ফিচার ডেস্ক
উদ্ভাবনের ক্ষেত্রে আবারও স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের রোবোটিকস দল টিম এটলাস ও কোড ব্ল্যাক। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন বা বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে দল দুটি। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে। ইন্দোনেশীয় যুব বিজ্ঞানী সমিতি বা আইওয়াইএসে আয়োজিত এই প্রতিযোগিতায় ২১টির বেশি দেশ থেকে ২৪৫টির বেশি প্রতিযোগী দল অংশ নেয়। প্রতিযোগিতায় টিম এটলাস অর্জন করে আইওয়াইএসে বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক এবং বাংলাদেশের প্রথম নারী রোবোটিকস টিম কোড ব্ল্যাক অর্জন করে মিকা বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক।
কোড ব্ল্যাক স্বর্ণপদক ও মিকা বিশেষ পুরস্কার জিতেছে তথ্য ও রোবোটিকস ক্যাটাগরিতে। তাদের প্রকল্পের নাম গ্রিন বোট-হাইড্রক্স। এটি একটি আন্ডারওয়াটার ও বন্যায় উদ্ধারকারী রোবট। পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববিজ্ঞান রক্ষা, অ্যাকুয়াকালচার এবং কৃষি, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, পর্যটন, বিনোদন এবং প্রত্নতত্ত্ব গবেষণাতেও এই রোবট কাজ করতে পারবে। টিম ব্ল্যাক কোড জানায়, তাদের লক্ষ্য এই রোবটকে কার্যকর এবং বিভিন্ন শিল্পে সহায়ক করে তোলা। এর আগে নারীদের রোবোটিকস দলটি ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক এবং মিকা বিশেষ পুরস্কার অর্জন করে। কোড ব্ল্যাকের সদস্য ছিলেন জান্নাতুল ফেরদৌস ফাবিন, নুসরাত জাহান সিনহা, রামিসা হাসান সম্প্রীতি, অ্যাননেশা আবনি হাসান, প্রজ্ঞা লাবণী রায়, ফাইরুজ বিনতে কবীর, সানিয়া ইসলাম সারা ও নুসরাত জাহান নওরিন।
২০১৬ সাল থেকে টিম এটলাস রোবোটিকসের বিভিন্ন শাখায় কাজ করছে। কৃষি রোবট অ্যাগ্রোভার নিয়ে ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলটি। এ দলে ছিলেন সানি জুবায়ের, মো. ইজহার হোসেন ইফতি, জিয়া মোহাম্মদ সায়েফ উল্লাহ, মোস্তাকিম রহমান মাহির, আবদুল্লাহ আল জুনায়েদ, মুহাম্মদ মাহদি মারজান, ফায়েক আবদী, এস এম মুস্তাফি, সানান শিকদার ও মো. সাদ ইসলাম।
টিম এটলাসের উদ্ভাবনী রোবটের নাম অ্যাগ্রোভার। এটি মূলত কৃষি রোবট। টিম এটলাসের অন্যান্য অর্জনের মধ্যে আরও দুটি স্বর্ণপদক আছে বিশ্ব বিজ্ঞান পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতা এবং আইএসআইএফ ২০২২ প্রতিযোগিতায়। এ ছাড়া তারা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে নবম স্থান অধিকার করে।
উদ্ভাবনের ক্ষেত্রে আবারও স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের রোবোটিকস দল টিম এটলাস ও কোড ব্ল্যাক। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন বা বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে দল দুটি। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে। ইন্দোনেশীয় যুব বিজ্ঞানী সমিতি বা আইওয়াইএসে আয়োজিত এই প্রতিযোগিতায় ২১টির বেশি দেশ থেকে ২৪৫টির বেশি প্রতিযোগী দল অংশ নেয়। প্রতিযোগিতায় টিম এটলাস অর্জন করে আইওয়াইএসে বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক এবং বাংলাদেশের প্রথম নারী রোবোটিকস টিম কোড ব্ল্যাক অর্জন করে মিকা বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক।
কোড ব্ল্যাক স্বর্ণপদক ও মিকা বিশেষ পুরস্কার জিতেছে তথ্য ও রোবোটিকস ক্যাটাগরিতে। তাদের প্রকল্পের নাম গ্রিন বোট-হাইড্রক্স। এটি একটি আন্ডারওয়াটার ও বন্যায় উদ্ধারকারী রোবট। পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববিজ্ঞান রক্ষা, অ্যাকুয়াকালচার এবং কৃষি, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, পর্যটন, বিনোদন এবং প্রত্নতত্ত্ব গবেষণাতেও এই রোবট কাজ করতে পারবে। টিম ব্ল্যাক কোড জানায়, তাদের লক্ষ্য এই রোবটকে কার্যকর এবং বিভিন্ন শিল্পে সহায়ক করে তোলা। এর আগে নারীদের রোবোটিকস দলটি ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক এবং মিকা বিশেষ পুরস্কার অর্জন করে। কোড ব্ল্যাকের সদস্য ছিলেন জান্নাতুল ফেরদৌস ফাবিন, নুসরাত জাহান সিনহা, রামিসা হাসান সম্প্রীতি, অ্যাননেশা আবনি হাসান, প্রজ্ঞা লাবণী রায়, ফাইরুজ বিনতে কবীর, সানিয়া ইসলাম সারা ও নুসরাত জাহান নওরিন।
২০১৬ সাল থেকে টিম এটলাস রোবোটিকসের বিভিন্ন শাখায় কাজ করছে। কৃষি রোবট অ্যাগ্রোভার নিয়ে ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলটি। এ দলে ছিলেন সানি জুবায়ের, মো. ইজহার হোসেন ইফতি, জিয়া মোহাম্মদ সায়েফ উল্লাহ, মোস্তাকিম রহমান মাহির, আবদুল্লাহ আল জুনায়েদ, মুহাম্মদ মাহদি মারজান, ফায়েক আবদী, এস এম মুস্তাফি, সানান শিকদার ও মো. সাদ ইসলাম।
টিম এটলাসের উদ্ভাবনী রোবটের নাম অ্যাগ্রোভার। এটি মূলত কৃষি রোবট। টিম এটলাসের অন্যান্য অর্জনের মধ্যে আরও দুটি স্বর্ণপদক আছে বিশ্ব বিজ্ঞান পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতা এবং আইএসআইএফ ২০২২ প্রতিযোগিতায়। এ ছাড়া তারা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে নবম স্থান অধিকার করে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৩ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৬ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৮ ঘণ্টা আগে