Ajker Patrika

স্মার্টফোনের পর চ্যাটজিপিটি এবার টেলিফোনে

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৭
এই ফিচারের মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। ছবি: সংগৃহীত
এই ফিচারের মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিতে বার্তা পাঠানো যাবে।

গত বুধবার থেকে, যুক্তরাষ্ট্রের যে কেউ এখন ১–৮০০–২৪২–৮৪৭৮ (১–৮০০–চ্যাটজিপিটি) নম্বরে কল করে চ্যাটজিপিটির সঙ্গে ভয়েস কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করতে পারছে। এই ফিচারের মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। এরপর কলটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপে যুক্তরাষ্ট্রে ১–৮০০–চ্যাটজিপিটি (১–৮০০–২৪২–৮৪৭৮) নম্বরে কল করে অথবা একই নম্বরে একটি মেসেজ পাঠিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা প্রতি মাসে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করা হবে।

নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো সময় চ্যাটজিপিটিকে ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। কোন কোন ক্ষেত্রে এই ফিচার কাজে লাগবে, তা বোঝাতে একটি উদাহরণও দিয়েছে কোম্পানিটি। ভ্রমণের সময় চ্যাটজিপিটিকে কল করে আশপাশের দর্শনীয় বা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে তথ্য জানা যাবে। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বিভিন্ন তথ্য এবং সেখানে যাওয়ার দিকনির্দেশনা দিতে পারবে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটির অ্যাপের অ্যাডভান্সড ভয়েস মোডের সঙ্গে টেলিফোনের এই ফিচারের কিছু পার্থক্য রয়েছে।

মোবাইল অ্যাপ এবং ওয়েব ইন্টারফেসের মাধ্যমে অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারটি চ্যাটজিপিটি প্লাস, প্রো ও টিম সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারে। এতে জিপিটি–৪ও-এর মতো আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মাল্টিমোডাল মডেলটি সরাসরি অডিও প্রক্রিয়াধীন করে এবং জবাব দিতে পারে।

তবে এর বিপরীতে ল্যান্ডলাইন বা টেলিফোনের ফিচারটি মূলত মৌলিক কাজে সাহায্য করে। যেমন: প্রশ্নের উত্তর দেওয়া এবং বাক্য অনুবাদ করা। এতে অ্যাডভান্সড ভয়েস মোডের উন্নত বৈশিষ্ট্যগুলো যেমন: আবেগ শনাক্তকরণ বা মাল্টিমোডাল সক্ষমতা নেই।

একই সময়ে হোয়াটসঅ্যাপের সঙ্গেও চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে। এই সংস্করণ অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপের তুলনায় আরও মৌলিক অভিজ্ঞতা দেবে। হোয়াটসঅ্যাপে চ্যাটবটটি ব্যবহার করার জন্য নতুন করে অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন নেই।

তবে হোয়াটসঅ্যাপ চ্যাটজিপিটি ব্যবহারে কিছু সীমা নির্ধারণ করা রয়েছে। ব্যবহারকারীরা যখন এই সীমার কাছাকাছি পৌঁছাবেন, তখন তারা একটি নোটিফিকেশন পাবেন। পরবর্তীতে চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করে বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। এ ছাড়া গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটি কাজ করবে না।

ওপেনএআইয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল বলেছেন, ‘আমাদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবজাতির জন্য উপকারী করে তোলা। এটি মানুষের কাছে যত সহজলভ্য হবে, আমাদের লক্ষ্য ততই সফল হবে।

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে ওপেনএআই বলেছে, ফোনকল বা হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের সময় কথোপকথনের তথ্য চ্যাটজিপিটির কোনো মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হবে না, ফলে ব্যবহারকারীরা নিরাপদে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকস্পট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত