা যাবে।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। পুনরায় চালু হলেও আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিন সময় পেয়েছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে সাময়িক সময়ের জন্য চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। আর এই সুযোগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে হঠাৎ করেই নতুন ভিডিও ট্যাব চালু করেছে এক্স। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের কিছু নিয়ন্ত্রণ মার্কিন কোনো সংস্থাকে সঁপে দিতে পারে মূল কোম্পানি বাইটড্যান্স।
কয়েকটি অল্প ভিডিও স্ক্রল করার পর বিজ্ঞাপনও দেখাচ্ছে নতুন ফিচারটি। এর মাধ্যমে ভিডিও কনটেন্টের সঙ্গে ব্যবহারকারীদের সম্পৃক্ত রেখে অতিরিক্ত আয় করতে পারছে কোম্পানিটি। এটি ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কগুলোর একটি সাধারণ কৌশল।
প্ল্যাটফর্মে ভিডিও ফিচার আরও আকর্ষণীয় করার ওপর বেশ মনোযোগ দিচ্ছে এক্স। গত বছর, প্ল্যাটফর্মটি একটি স্বতন্ত্র টিভি অ্যাপ চালু করেছিল, যেখানে ক্রিয়েটর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও প্রদর্শন করা হয়। ২০২২ সালে এক্স ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে টাইমলাইনে থাকা একটি ভিডিওতে ট্যাপ করে ওপরে সোয়াইপ করে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলো স্ক্রল করা যেত।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টানতে টিকটকের মতো ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রামও। গত সপ্তাহে শনিবার মোসেরি আরও জানান যে, ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক। সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
বিশ্বজুড়ে টিকটকের মতো ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফিচার চালু করল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। এ তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
এর আগে শুধু যুক্তরাষ্ট্রে ফিচারটি চালু করে প্ল্যাটফর্মটি। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাইরে ভারত, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নতুন ফিচারটি দেখতে পেয়েছে টেকক্রাঞ্চ। এক্সের একজন মুখপাত্রও জানিয়েছেন, ভার্টিক্যাল ভিডিও ফরম্যাট ধীরে ধীরে চালু করা হচ্ছে। তবে এটি প্রথমে আইওএস অ্যাপে দেখা যাবে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ফিচারটি দেখতে পারবে।
এক্স অ্যাপে গ্রোক এক্সএআই বাটনের পাশে একটি নতুন ট্যাব যুক্ত হয়েছে। ট্যাবটি থেকে এ ধরনের ভিডিও দেখা যাবে।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। পুনরায় চালু হলেও আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিন সময় পেয়েছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে সাময়িক সময়ের জন্য চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। আর এই সুযোগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে হঠাৎ করেই নতুন ভিডিও ট্যাব চালু করেছে এক্স। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের কিছু নিয়ন্ত্রণ মার্কিন কোনো সংস্থাকে সঁপে দিতে পারে মূল কোম্পানি বাইটড্যান্স।
কয়েকটি অল্প ভিডিও স্ক্রল করার পর বিজ্ঞাপনও দেখাচ্ছে নতুন ফিচারটি। এর মাধ্যমে ভিডিও কনটেন্টের সঙ্গে ব্যবহারকারীদের সম্পৃক্ত রেখে অতিরিক্ত আয় করতে পারছে কোম্পানিটি। এটি ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কগুলোর একটি সাধারণ কৌশল।
প্ল্যাটফর্মে ভিডিও ফিচার আরও আকর্ষণীয় করার ওপর বেশ মনোযোগ দিচ্ছে এক্স। গত বছর, প্ল্যাটফর্মটি একটি স্বতন্ত্র টিভি অ্যাপ চালু করেছিল, যেখানে ক্রিয়েটর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও প্রদর্শন করা হয়। ২০২২ সালে এক্স ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে টাইমলাইনে থাকা একটি ভিডিওতে ট্যাপ করে ওপরে সোয়াইপ করে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলো স্ক্রল করা যেত।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টানতে টিকটকের মতো ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রামও। গত সপ্তাহে শনিবার মোসেরি আরও জানান যে, ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক। সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
২৫ মিনিট আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
৫ ঘণ্টা আগে