অনলাইন ডেস্ক
জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ‘সামারি কার্ডস’ ফিচার যুক্ত করল গুগল। নতুন ফিচারটি দীর্ঘ ইমেইলের একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো কার্ডের আকারে তুলে ধরবে। এই উদ্ভাবনী ফিচারটির মাধ্যমে সরাসরি ইনবক্স থেকেই কনটেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা এবং নির্দিষ্ট ইমেইল না খুলেই বিভিন্ন কাজ করতে পারবেন। ফলে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মূলবান সময় বাঁচাবে। জিমেইলের কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে নতুন ফিচারটি।
এই ফিচারের লক্ষ্য হল মূল তথ্যগুলো সংক্ষেপে উপস্থাপন করা। সেই সঙ্গে একটি নতুন বাটন সরবরাহ করে এই ফিচার, যার মাধ্যমে সহজেই বিভিন্ন কাজ করতে পারবে ব্যবহারকারীরা। যেমন অর্ডার ট্র্যাক করা, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা, ইভেন্টে যুক্ত হবেন কিনা তা জানানো বা ফ্লাইটে চেক-ইন করা। এই ফিচারের মাধ্যমে ইমেইল খুলে দীর্ঘ টেক্সট পড়ার প্রয়োজন নেই। এভাবে সামারি কার্ডগুলো ব্যবহারকারীদের সময় বাঁচাতে সাহায্য করে এবং সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
অ্যাপলের এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর ঠিক কিছুদিন আগে সামারি কার্ড ফিচারটি উন্মোচন করল গুগল। এআই প্রযুক্তি মাধ্যমে আইফোনের মেইল অ্যাপে বেশ কিছু সুবিধা যুক্ত করবে অ্যাপল। তাই সামারি কার্ডের মাধ্যমে মেইল অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করবে জিমেইল।
গুগল চারটি ধরনের সামারি কার্ডের কথা ঘোষণা দিয়েছে—পারচেজেস, ইভেন্টস, বিলস, এবং ট্রাভেল। প্রাথমিকভাবে নতুন আপডেটে শুধুমাত্র পারচেজেস সামারি কার্ড দেখা যাবে, আর বাকি তিনটি ফিচার আগামী মাসগুলোতে চালু করা হবে।
পারচেজেস: এই কার্ডের মাধ্যমে সহজেই কোনো ট্র্যাক করা যাবে, অর্ডারের বিস্তারিত তথ্য দেখা যাবে এবং জিমেইল সাম্প্রতিক কেনাকাটার তথ্য চেক করে জানাতে পারবে। যেমন আপনার জন্মদিনের উপহার কখন পৌঁছাবে এটি জানিয়ে দেবে।
ইভেন্টস: ডিনার রিজার্ভেশন বা কনসার্টের সময় মনে রাখতে সাহায্য করবে এই সামারি কার্ড। ইভেন্ট দেখতে বা ক্যালেন্ডারে যুক্ত, অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য বা পথনির্দেশ পেতে এই কার্ড সাহায্য করবে।
বিলস: বিভিন্ন ধরনের বিল দেখতে ও পরিশোধ করা যাবে ‘বিলস’ কার্ডের মাধ্যমে। বিল পরিশোধের কথা মনে রাখতে রিমাইন্ডারও সেট করা যাবে।
ট্রাভেল: ভ্রমণের সময় কোনো হোটেল বুকিং, ফ্লাইটে চেক ইন–এর মতো কাজ এই কার্ডের মাধ্যমে করা যাবে। এ ছাড়া হোটেলের চেক আউটের সময় বা ফ্লাইট বোর্ডিংয়ের তথ্যও এর মাধ্যমে পাওয়া যাবে।
গুগল ইনবক্সে ‘হ্যাপেনিং সুন’ নামের সেকশনও যুক্ত করেছে। তবে এটি পরবর্তীতে চালু করা হবে। এই সেকশনের উদ্দেশ্য হলো—আসন্ন ইভেন্ট বা কাজের আপডেটগুলো সময়মতো ইনবক্সের ওপরের অংশে দেখানো। যেমন: এই সেকশনে সামারি কার্ড থাকবে, যা শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে যখন তা প্রাসঙ্গিক হবে।
এভাবে আরও সহজে এবং দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য ও কাজের তথ্য পাবেন ব্যবহারকারীরা। গুগল ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জিমেইল প্ল্যাটফর্মে সামারি কার্ড ফিচারটি যুক্ত হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ‘সামারি কার্ডস’ ফিচার যুক্ত করল গুগল। নতুন ফিচারটি দীর্ঘ ইমেইলের একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো কার্ডের আকারে তুলে ধরবে। এই উদ্ভাবনী ফিচারটির মাধ্যমে সরাসরি ইনবক্স থেকেই কনটেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা এবং নির্দিষ্ট ইমেইল না খুলেই বিভিন্ন কাজ করতে পারবেন। ফলে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মূলবান সময় বাঁচাবে। জিমেইলের কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে নতুন ফিচারটি।
এই ফিচারের লক্ষ্য হল মূল তথ্যগুলো সংক্ষেপে উপস্থাপন করা। সেই সঙ্গে একটি নতুন বাটন সরবরাহ করে এই ফিচার, যার মাধ্যমে সহজেই বিভিন্ন কাজ করতে পারবে ব্যবহারকারীরা। যেমন অর্ডার ট্র্যাক করা, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা, ইভেন্টে যুক্ত হবেন কিনা তা জানানো বা ফ্লাইটে চেক-ইন করা। এই ফিচারের মাধ্যমে ইমেইল খুলে দীর্ঘ টেক্সট পড়ার প্রয়োজন নেই। এভাবে সামারি কার্ডগুলো ব্যবহারকারীদের সময় বাঁচাতে সাহায্য করে এবং সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
অ্যাপলের এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর ঠিক কিছুদিন আগে সামারি কার্ড ফিচারটি উন্মোচন করল গুগল। এআই প্রযুক্তি মাধ্যমে আইফোনের মেইল অ্যাপে বেশ কিছু সুবিধা যুক্ত করবে অ্যাপল। তাই সামারি কার্ডের মাধ্যমে মেইল অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করবে জিমেইল।
গুগল চারটি ধরনের সামারি কার্ডের কথা ঘোষণা দিয়েছে—পারচেজেস, ইভেন্টস, বিলস, এবং ট্রাভেল। প্রাথমিকভাবে নতুন আপডেটে শুধুমাত্র পারচেজেস সামারি কার্ড দেখা যাবে, আর বাকি তিনটি ফিচার আগামী মাসগুলোতে চালু করা হবে।
পারচেজেস: এই কার্ডের মাধ্যমে সহজেই কোনো ট্র্যাক করা যাবে, অর্ডারের বিস্তারিত তথ্য দেখা যাবে এবং জিমেইল সাম্প্রতিক কেনাকাটার তথ্য চেক করে জানাতে পারবে। যেমন আপনার জন্মদিনের উপহার কখন পৌঁছাবে এটি জানিয়ে দেবে।
ইভেন্টস: ডিনার রিজার্ভেশন বা কনসার্টের সময় মনে রাখতে সাহায্য করবে এই সামারি কার্ড। ইভেন্ট দেখতে বা ক্যালেন্ডারে যুক্ত, অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য বা পথনির্দেশ পেতে এই কার্ড সাহায্য করবে।
বিলস: বিভিন্ন ধরনের বিল দেখতে ও পরিশোধ করা যাবে ‘বিলস’ কার্ডের মাধ্যমে। বিল পরিশোধের কথা মনে রাখতে রিমাইন্ডারও সেট করা যাবে।
ট্রাভেল: ভ্রমণের সময় কোনো হোটেল বুকিং, ফ্লাইটে চেক ইন–এর মতো কাজ এই কার্ডের মাধ্যমে করা যাবে। এ ছাড়া হোটেলের চেক আউটের সময় বা ফ্লাইট বোর্ডিংয়ের তথ্যও এর মাধ্যমে পাওয়া যাবে।
গুগল ইনবক্সে ‘হ্যাপেনিং সুন’ নামের সেকশনও যুক্ত করেছে। তবে এটি পরবর্তীতে চালু করা হবে। এই সেকশনের উদ্দেশ্য হলো—আসন্ন ইভেন্ট বা কাজের আপডেটগুলো সময়মতো ইনবক্সের ওপরের অংশে দেখানো। যেমন: এই সেকশনে সামারি কার্ড থাকবে, যা শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে যখন তা প্রাসঙ্গিক হবে।
এভাবে আরও সহজে এবং দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য ও কাজের তথ্য পাবেন ব্যবহারকারীরা। গুগল ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জিমেইল প্ল্যাটফর্মে সামারি কার্ড ফিচারটি যুক্ত হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪৩ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে