Ajker Patrika

বাজারে স্মার্ট ওয়াচ আনছে মেটা

প্রযুক্তি ডেস্ক
বাজারে স্মার্ট ওয়াচ আনছে মেটা

নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই। 

সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে। 

ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত