প্রযুক্তি ডেস্ক
নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই।
সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে।
ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব।
নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই।
সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে।
ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে