প্রযুক্তি ডেস্ক
স্মার্টওয়াচ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে লাইফস্টাইল অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান মলিফে। এবার তারা নতুন একটি উদ্যোগ নিয়েছে। তারা বাজারে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন নতুন স্মার্টওয়াচ এনেছে।
নতুন এই স্মার্টওয়াচটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ভয়েস কল সুবিধা। এই স্মার্টওয়াচটির মাধ্যমে ফোনকলের উত্তর দেওয়া যাবে। এজন্য স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মাইক্রোফোন, স্পিকার এবং একটি ডায়াল প্যাড রয়েছে।
স্মার্টওয়াচটির ওজন ৬০ গ্রাম। স্মার্টওয়াচটি মলিফেওয়ার্ল্ড ডটকম ও অ্যামাজনে পাওয়া যাবে। বাজার মূল্য ৫ হাজার ১০০ থেকে ৯ হাজার টাকার মধ্যে। নীল ও কালো এই দুই রঙে স্মার্টওয়াচটি কেনা যাবে।
স্মার্টওয়াচটিতে ২২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহারের কারণে টানা চারদিন ওয়ার্কিং টাইম ও ২৫ থেকে ৩০ দিন স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। পাশাপাশি থাকছে রক্তে অক্সিজেনের পরিমাপক এসপিওটু ট্র্যাকার সুবিধা, ডায়নামিক হার্টরেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক নানারকম সুবিধা পাওয়া যাবে এই স্মার্টওয়াচ থেকে। এছাড়াও এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর করে থাকে।
এই স্মার্টওয়াচে সাতটি স্পোর্টস মুড রয়েছে। আইপি ৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফায়েড হওয়ায় পানির ঝাপটা, বালি কিংবা ব্যায়ামের সময় ঘামের সংস্পর্শে এলেও এই স্মার্টওয়াচের কোনো ক্ষতি হবে না।
স্মার্টওয়াচ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে লাইফস্টাইল অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান মলিফে। এবার তারা নতুন একটি উদ্যোগ নিয়েছে। তারা বাজারে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন নতুন স্মার্টওয়াচ এনেছে।
নতুন এই স্মার্টওয়াচটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ভয়েস কল সুবিধা। এই স্মার্টওয়াচটির মাধ্যমে ফোনকলের উত্তর দেওয়া যাবে। এজন্য স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মাইক্রোফোন, স্পিকার এবং একটি ডায়াল প্যাড রয়েছে।
স্মার্টওয়াচটির ওজন ৬০ গ্রাম। স্মার্টওয়াচটি মলিফেওয়ার্ল্ড ডটকম ও অ্যামাজনে পাওয়া যাবে। বাজার মূল্য ৫ হাজার ১০০ থেকে ৯ হাজার টাকার মধ্যে। নীল ও কালো এই দুই রঙে স্মার্টওয়াচটি কেনা যাবে।
স্মার্টওয়াচটিতে ২২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহারের কারণে টানা চারদিন ওয়ার্কিং টাইম ও ২৫ থেকে ৩০ দিন স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। পাশাপাশি থাকছে রক্তে অক্সিজেনের পরিমাপক এসপিওটু ট্র্যাকার সুবিধা, ডায়নামিক হার্টরেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক নানারকম সুবিধা পাওয়া যাবে এই স্মার্টওয়াচ থেকে। এছাড়াও এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর করে থাকে।
এই স্মার্টওয়াচে সাতটি স্পোর্টস মুড রয়েছে। আইপি ৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফায়েড হওয়ায় পানির ঝাপটা, বালি কিংবা ব্যায়ামের সময় ঘামের সংস্পর্শে এলেও এই স্মার্টওয়াচের কোনো ক্ষতি হবে না।
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৯ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৪ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৫ দিন আগে