অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করতে আর ওপেনএআইয়ের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তবে এই সুবিধা শুধু চ্যাটজিপিটির বিনামূল্যে প্ল্যানের জন্য প্রযোজ্য। ওপেনএআইয়ের সাবস্ক্রিপশনভিত্তিক মডেল ডাল–ই ৩ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
নতুন এই সুবিধা সম্পর্কে এক ব্লগ পোস্টে ওপেনএআই বলে, ‘এআই এর ক্ষমতা সম্পর্কে আগ্রহী যে কারও কাছে এআইকে অ্যাকসেসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এটি চালু করছি।’
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি প্রথম চালু হওয়ার পর প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি ওপেনএআই অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হয়েছে আগ্রহীদের। চ্যাটবটটি প্রচুর জনপ্রিয়তা পায় ও প্ল্যাটফর্মটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেবার মধ্যে একটি। পরবর্তীতে কোম্পানিটি ডাল–ই ৩ সহ আরও উন্নত মডেলের পণ্যগুলো অ্যাকসেস করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করেছে। ব্যবহারকারীদের চ্যাট ইতিহাস সংরক্ষণ, পর্যালোচনা, চ্যাট শেয়ার ও ভয়েস কথোপকথনের জন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়।
১৮৫টি দেশজুড়ে ১০ কোটি ব্যবহারকারী প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করে বলে ওপেনএআই দাবি করে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েবের মতে, ফেব্রুয়ারি মাসে আনুমানিক ১৬০ কোটি মানুষ চ্যাটজিপিটিতে প্রবেশ করে। গুগলের জেমিনি উন্মোচনের পরেও সবচেয়ে বেশি ব্যবহৃত এআই চ্যাটবট হল—চ্যাটজিপিটি। তবে গত বছরে মে মাস থেকে এর ব্যবহার কিছুটা কমে যায়।
ওপেনএআই বলছে, কনটেন্টের নিরাপত্তার জন্য বিস্তৃত পরিসরে নির্দেশনামূলক টেক্সট ব্লক করা হয়েছে। তবে কোন ধরনের টেক্সটগুলো ব্লক করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে চ্যাটজিপিটি। তবে এই ডেটা ব্যবহার বন্ধ করার অপশনও প্ল্যাটফর্মটিতে রয়েছে। ব্যবহারকারীরা পছন্দমতো অপশন চালু বা বন্ধ করা যায়। অ্যাকাউন্ট তৈরি না করেও এই অপশন ব্যবহার করা যাবে।
মানুষের কণ্ঠ নকল করার নতুন ফিচার ‘ভয়েস ইঞ্জিন’ নিয়ে এসেছে ওপেনএআই। আবার টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ভিডিও তৈরি মডেল ‘সোরা’–ও নিয়ে এসেছে কোম্পানিটি। যদিও এই মডেল এখন কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। আর এগুলোর ব্যবহারের জন্য ওপেনএআইয়ের অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করতে আর ওপেনএআইয়ের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তবে এই সুবিধা শুধু চ্যাটজিপিটির বিনামূল্যে প্ল্যানের জন্য প্রযোজ্য। ওপেনএআইয়ের সাবস্ক্রিপশনভিত্তিক মডেল ডাল–ই ৩ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
নতুন এই সুবিধা সম্পর্কে এক ব্লগ পোস্টে ওপেনএআই বলে, ‘এআই এর ক্ষমতা সম্পর্কে আগ্রহী যে কারও কাছে এআইকে অ্যাকসেসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এটি চালু করছি।’
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি প্রথম চালু হওয়ার পর প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি ওপেনএআই অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হয়েছে আগ্রহীদের। চ্যাটবটটি প্রচুর জনপ্রিয়তা পায় ও প্ল্যাটফর্মটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেবার মধ্যে একটি। পরবর্তীতে কোম্পানিটি ডাল–ই ৩ সহ আরও উন্নত মডেলের পণ্যগুলো অ্যাকসেস করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করেছে। ব্যবহারকারীদের চ্যাট ইতিহাস সংরক্ষণ, পর্যালোচনা, চ্যাট শেয়ার ও ভয়েস কথোপকথনের জন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়।
১৮৫টি দেশজুড়ে ১০ কোটি ব্যবহারকারী প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করে বলে ওপেনএআই দাবি করে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েবের মতে, ফেব্রুয়ারি মাসে আনুমানিক ১৬০ কোটি মানুষ চ্যাটজিপিটিতে প্রবেশ করে। গুগলের জেমিনি উন্মোচনের পরেও সবচেয়ে বেশি ব্যবহৃত এআই চ্যাটবট হল—চ্যাটজিপিটি। তবে গত বছরে মে মাস থেকে এর ব্যবহার কিছুটা কমে যায়।
ওপেনএআই বলছে, কনটেন্টের নিরাপত্তার জন্য বিস্তৃত পরিসরে নির্দেশনামূলক টেক্সট ব্লক করা হয়েছে। তবে কোন ধরনের টেক্সটগুলো ব্লক করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে চ্যাটজিপিটি। তবে এই ডেটা ব্যবহার বন্ধ করার অপশনও প্ল্যাটফর্মটিতে রয়েছে। ব্যবহারকারীরা পছন্দমতো অপশন চালু বা বন্ধ করা যায়। অ্যাকাউন্ট তৈরি না করেও এই অপশন ব্যবহার করা যাবে।
মানুষের কণ্ঠ নকল করার নতুন ফিচার ‘ভয়েস ইঞ্জিন’ নিয়ে এসেছে ওপেনএআই। আবার টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ভিডিও তৈরি মডেল ‘সোরা’–ও নিয়ে এসেছে কোম্পানিটি। যদিও এই মডেল এখন কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। আর এগুলোর ব্যবহারের জন্য ওপেনএআইয়ের অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।
তথ্যসূত্র: দ্য ভার্জ
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৮ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে