অনলাইন ডেস্ক
একজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয় অনেকেই। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করলে যে কেউ আপনার প্রোফাইলে শুনলে পছন্দের গানটির শিরোনাম দেখতে পারবে। আর তার ওপর ক্লিক বা ট্যাপ করলে তা শুনতেও পারবে।
খুব সহজে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে ফেসবুকের প্রোফাইলে গান যুক্ত করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাপটি চালু করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ খুলতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের বাঁদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আইওএসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ‘এডিট পাবলিক ডিটেলেইস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুর নিচের দিকে থাকা ‘এডিট ইউওর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন। ফলে আরেকটি মেনু চালু হবে।
৫. মেনুর নিচে দিকে স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘+’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজ থেকে পছন্দের মতো মিউজিক সার্চ করুন বা কোনো গানের নাম লিখে সার্চ দিয়ে তা নির্বাচন করুন।
৮. গানের ওপর ট্যাপ করলেই নির্বাচন হয়ে যাবে।
৯. এখন বাঁ পাশের তীর চিহ্ন ব্যবহার করে পেছনের দিকে ফিরে যেতে হবে। নির্বাচিত গানটি এই পেজে দেখা যাবে।
১০. নির্বাচিত গানটির পাশে থাকা তিন ডট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এরপর নিচের ছোট মেনু থেকে ‘পিন টু প্রোফাইল’ বাটনে ট্যাপ করতে হবে।
এর মাধ্যমে পছন্দের বা গান মিউজিক ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত হবে।
প্রোফাইল থেকে মিউজিক সরাবেন যেভাবে
খুব সহজেই প্রোফাইল থেকে গানটি মুছেও ফেলা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওপরের নির্দেশনা অনুযায়ী নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
২. প্রোফাইল থাকা গানটির পাশে থাকা তিন ডট–আইকোনে ট্যাপ করুন। এখান থেকে সুবিধা অনুযায়ী তিনটি অপশন নির্বাচন করতে পারেন।
রিপ্লেস সং: এর মাধ্যমে বিদ্যমান গানটি পরিবর্তন করে অন্য গান যুক্ত করতে পারবেন।
আনপিন ফ্রম প্রোফাইল: এর মাধ্যমে প্রোফাইলে গানটি আর পিন করা থাকবে না।
ডিলিট সং ফ্রম প্রোফাইল: গানটি একেবারে প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে।
একজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয় অনেকেই। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করলে যে কেউ আপনার প্রোফাইলে শুনলে পছন্দের গানটির শিরোনাম দেখতে পারবে। আর তার ওপর ক্লিক বা ট্যাপ করলে তা শুনতেও পারবে।
খুব সহজে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে ফেসবুকের প্রোফাইলে গান যুক্ত করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাপটি চালু করুন।
২. এখন নিজের প্রোফাইল পেজ খুলতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের বাঁদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আইওএসের ক্ষেত্রে ডান পাশের নিচের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইল পেজ চালু হলে ‘এডিট পাবলিক ডিটেলেইস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনুর নিচের দিকে থাকা ‘এডিট ইউওর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন। ফলে আরেকটি মেনু চালু হবে।
৫. মেনুর নিচে দিকে স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘+’ বাটনে ট্যাপ করুন।
৭. পরের পেজ থেকে পছন্দের মতো মিউজিক সার্চ করুন বা কোনো গানের নাম লিখে সার্চ দিয়ে তা নির্বাচন করুন।
৮. গানের ওপর ট্যাপ করলেই নির্বাচন হয়ে যাবে।
৯. এখন বাঁ পাশের তীর চিহ্ন ব্যবহার করে পেছনের দিকে ফিরে যেতে হবে। নির্বাচিত গানটি এই পেজে দেখা যাবে।
১০. নির্বাচিত গানটির পাশে থাকা তিন ডট বাটনে ট্যাপ করতে হবে।
১১. এরপর নিচের ছোট মেনু থেকে ‘পিন টু প্রোফাইল’ বাটনে ট্যাপ করতে হবে।
এর মাধ্যমে পছন্দের বা গান মিউজিক ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত হবে।
প্রোফাইল থেকে মিউজিক সরাবেন যেভাবে
খুব সহজেই প্রোফাইল থেকে গানটি মুছেও ফেলা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওপরের নির্দেশনা অনুযায়ী নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
২. প্রোফাইল থাকা গানটির পাশে থাকা তিন ডট–আইকোনে ট্যাপ করুন। এখান থেকে সুবিধা অনুযায়ী তিনটি অপশন নির্বাচন করতে পারেন।
রিপ্লেস সং: এর মাধ্যমে বিদ্যমান গানটি পরিবর্তন করে অন্য গান যুক্ত করতে পারবেন।
আনপিন ফ্রম প্রোফাইল: এর মাধ্যমে প্রোফাইলে গানটি আর পিন করা থাকবে না।
ডিলিট সং ফ্রম প্রোফাইল: গানটি একেবারে প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে।
হ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
৭ ঘণ্টা আগেচলতি বছরের অন্তত তিনটি মিড–রেঞ্জ বা মাঝারি বাজেটের ট্যাবলেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং। তবে এর মধ্যেই আসন্ন গ্যালাক্সি ট্যাবলেটগুলোর প্রসেসর (চিপসেট) সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে।
১৭ ঘণ্টা আগেএক দশকেরও বেশি সময় ধরে সার্চ ইঞ্জিন বাজারে ৯০ শতাংশ শেয়ার ছিল গুগলের দখলে। তবে ২০২৪ সালের শেষ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রথমবারের মতো ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। অপরদিকে এই বাজারে মাইক্রোসফটের শেয়ার দ্বিগুণ হয়েছে।
১৮ ঘণ্টা আগেইউটিউব ভিডিও ও সার্চ ফলাফলে ফ্যাক্ট চেকিং ফিচার যুক্ত করবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবহিত করল টেক জায়ান্ট গুগল। ইইউ–এর নতুন আইন অনুসারে এই ধরনের প্ল্যাটফর্মে ফ্যাক্ট চেকিং ফিচার যোগ করা বাধ্যতামূলক হলেও, এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করবে না কোম্পানিটি। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাকস
১ দিন আগে