অ্যান্ড্রয়েড ১৫-তে আসছে যেসব ফিচার

টি এইচ মাহির
Thumbnail image

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। প্রতিবছর এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এ বছর বাজারে আসবে অ্যান্ড্রয়েড ১৫। নতুন এই সংস্করণের নাম ‘ভ্যানিলা আইসক্রিম’। অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ ১১ এপ্রিল এর প্রথম বেটা সংস্করণ বাজারে ছাড়ে। আর ১৮ জুলাই বাজারে আসে এর চতুর্থ বেটা সংস্করণ। যেকোনো দিন অ্যান্ড্রয়েড ১৫ ‘ফাইনাল রিলিজের’ ঘোষণা আসবে। কী কী সুবিধা থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে?

স্যাটেলাইট নেটওয়ার্ক
অ্যান্ড্রয়েড ১৫-তে চালু হতে পারে স্যাটেলাইট নেটওয়ার্ক। এর ফলে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে। মূলত এখানে বার্তা প্রেরণের কাজটি করবে স্যাটেলাইট সংযোগ। তাই নতুন সংস্করণে এসএমএস অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। গুগলের পিক্সেল নাইনে সবার আগে আসতে পারে এই ফিচার।

নির্দিষ্ট স্ক্রিন শেয়ারিং
স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে আংশিক স্ক্রিন রেকর্ড কিংবা শেয়ারিং করার ফিচার আসবে অ্যান্ড্রয়েড ১৫-তে। অনলাইন মিটিংয়ে স্ক্রিন শেয়ার করার সময় চাইলে পপআপে আসা ব্যক্তিগত মেসেজ কিংবা নোটিফিকেশন চাইলে লুকানো যাবে। স্ক্রিন শেয়ারিংয়ের সময় লগইন ওটিপি এবং পাসওয়ার্ড শেয়ার বন্ধ করা যাবে।

প্রাইভেট স্পেস
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে প্রাইভেট স্পেস নামে একটি অপশন যুক্ত হবে স্মার্টফোনে। যেখানে সংবেদনশীল অ্যাপ, যেমন ব্যাংকিং অ্যাপ, স্বাস্থ্য তথ্যের অ্যাপ ইত্যাদি রাখা যাবে। মোবাইল ফোনের বাকি অ্যাপগুলো থেকে পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আলাদাভাবে এখানে সুরক্ষিত রাখা যাবে ওই অ্যাপগুলো। লক থাকা অবস্থায় অ্যাপগুলোর নোটিফিকেশন, মেসেজ দেখা যাবে না।

অডিও শেয়ারিং
অডিও শেয়ারিং নামে নতুন একটি ফিচার যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫-তে। এই ফিচারের মাধ্যমে মোবাইল ফোনের অডিও শেয়ার করা যাবে ব্লুটুথের মাধ্যমে। ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা ইয়ারবাড বা মোবাইল ফোনে অডিও শেয়ারিং করা যাবে। কিউআর কোড দিয়েও শেয়ার করা যাবে এটি।

অ্যাপ আর্কাইভ
অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে অ্যান্ড্রয়েড ১৫-তে। হ্যান্ড সেটে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপ ডিলিট না করে আর্কাইভ করে রাখা যাবে এ ফিচারের মাধ্যমে। এগুলো ভবিষ্যতে আবারও ব্যবহার করা যাবে।

থিফ প্রোটেকশন
ফোন চুরি ঠেকাতে আরও সুরক্ষিত ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ১৫-তে। কেউ মোবাইল ফোন চুরি করলে বা কেড়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে। চুরি বা ছিনিয়ে নেওয়া হয়েছে সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে লক চালু হবে মোবাইল ফোনে। আবার দূর থেকেও লক করা যাবে মোবাইল ফোন। 

বড় পর্দার মাল্টি টাস্কিং
অ্যান্ড্রয়েড ১৫ দিয়ে ট্যাব, প্যাড বা ভাঁজ করা যায় এমন মোবাইল ফোনগুলোতে মাল্টি টাস্কিং করা যাবে আরও সহজে। একসঙ্গে একাধিক অ্যাপ পেয়ার করে সেভ করে রাখা যাবে পরবর্তী সময়ে কাজের জন্য। আবার টাস্কবারে পিন করেও রাখা যাবে উইন্ডোজের মতো।
এসব ফিচার ছাড়াও আরও কিছু ছোটখাটো ফিচার যুক্ত হবে নতুন অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। যেমন ফোনের অডিও সামঞ্জস্য রাখতে সিটিএ ২০৭৫ সমর্থিত লাউডনেস কন্ট্রোল। আবার পিডিএফ ব্যবস্থা আরও উন্নত করা হবে এতে। এর মাধ্যমে ব্যাটারির ব্যবহার সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।

তথ্যসূত্র: ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড অথরিটি ডট কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত