Ajker Patrika

গুগল ড্রাইভের ডিলিট হওয়া ফাইল ফিরে পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
গুগল ড্রাইভের ডিলিট হওয়া ফাইল ফিরে পাবেন যেভাবে

অনেক সময় গুগল ড্রাইভে অপ্রয়োজনীয় ছবি ও ডকুমেন্টে ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই। তবে গুগল ড্রাইভ থেকে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার করা যায়। এজন্য মাত্র কয়েক মিনিট ব্যয় করতে হয়। 

কম্পিউটার ও স্মার্টফোন থেকে গুগল ড্রাইভের ডিলিট হওয়া ফাইল উদ্ধার করা যায়। 

কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে 
১. পছন্দের ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান। 
২. নিজের অ্যাকাউন্টে সাইন ইন করুন। 
৩. বাম দিকের মেনু থেকে ‘ট্র্যাশ’ অপশন নির্বাচন করুন। 
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন। 
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন। 
৬. এখন ‘রিস্টোর’ অপশনটিতে ক্লিক করুন। এতে ফাইলটি ড্রাইভের আগের জায়গায় ফিরে যাবে। 
স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে চাইলে ফাইলের ওপর রাইট ক্লিক করে ‘ডিলিট ফরএভার’ অপশন নির্বাচন করুন। আর সম্পূর্ণ ট্র্যাশ ফোল্ডার ফাঁকা করতে ‘এম্পটি ট্র্যাশ’ বাটনে ক্লিক করুন। 

স্মার্টফোন থেকে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার করবেন যেভাবে 
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে গুগল ড্রাইভ অ্যাপ খুলুন। 
২. ওপরের বাম কোনায় থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। 
৩. তারপর ‘ট্র্যাশ’ বা ‘বিন’ অপশনে নির্বাচন করুন। 
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন। 
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন। 
৬. এখন ‘মোর অপশনস’ (তিনটি ডট) বাটনে ট্যাপ করুন। 
৭. এরপর ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করুন। কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন। 
অ্যাপ থেকেও সব ফাইল একেবারে মুছে ফেলা যায়। 

গুগল ড্রাইভে ডিলিট হওয়া ফাইল সম্পর্কে আরও কিছু তথ্য 
ট্র্যাশে ফাইলের মেয়াদ: ট্র্যাশে থাকা ফাইলগুলো ৩০ দিন পর স্থায়ীভাবে মুছে যায়, তাই সময়মতো পুনরুদ্ধার করতে হয়। 
শেয়ারকৃত ফাইল: যদি ফাইলটি আপনার সঙ্গে কেউ শেয়ার করা থাকে এবং তা আপনি মুছে ফেলেন, তবে ফাইলটি স্থায়ীভাবে মুছে গেলে অপরজনকে আবার শেয়ার করতে বলুন। 

এসব পদ্ধতি অনুসরণ করে সহজেই গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল ফিরে পেতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত