অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডকুমেন্ট ফিচার’ যুক্ত করছে ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম। ফিচারটির মাধ্যমে এআইকে নির্দেশনা দিলে অনলাইন মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা ডকুমেন্ট হিসেবে টুকে রাখবে প্ল্যাটফর্মটি। গত সোমবার (৫ জুলাই) ফিচারটি চালু করে কোম্পানিটি।
জুম ডকুমেন্ট বা ডকসের মাধ্যমে ব্যবহারকারীরা মিটিংয়ে সমস্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আরও সহজে ফাইল শেয়ার করতে পারবে। সেই সঙ্গে ফাইলগুলোতে বিভিন্ন বিষয় লিখতে বা সম্পাদনা করতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে।
গত বছর অনুষ্ঠিত বার্ষিক ‘জুমটপিয়া’ ইভেন্টের সময় এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। ডকুমেন্ট ফিচারটিতে জুমের এআই সহযোগীকে মিটিংয়ের তথ্য টুকে রাখতে, টেবিল ও চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে।
সেই সঙ্গে মিটিংয়ে নির্ধারিত কাজ ও প্রক্রিয়াগুলো অনুসরণ করতে সাহায্য করবে।
এক ব্লগ পোস্টে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, জুম ডকুমেন্ট হলো প্রথম জুম ওয়ার্ক প্লেস পণ্য যার জেনারেটিভ এআই একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে। এটি অনায়াসে জুম মিটিং থেকে তথ্যকে কার্যকরী নথি ও জ্ঞানের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারে। যাতে মিটিংয়ের সদস্যরা কাজে মনোনিবেশ করতে পারে।
তিনি আরও বলেন, জুম ওয়ারর্কপ্লেসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফিচারটি গ্রাহকদের কাছে আরও বেশি মূল্যবান। প্রতিটি কাজে এআই সহযোগী থাকবে এর মাধ্যমে জুম ডক্স মানুষকে ‘খুশি মনে কাজ’ করার ও তাদের দিনের সময় বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ডকুমেন্ট ফিচারের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দেবে জুম। কোম্পানিটি দুটি আগে থেকে তাদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়াইরড বলে, গুগল ওয়ার্কপ্লেসে ৩০০ কোটিরও বেশি ও মাইক্রোসফট টিমের ৩২ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
জুমের নতুন ফিচারটি ‘ওর্য়াকপ্লেস’ প্যাকেজে রয়েছে। এই প্যাকেজের জন্য প্রতি মাসে ১৪ থেকে ১৯ ডলার খরচ হয়। অপরদিকে মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ব্যবহারের জন্য প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হয় ও জেমিনি ব্যবহারের জন্য প্রতি মাসে যথাক্রমে ২০ থেকে ৩০ ডলার খরচ করতে হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, মাইক্রোসফট ও গুগলের ডকুমেন্ট ও এআই ফিচারের প্যাকেজে পরিবর্তন করে অনেকেই জুমের প্যাকেজ ব্যবহার করবেন। কারণ ইতিমধ্যে অনেকেই অফিসের মিটিংয়ের জন্য জুম ব্যবহার করেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডকুমেন্ট ফিচার’ যুক্ত করছে ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম। ফিচারটির মাধ্যমে এআইকে নির্দেশনা দিলে অনলাইন মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা ডকুমেন্ট হিসেবে টুকে রাখবে প্ল্যাটফর্মটি। গত সোমবার (৫ জুলাই) ফিচারটি চালু করে কোম্পানিটি।
জুম ডকুমেন্ট বা ডকসের মাধ্যমে ব্যবহারকারীরা মিটিংয়ে সমস্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আরও সহজে ফাইল শেয়ার করতে পারবে। সেই সঙ্গে ফাইলগুলোতে বিভিন্ন বিষয় লিখতে বা সম্পাদনা করতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে।
গত বছর অনুষ্ঠিত বার্ষিক ‘জুমটপিয়া’ ইভেন্টের সময় এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। ডকুমেন্ট ফিচারটিতে জুমের এআই সহযোগীকে মিটিংয়ের তথ্য টুকে রাখতে, টেবিল ও চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দেওয়া যাবে।
সেই সঙ্গে মিটিংয়ে নির্ধারিত কাজ ও প্রক্রিয়াগুলো অনুসরণ করতে সাহায্য করবে।
এক ব্লগ পোস্টে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, জুম ডকুমেন্ট হলো প্রথম জুম ওয়ার্ক প্লেস পণ্য যার জেনারেটিভ এআই একদম শূন্য থেকে তৈরি করা হয়েছে। এটি অনায়াসে জুম মিটিং থেকে তথ্যকে কার্যকরী নথি ও জ্ঞানের ভিত্তিতে সাজিয়ে লিখতে পারে। যাতে মিটিংয়ের সদস্যরা কাজে মনোনিবেশ করতে পারে।
তিনি আরও বলেন, জুম ওয়ারর্কপ্লেসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফিচারটি গ্রাহকদের কাছে আরও বেশি মূল্যবান। প্রতিটি কাজে এআই সহযোগী থাকবে এর মাধ্যমে জুম ডক্স মানুষকে ‘খুশি মনে কাজ’ করার ও তাদের দিনের সময় বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ডকুমেন্ট ফিচারের মাধ্যমে গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দেবে জুম। কোম্পানিটি দুটি আগে থেকে তাদের পণ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়াইরড বলে, গুগল ওয়ার্কপ্লেসে ৩০০ কোটিরও বেশি ও মাইক্রোসফট টিমের ৩২ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
জুমের নতুন ফিচারটি ‘ওর্য়াকপ্লেস’ প্যাকেজে রয়েছে। এই প্যাকেজের জন্য প্রতি মাসে ১৪ থেকে ১৯ ডলার খরচ হয়। অপরদিকে মাইক্রোসফট কোপাইলট ৩৬৫ ব্যবহারের জন্য প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হয় ও জেমিনি ব্যবহারের জন্য প্রতি মাসে যথাক্রমে ২০ থেকে ৩০ ডলার খরচ করতে হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, মাইক্রোসফট ও গুগলের ডকুমেন্ট ও এআই ফিচারের প্যাকেজে পরিবর্তন করে অনেকেই জুমের প্যাকেজ ব্যবহার করবেন। কারণ ইতিমধ্যে অনেকেই অফিসের মিটিংয়ের জন্য জুম ব্যবহার করেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে