ক্যামেরায় ত্রুটি: ২ লাখ বৈদ্যুতিক গাড়ি বাজার থেকে তুলে নেবে টেসলা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪: ৩০
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫: ৩১

ক্যামেরায় ত্রুটির জন্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নেবে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। সফটওয়্যার ত্রুটির জন্য ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যা গাড়ি ঘোরানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য টেসলার এস, এক্স ও ওয়াই মডেলের গাড়িগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। 

টেসলা বলছে, ২০২৩ সালে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। তাই প্রত্যাহার করা গাড়ির সংখ্যা হবে বার্ষিক উৎপাদনের ১০ শতাংশের বেশি। এসব গাড়ির সবগুলোতেই ‘ফুল সেলফ ড্রাইভিং’ (মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে) কম্পিউটার ৪.০ ফিচার যুক্ত আছে। এগুলোতে ২০২৩.৪৪.৩০ থেকে ২০২৩.৪৪. ৩০.৬ বা ২০২৩.৪৪. ১০০ সংস্করণের সফটওয়্যার আছে। টেসলার গাড়ির গ্রাহকেরা কোন সংস্করণ ব্যবহার করছেন তা নিরীক্ষা করে দেখতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এনএইচটিএসএ বলছে, এই ত্রুটি সংশোধনে কোম্পানিটি ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট চালু করেছে। 

গত বছরের ডিসেম্বরেই সমস্যাটি ধরা পড়ে। এ বছরের ১২ জানুয়ারিতে গাড়িগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ মার্চের মধ্যেই গাড়ির মালিকদের কাছে এ বিষয় নিয়ে সতর্কবার্তা পৌঁছে যাবে। 

কোম্পানিটি বলছে, ত্রুটির সঙ্গে সম্পর্কিত কোনো ক্র্যাশ (দুঘর্টনার কবলে পড়ে গাড়ি বিধস্ত হওয়া), আঘাত বা মৃত্যুর বিষয়ে অবগত নয় টেসলা। 

অটোপাইলট অ্যাডভান্সড ড্রাইভার-সহায়তা সিস্টেমে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি দেখার পরে ২০ লাখের বেশি গাড়ি তুলে নেয় টেসলা। এর মাত্র ছয় সপ্তাহ পরে নতুন করে এই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গাড়ির জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় ও জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিয়েছিল টেসলা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত