অনলাইন ডেস্ক
একজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয় অনেকেই। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করলে যে কেউ আপনার প্রোফাইলে শুনলে পছন্দের গানটির শিরোনাম দেখতে পারবে। আর তার ওপর ক্লিক বা ট্যাপ করলে তা শুনতেও পারবে।
খুব সহজে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে ফেসবুকের প্রোফাইলে গান যুক্ত করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাপটি চালু করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ খুলতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের বাঁদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আইওএসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ‘এডিট পাবলিক ডিটেলেইস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুর নিচের দিকে থাকা ‘এডিট ইউওর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন। ফলে আরেকটি মেনু চালু হবে।
৫. মেনুর নিচে দিকে স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘+’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজ থেকে পছন্দের মতো মিউজিক সার্চ করুন বা কোনো গানের নাম লিখে সার্চ দিয়ে তা নির্বাচন করুন।
৮. গানের ওপর ট্যাপ করলেই নির্বাচন হয়ে যাবে।
৯. এখন বাঁ পাশের তীর চিহ্ন ব্যবহার করে পেছনের দিকে ফিরে যেতে হবে। নির্বাচিত গানটি এই পেজে দেখা যাবে।
১০. নির্বাচিত গানটির পাশে থাকা তিন ডট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এরপর নিচের ছোট মেনু থেকে ‘পিন টু প্রোফাইল’ বাটনে ট্যাপ করতে হবে।
এর মাধ্যমে পছন্দের বা গান মিউজিক ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত হবে।
প্রোফাইল থেকে মিউজিক সরাবেন যেভাবে
খুব সহজেই প্রোফাইল থেকে গানটি মুছেও ফেলা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওপরের নির্দেশনা অনুযায়ী নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
২. প্রোফাইল থাকা গানটির পাশে থাকা তিন ডট–আইকোনে ট্যাপ করুন। এখান থেকে সুবিধা অনুযায়ী তিনটি অপশন নির্বাচন করতে পারেন।
রিপ্লেস সং: এর মাধ্যমে বিদ্যমান গানটি পরিবর্তন করে অন্য গান যুক্ত করতে পারবেন।
আনপিন ফ্রম প্রোফাইল: এর মাধ্যমে প্রোফাইলে গানটি আর পিন করা থাকবে না।
ডিলিট সং ফ্রম প্রোফাইল: গানটি একেবারে প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে।
একজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয় অনেকেই। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করলে যে কেউ আপনার প্রোফাইলে শুনলে পছন্দের গানটির শিরোনাম দেখতে পারবে। আর তার ওপর ক্লিক বা ট্যাপ করলে তা শুনতেও পারবে।
খুব সহজে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে ফেসবুকের প্রোফাইলে গান যুক্ত করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাপটি চালু করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ খুলতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের বাঁদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আইওএসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ‘এডিট পাবলিক ডিটেলেইস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুর নিচের দিকে থাকা ‘এডিট ইউওর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন। ফলে আরেকটি মেনু চালু হবে।
৫. মেনুর নিচে দিকে স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘+’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজ থেকে পছন্দের মতো মিউজিক সার্চ করুন বা কোনো গানের নাম লিখে সার্চ দিয়ে তা নির্বাচন করুন।
৮. গানের ওপর ট্যাপ করলেই নির্বাচন হয়ে যাবে।
৯. এখন বাঁ পাশের তীর চিহ্ন ব্যবহার করে পেছনের দিকে ফিরে যেতে হবে। নির্বাচিত গানটি এই পেজে দেখা যাবে।
১০. নির্বাচিত গানটির পাশে থাকা তিন ডট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এরপর নিচের ছোট মেনু থেকে ‘পিন টু প্রোফাইল’ বাটনে ট্যাপ করতে হবে।
এর মাধ্যমে পছন্দের বা গান মিউজিক ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত হবে।
প্রোফাইল থেকে মিউজিক সরাবেন যেভাবে
খুব সহজেই প্রোফাইল থেকে গানটি মুছেও ফেলা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওপরের নির্দেশনা অনুযায়ী নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
২. প্রোফাইল থাকা গানটির পাশে থাকা তিন ডট–আইকোনে ট্যাপ করুন। এখান থেকে সুবিধা অনুযায়ী তিনটি অপশন নির্বাচন করতে পারেন।
রিপ্লেস সং: এর মাধ্যমে বিদ্যমান গানটি পরিবর্তন করে অন্য গান যুক্ত করতে পারবেন।
আনপিন ফ্রম প্রোফাইল: এর মাধ্যমে প্রোফাইলে গানটি আর পিন করা থাকবে না।
ডিলিট সং ফ্রম প্রোফাইল: গানটি একেবারে প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে।
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৯ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৪ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৫ দিন আগে